ETV Bharat / bharat

Youth Urinates on Couple in Train: চলন্ত ট্রেনে বৃদ্ধ বিজ্ঞানী দম্পতির গায়ে মূত্রত্যাগ মদ্যপ যুবকের - মদ্যপ যুবক

Drunk Youth Urinates on Couple in Moving Train: যুবককে ট্রেনে বসে মদ খেতে বারণ করেছিলেন বৃদ্ধ বিজ্ঞানী দম্পতি ৷ যুবক তাতে কান না-দেওয়ায় দু'পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয় ৷ তখনই উপরের বার্থ থেকে নিচের বার্থে ওই দম্পতির গায়ে মূত্রত্যাগ করেন ওই মদ্যপ যুবক ৷

Etv Bharat
চলন্ত ট্রেনে বৃদ্ধ বিজ্ঞানী দম্পতির গায়ে প্রস্রাব মদ্যপ যুবকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 1:09 PM IST

ঝাঁসি (উত্তরপ্রদেশ), 6 অক্টোবর: ফের গায়ে মূত্রত্যাগ করার ঘটনা ৷ বিমানে নয়, এ বার চলন্ত ট্রেনে ৷ ঘটনাস্থল উত্তরপ্রদেশ ৷ ঝাঁসির ক্রান্তি এক্সপ্রেসে এক বৃদ্ধ বিজ্ঞানী দম্পতির গায়ে প্রস্রাব করে দেন এক মদ্যপ যুবক ৷ ঘটনার পরই হই-হট্টগোল শুরু হয়ে যায় চলন্ত ট্রেনে ৷ খবর পেয়ে টিটিই গিয়ে অভিযুক্ত যুবককে ধরে ঝাঁসিতে আরপিএফের হাতে তুলে দেন ৷

বুধবার রাতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শীর্ষ বিজ্ঞানী তাঁর স্ত্রীকে নিয়ে ক্রান্তি এক্সপ্রেসে মধ্যপ্রদেশের হরপালপুর থেকে হজরত নিজামুদ্দিন যাচ্ছিলেন ৷ তাঁরা দু'জনেই এসি কোচ বি-3-এর নিচের বার্থে ছিলেন ৷ সিট নম্বর ছিল 57 ও 60 ৷ অন্যদিকে, অভিযুক্ত যুবক রীতেশও একই কোচে পাশের নিচের বার্থের 63 নম্বর আসনে ছিলেন ৷ তিনি কুতুব বিহার দক্ষিণ-পশ্চিম নয়াদিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ ৷ বুধবার রাত 9টা 51 মিনিটে ওই বৃদ্ধ দম্পতির গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ ৷ এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয় ৷ সেই মুহূর্তে দম্পতি প্রতিবাদ করলে যুবক গালিগালাজ ও দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ উঠেছে ৷

এই অবস্থায় ট্রেনটি ঝাঁসি পৌঁছলে ওই দম্পতি টিটিই বিএস খানকে বিষয়টি জানান ৷ তিনি আবার এই নিয়ে কথা বলেন ঝাঁসি রেলওয়ে কন্ট্রোল রুমে ৷ ট্রেনটি ঝাঁসি পৌঁছনোর সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবককে তুলে নিয়ে যায় আরপিএফ ৷ টিটিই-র অভিযোগের ভিত্তিতে রেলওয়ে আইন অনুযায়ী যুবকের বিরুদ্ধে দুর্ব্যবহারের মামলা নথিভুক্ত করে ব্যবস্থা নিয়েছে ৷

জানা গিয়েছে, অভিযুক্ত যুবককে ট্রেনে মদ খেতে বারণ করেছিলেন বৃদ্ধ দম্পতি ৷ যা নিয়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ৷ এর জেরেই দম্পতির গায়ে প্রস্রাব করে দেন অভিযুক্ত ৷ এই বিষয়ে আরপিএফ কমান্ড্যান্ট অলোক কুমার জানান, অভিযুক্ত যুবক মদ্যপ ছিলেন ৷ এই কারণেই তিনি তাঁর উপরের বার্থ থেকে প্রস্রাব করেন ৷ যা নিচের বার্থে থাকা বয়স্ক দম্পতির উপর পড়ে ৷ এই নিয়ে ঝগড়া হয় ৷ ঘটনাস্থলে যাওয়া টিটিই-র অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে আরপিএফ একটি মামলা দায়ের করেছে ।

