ETV Bharat / bharat

Droupadi Murmu wins: রাইসিনায় দ্রৌপদী মুর্মু, অভিনন্দন মোদি-মমতার - Bengal CM Mamata Banerjee

গত 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হয় (Presidential Election 2022) ৷ আজ সকাল থেকে শুরু হয় ভোট গণনা ৷ এখনও পর্যন্ত যা গণনা হয়েছে, তাতেই জয় নিশ্চিত দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) ৷

Droupadi Murmu Elected as 15th President of India
Droupadi Murmu wins: রাইসিনায় দ্রোপদী মুর্মু, অভিনন্দন মোদি-মমতার
author img

By

Published : Jul 21, 2022, 8:50 PM IST

Updated : Jul 21, 2022, 8:57 PM IST

নয়াদিল্লি, 21 জুলাই : জল্পনার অবসান ৷ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu Elected as 15th President of India) ৷ যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি ৷ তবে ইতিমধ্যেই তিনি 50 শতাংশের বেশি ভোট পেয়ে গিয়েছেন ৷ ফলে এনডিএ (NDA)-র এই রাষ্ট্রপতি পদপ্রার্থীর জয় নিশ্চিত ৷

গত সোমবার, 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হয় (Presidential Election 2022) ৷ বৃহস্পতিবার সকাল থেকে শুরু গণনা ৷ যদিও ফলাফল কী হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত ছিল ৷ তাই দেশের বিভিন্ন অংশে বিজয়োৎসবের প্রস্তুতি সেরে ফেলেছিল গেরুয়া শিবির ৷ কিন্তু জয় নিশ্চিত হওয়ার খবর আসতেই সেই উৎসবের জৌলুস আরও বেড়ে যায় ৷

  • India scripts history. At a time when 1.3 billion Indians are marking Azadi Ka Amrit Mahotsav, a daughter of India hailing from a tribal community born in a remote part of eastern India has been elected our President!

    Congratulations to Smt. Droupadi Murmu Ji on this feat.

    — Narendra Modi (@narendramodi) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে দ্রৌপদী মুর্মু তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে (Opposition Presidential Candidate Yashwant Sinha) কত ব্যবধানে হারালেন, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি ৷ তবে হার স্বীকার করে ইতিমধ্যে দ্রৌপদীকে অভিনন্দন জানিয়েছেন যশবন্ত ৷ টুইট করেছেন তিনি এই নিয়ে ৷

এছাড়া আরও অনেকে টুইট করেছে দ্রৌপদী অভিনন্দন জানাতে ৷ সেই তালিকায় একেবারে প্রথমে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নাম ৷ তিনি দ্রৌপদীর জয়কে ঐতিহাসিক বলেছেন ৷ তাছাড়া দ্রৌপদীর বিগত দিনের কাজের কথা উল্লেখ করে তাঁর প্রশংসা করেছেন ৷

  • I would like to congratulate Hon'ble Presidential Elect Smt Draupadi Murmu.

    The country will sincerely look up to you as the Head of State to protect the ideals of our Constitution & be the custodian of our democracy, especially when nation is plagued with so many dissensions.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদির মন্ত্রিসভার সদস্য থেকে গেরুয়া শিবিরের অন্য নেতারাও দ্রৌপদী মুর্মুর জয় নিয়ে টুইট করেছেন ৷ তবে অভিনন্দন জানিয়েছেন বিরোধীরাও ৷ সেই তালিকায় রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Bengal CM Mamata Banerjee) ৷ অভিনন্দন জানানোর পাশাপাশি টুইটে মমতা আশা প্রকাশ করেন যে দেশের প্রধান হিসেবে বর্তমান পরিস্থিতিতে দ্রোপদী মুর্মু নিশ্চয় দেশের সংবিধানকে রক্ষা করবেন ৷

আরও পড়ুন : Presidential Poll 2022: প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেল দেশ, দ্রৌপদীকে অভিনন্দন যশবন্তের

নয়াদিল্লি, 21 জুলাই : জল্পনার অবসান ৷ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu Elected as 15th President of India) ৷ যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি ৷ তবে ইতিমধ্যেই তিনি 50 শতাংশের বেশি ভোট পেয়ে গিয়েছেন ৷ ফলে এনডিএ (NDA)-র এই রাষ্ট্রপতি পদপ্রার্থীর জয় নিশ্চিত ৷

গত সোমবার, 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হয় (Presidential Election 2022) ৷ বৃহস্পতিবার সকাল থেকে শুরু গণনা ৷ যদিও ফলাফল কী হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত ছিল ৷ তাই দেশের বিভিন্ন অংশে বিজয়োৎসবের প্রস্তুতি সেরে ফেলেছিল গেরুয়া শিবির ৷ কিন্তু জয় নিশ্চিত হওয়ার খবর আসতেই সেই উৎসবের জৌলুস আরও বেড়ে যায় ৷

  • India scripts history. At a time when 1.3 billion Indians are marking Azadi Ka Amrit Mahotsav, a daughter of India hailing from a tribal community born in a remote part of eastern India has been elected our President!

    Congratulations to Smt. Droupadi Murmu Ji on this feat.

    — Narendra Modi (@narendramodi) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে দ্রৌপদী মুর্মু তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে (Opposition Presidential Candidate Yashwant Sinha) কত ব্যবধানে হারালেন, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি ৷ তবে হার স্বীকার করে ইতিমধ্যে দ্রৌপদীকে অভিনন্দন জানিয়েছেন যশবন্ত ৷ টুইট করেছেন তিনি এই নিয়ে ৷

এছাড়া আরও অনেকে টুইট করেছে দ্রৌপদী অভিনন্দন জানাতে ৷ সেই তালিকায় একেবারে প্রথমে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নাম ৷ তিনি দ্রৌপদীর জয়কে ঐতিহাসিক বলেছেন ৷ তাছাড়া দ্রৌপদীর বিগত দিনের কাজের কথা উল্লেখ করে তাঁর প্রশংসা করেছেন ৷

  • I would like to congratulate Hon'ble Presidential Elect Smt Draupadi Murmu.

    The country will sincerely look up to you as the Head of State to protect the ideals of our Constitution & be the custodian of our democracy, especially when nation is plagued with so many dissensions.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদির মন্ত্রিসভার সদস্য থেকে গেরুয়া শিবিরের অন্য নেতারাও দ্রৌপদী মুর্মুর জয় নিয়ে টুইট করেছেন ৷ তবে অভিনন্দন জানিয়েছেন বিরোধীরাও ৷ সেই তালিকায় রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Bengal CM Mamata Banerjee) ৷ অভিনন্দন জানানোর পাশাপাশি টুইটে মমতা আশা প্রকাশ করেন যে দেশের প্রধান হিসেবে বর্তমান পরিস্থিতিতে দ্রোপদী মুর্মু নিশ্চয় দেশের সংবিধানকে রক্ষা করবেন ৷

আরও পড়ুন : Presidential Poll 2022: প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেল দেশ, দ্রৌপদীকে অভিনন্দন যশবন্তের

Last Updated : Jul 21, 2022, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.