ETV Bharat / bharat

ED attaches assets of Udhav brother-in-law : উদ্ধবের শ্যালকের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, নাম জড়াল মুখ্যমন্ত্রীর স্ত্রীরও - ED attaches assets of Udhav brother in law

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Maharashtra CM Udhav Thackeray) শ্যালক শ্রীধর পাটানকরের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁর প্রায় 6.45 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ৷

ed attaches assets of maharashtra cm udhav thackeray brother-in-law
ED attaches assets of Udhav brother-in-law : উদ্ধবের শ্যালকের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
author img

By

Published : Mar 22, 2022, 7:48 PM IST

Updated : Mar 22, 2022, 9:20 PM IST

মুম্বই, 22 মার্চ : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শ্যালকের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED attaches assets Maharashtra CM Udhav Thackeray brother-in-law) ৷ মঙ্গলবার ইডির তরফে উদ্ধবের শ্যালক শ্রীধর পাটানকরের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (ED) ৷ বাজেয়াপ্ত সম্পত্তির মোট পরিমাণ প্রায় 6.45 কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে 11টি ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে ৷

ইডি সূত্রে খবর, অর্থ তছরূপের ঘটনায় শ্রীধরের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এছাড়া মহারাষ্ট্রের থানে এলাকায় নীলাম্বরী প্রকল্প এলাকায় 11টি ফ্ল্যাট নিয়েও প্রভিশনাল নোটিস দেওয়া হয়েছে ৷ যে ফ্ল্যাটগুলি শ্রী সাইবাবা গৃহনির্মিতি প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির ব্যানারে কেনা হয়েছিল ৷ ওই কোম্পানিটি শ্রীধরের ৷

এদিকে এই ঘটনায় জড়িয়ে গিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রশ্মি ঠাকরের নামও ৷ ইডি সূত্রে খবর, যে 11টি ফ্ল্যাট নিয়ে নোটিস দেওয়া হয়েছে, তা এখন উদ্ধবের স্ত্রীর নামে রয়েছে ৷

ইডি সূত্রে আরও জানা গিয়েছে যে পুষ্পক গ্রুপের একটি সংস্থার বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ উঠেছিল ৷ সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে শ্রীধরের বেআইনি সম্পত্তির হদিশ পায় ইডি ৷ ইতিমধ্যে পুষ্পক গ্রুপের ওই সংস্থার 21 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ৷ ওই সম্পত্তি যাঁদের নামে ছিল, তাঁদের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ ৷

এদিকে এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে শিবসেনা ৷ দলের মুখপাত্র সঞ্জয় রাউতের অভিযোগ, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, সেই রাজ্যে কেন্দ্রীয় সংস্থা দিয়ে স্বৈরতন্ত্র চালানো হচ্ছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ইডি-সিবিআই বিজেপির সহযোগী, মাথা নত করব না ; জেরা শেষে মন্তব্য অভিষেকের

মুম্বই, 22 মার্চ : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শ্যালকের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED attaches assets Maharashtra CM Udhav Thackeray brother-in-law) ৷ মঙ্গলবার ইডির তরফে উদ্ধবের শ্যালক শ্রীধর পাটানকরের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (ED) ৷ বাজেয়াপ্ত সম্পত্তির মোট পরিমাণ প্রায় 6.45 কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে 11টি ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে ৷

ইডি সূত্রে খবর, অর্থ তছরূপের ঘটনায় শ্রীধরের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এছাড়া মহারাষ্ট্রের থানে এলাকায় নীলাম্বরী প্রকল্প এলাকায় 11টি ফ্ল্যাট নিয়েও প্রভিশনাল নোটিস দেওয়া হয়েছে ৷ যে ফ্ল্যাটগুলি শ্রী সাইবাবা গৃহনির্মিতি প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির ব্যানারে কেনা হয়েছিল ৷ ওই কোম্পানিটি শ্রীধরের ৷

এদিকে এই ঘটনায় জড়িয়ে গিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রশ্মি ঠাকরের নামও ৷ ইডি সূত্রে খবর, যে 11টি ফ্ল্যাট নিয়ে নোটিস দেওয়া হয়েছে, তা এখন উদ্ধবের স্ত্রীর নামে রয়েছে ৷

ইডি সূত্রে আরও জানা গিয়েছে যে পুষ্পক গ্রুপের একটি সংস্থার বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ উঠেছিল ৷ সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে শ্রীধরের বেআইনি সম্পত্তির হদিশ পায় ইডি ৷ ইতিমধ্যে পুষ্পক গ্রুপের ওই সংস্থার 21 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি ৷ ওই সম্পত্তি যাঁদের নামে ছিল, তাঁদের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ ৷

এদিকে এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে শিবসেনা ৷ দলের মুখপাত্র সঞ্জয় রাউতের অভিযোগ, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, সেই রাজ্যে কেন্দ্রীয় সংস্থা দিয়ে স্বৈরতন্ত্র চালানো হচ্ছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ইডি-সিবিআই বিজেপির সহযোগী, মাথা নত করব না ; জেরা শেষে মন্তব্য অভিষেকের

Last Updated : Mar 22, 2022, 9:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.