আরও পড়ুন : নক্কারজনক ঘটনার সাক্ষী থাকল দেশ ! আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাবের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ঝাঁসি (উত্তরপ্রদেশ), 6 অক্টোবর: ফের গায়ে মূত্রত্যাগ করার ঘটনা ৷ বিমানে নয়, এ বার চলন্ত ট্রেনে ৷ ঘটনাস্থল উত্তরপ্রদেশ ৷ ঝাঁসির ক্রান্তি এক্সপ্রেসে এক বৃদ্ধ বিজ্ঞানী দম্পতির গায়ে প্রস্রাব করে দেন এক মদ্যপ যুবক ৷ ঘটনার পরই হই-হট্টগোল শুরু হয়ে যায় চলন্ত ট্রেনে ৷ খবর পেয়ে টিটিই গিয়ে অভিযুক্ত যুবককে ধরে ঝাঁসিতে আরপিএফের হাতে তুলে দেন ৷

বুধবার রাতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শীর্ষ বিজ্ঞানী তাঁর স্ত্রীকে নিয়ে ক্রান্তি এক্সপ্রেসে মধ্যপ্রদেশের হরপালপুর থেকে হজরত নিজামুদ্দিন যাচ্ছিলেন ৷ তাঁরা দু'জনেই এসি কোচ বি-3-এর নিচের বার্থে ছিলেন ৷ সিট নম্বর ছিল 57 ও 60 ৷ অন্যদিকে, অভিযুক্ত যুবক রীতেশও একই কোচে পাশের নিচের বার্থের 63 নম্বর আসনে ছিলেন ৷ তিনি কুতুব বিহার দক্ষিণ-পশ্চিম নয়াদিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ ৷ বুধবার রাত 9টা 51 মিনিটে ওই বৃদ্ধ দম্পতির গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ ৷ এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয় ৷ সেই মুহূর্তে দম্পতি প্রতিবাদ করলে যুবক গালিগালাজ ও দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ উঠেছে ৷

এই অবস্থায় ট্রেনটি ঝাঁসি পৌঁছলে ওই দম্পতি টিটিই বিএস খানকে বিষয়টি জানান ৷ তিনি আবার এই নিয়ে কথা বলেন ঝাঁসি রেলওয়ে কন্ট্রোল রুমে ৷ ট্রেনটি ঝাঁসি পৌঁছনোর সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবককে তুলে নিয়ে যায় আরপিএফ ৷ টিটিই-র অভিযোগের ভিত্তিতে রেলওয়ে আইন অনুযায়ী যুবকের বিরুদ্ধে দুর্ব্যবহারের মামলা নথিভুক্ত করে ব্যবস্থা নিয়েছে ৷

জানা গিয়েছে, অভিযুক্ত যুবককে ট্রেনে মদ খেতে বারণ করেছিলেন বৃদ্ধ দম্পতি ৷ যা নিয়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ৷ এর জেরেই দম্পতির গায়ে প্রস্রাব করে দেন অভিযুক্ত ৷ এই বিষয়ে আরপিএফ কমান্ড্যান্ট অলোক কুমার জানান, অভিযুক্ত যুবক মদ্যপ ছিলেন ৷ এই কারণেই তিনি তাঁর উপরের বার্থ থেকে প্রস্রাব করেন ৷ যা নিচের বার্থে থাকা বয়স্ক দম্পতির উপর পড়ে ৷ এই নিয়ে ঝগড়া হয় ৷ ঘটনাস্থলে যাওয়া টিটিই-র অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে আরপিএফ একটি মামলা দায়ের করেছে ।

আরও পড়ুন : নক্কারজনক ঘটনার সাক্ষী থাকল দেশ ! আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাবের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.