ETV Bharat / bharat

Maha Political Crisis : ডেপুটি স্পিকারের দেওয়া পদ খারিজের নোটিশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ একনাথ শিন্ডে শিবিরেরর

শনিবার শিবসেনার 16 জন বিদ্রোহী বিধায়ককে বিধায়ক পদ খারিজের নোটিশ পাঠিয়েছিলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার ৷ সেই তালিকায় ছিলেন একনাথ শিন্ডেও ৷ এই নির্দেশকেই এবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হল (Eknath Shinde group has filed a petition in the Supreme Court against deputy speakers notice) ৷

eknath shinde group
সুপ্রিম কোর্টে একনাথ শিন্ডে
author img

By

Published : Jun 26, 2022, 10:03 PM IST

মুম্বই, 26 জুন : মহারাষ্ট্রের 'সেনা বিবাদ' এবার পৌঁছে গেল সুপ্রিম কোর্টে ৷ শিবসেনার বিদ্রোহী বিধায়কদের বিদ্রোহকে কেন্দ্র করে শিবসেনার অন্দরে ও মহারাষ্ট্র সরকারে যে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নয়া মোড় নিয়েছে রবিবার ৷ বিধানসভার ডেপুটি স্পিকারের দেওয়া নোটিশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে আবেদন করেছে বিদ্রোহী একনাথ শিন্ডে শিবির (Eknath Shinde group has filed a petition in the Supreme Court against deputy speakers notice) ৷

শনিবার শিবসেনার 16 জন বিদ্রোহী বিধায়ককে বিধায়ক পদ খারিজের নোটিশ পাঠিয়েছিলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার ৷ সেই তালিকায় ছিলেন একনাথ শিন্ডেও ৷ সোমবার বিকেলের মধ্যে তাঁদের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু সেই ডেটলাইন পেরোনোর আগেই রবিবার ডেপুটি স্পিকারের এই নোটিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন একনাথ শিন্ডে শিবিরের বিধায়করা ৷

আরও পড়ুন : কোন্দল থামাতে আসরে উদ্ধব-জায়া, বিদ্রোহী বিধায়কের স্ত্রী-দের সঙ্গে কথা শুরু রশ্মির

অন্যদিকে, রবিবারই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে একনাথ শিন্ডে শিবিরের 15 জন বিধায়ককে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার ৷ এই বিধায়কদের প্রত্যেকেই অসমের গুয়াহাটির হোটেলে রয়েছেন ৷

মুম্বই, 26 জুন : মহারাষ্ট্রের 'সেনা বিবাদ' এবার পৌঁছে গেল সুপ্রিম কোর্টে ৷ শিবসেনার বিদ্রোহী বিধায়কদের বিদ্রোহকে কেন্দ্র করে শিবসেনার অন্দরে ও মহারাষ্ট্র সরকারে যে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নয়া মোড় নিয়েছে রবিবার ৷ বিধানসভার ডেপুটি স্পিকারের দেওয়া নোটিশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে আবেদন করেছে বিদ্রোহী একনাথ শিন্ডে শিবির (Eknath Shinde group has filed a petition in the Supreme Court against deputy speakers notice) ৷

শনিবার শিবসেনার 16 জন বিদ্রোহী বিধায়ককে বিধায়ক পদ খারিজের নোটিশ পাঠিয়েছিলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার ৷ সেই তালিকায় ছিলেন একনাথ শিন্ডেও ৷ সোমবার বিকেলের মধ্যে তাঁদের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু সেই ডেটলাইন পেরোনোর আগেই রবিবার ডেপুটি স্পিকারের এই নোটিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন একনাথ শিন্ডে শিবিরের বিধায়করা ৷

আরও পড়ুন : কোন্দল থামাতে আসরে উদ্ধব-জায়া, বিদ্রোহী বিধায়কের স্ত্রী-দের সঙ্গে কথা শুরু রশ্মির

অন্যদিকে, রবিবারই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে একনাথ শিন্ডে শিবিরের 15 জন বিধায়ককে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার ৷ এই বিধায়কদের প্রত্যেকেই অসমের গুয়াহাটির হোটেলে রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.