ETV Bharat / bharat

অনন্তনাগে ফের এনকাউন্টার, বাহিনীর ফাঁদে 3 সন্দেহভাজন লস্কর জঙ্গি - লস্কর জঙ্গি

কাশ্মীরের অনন্তনাগে চলছে তীব্র গুলির লড়াই ৷ 3-4 জন লস্কর জঙ্গি যৌথবাহিনীর ফাঁদে পড়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ ৷

encounter-starts-in-south-kashmirs-anantnag
অনন্তনাগে ফের এনকাউন্টার, বাহিনীর ফাঁদে 3 লস্কর জঙ্গি
author img

By

Published : May 11, 2021, 7:24 AM IST

অনন্তনাগ, 11 মে: ফের এনকাউন্টার ভূস্বর্গে ৷ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তারক্ষী ও সন্দেহভাজন লস্কর জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়েছে ৷ 3-4 জন জঙ্গিকে নিরাপত্তা রক্ষীরা ঘিরে ফেলেছে বলে খবর ৷

অনন্তনাগের কোকেরনাগ এলাকার ভাইলু গ্রামে চলছে এনকাউন্টার ৷ ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে, সেখানে অভিযান চালায় পুলিশ ও সেনার যৌথবাহিনী ৷ জঙ্গিদের চারপাশ থেকে ঘিরে ফেলার পরই তারা নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় ৷ তখনই পাল্টা গুলি চালানো শুরু করে বাহিনী ৷ শুরু হয় তীব্র গুলি বিনিময় ৷

আরও পড়ুন: 134 ! রেকর্ড দৈনিক মৃত্যু রাজ্যে, 56 শতাংশ শুধু দুই জেলায়

জম্মু ও কাশ্মীর পুলিশ টুইটারে একটি বিবৃতি দিয়ে এই ঘটনার কথা জানিয়েছে ৷ কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, "এনকাউন্টারে তিন লস্কর জঙ্গিকে ফাঁদে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷"

অনন্তনাগ, 11 মে: ফের এনকাউন্টার ভূস্বর্গে ৷ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তারক্ষী ও সন্দেহভাজন লস্কর জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়েছে ৷ 3-4 জন জঙ্গিকে নিরাপত্তা রক্ষীরা ঘিরে ফেলেছে বলে খবর ৷

অনন্তনাগের কোকেরনাগ এলাকার ভাইলু গ্রামে চলছে এনকাউন্টার ৷ ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে, সেখানে অভিযান চালায় পুলিশ ও সেনার যৌথবাহিনী ৷ জঙ্গিদের চারপাশ থেকে ঘিরে ফেলার পরই তারা নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় ৷ তখনই পাল্টা গুলি চালানো শুরু করে বাহিনী ৷ শুরু হয় তীব্র গুলি বিনিময় ৷

আরও পড়ুন: 134 ! রেকর্ড দৈনিক মৃত্যু রাজ্যে, 56 শতাংশ শুধু দুই জেলায়

জম্মু ও কাশ্মীর পুলিশ টুইটারে একটি বিবৃতি দিয়ে এই ঘটনার কথা জানিয়েছে ৷ কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, "এনকাউন্টারে তিন লস্কর জঙ্গিকে ফাঁদে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.