ETV Bharat / bharat

Doctor Accused Wife of Assault: স্ত্রী দিনরাত উচ্চস্বরে গান শোনেন, বাধা দিলেই জোটে মার; থানায় চিকিৎসক

স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন এক চিকিৎসক ৷ কী এমন হল যে তিনি স্ত্রীর থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ হলেন ? জানতে পড়ুন পুরো প্রতিবেদন ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 7:58 PM IST

লখনউ, 12 অক্টোবর: "সাহেব আমার স্ত্রী গত 6 বছর ধরে প্রতিদিন উচ্চস্বরে গান শোনে ৷ আমি এর প্রতিবাদ করলে আমাই মারধর শুরু করে ৷ দয়া করে আমাকে বাঁচান ৷" থানায় গিয়ে এমনই কাতর আর্জি করলেন চিকিৎসক ৷ এর জন্য তিনি স্ত্রীর বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করেছেন ৷ যা পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতী নগরের এক বাসিন্দা চিকিৎসের সঙ্গে ৷

চিকিৎসকের অভিযোগ, গত 6 বছর ধরে স্ত্রী তাকে এভাবেই উত্যক্ত করে আসছে ৷ রাত্রে সে উচ্চস্বরে গান শোনে ৷ সেটা করতে বাধা দিলে স্ত্রী তাকে মারধর শুরু করে ৷ অভিযোগ দায়ের হওয়ায় পুলিশ এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে ৷

অভিযোগ জানাতে গিয়ে ভুক্তভোগী চিকিৎসক থানায় জানান, 2017 সালে তাঁর বিয়ে হয় ৷ তারপর থেকেই স্ত্রীর এহেন উৎপাতে অতিষ্ঠ হয়ে ওঠেন ৷ যার জেরে মানসিক চাপ শুরু হয় তাঁর ৷ স্ত্রী দিনে-রাতে উচ্চস্বরে গান শোনেন ৷ যার কারণে ঠিকমতো ঘুমোতে পারেন না চিকিৎসক ৷ বারণ করলে স্ত্রী রীতিমতো হিংস্র হয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি মারধর শুরু করেন ৷

শুধু তাই নয়, তিনি আরও অভিযোগ করেছেন যে তাঁর স্ত্রী সারারাত মোবাইলে কয়েকজন যুবকের সঙ্গে কথা বলেন ৷ সেই বিষয়ে জিজ্ঞাসা করলেও মারধর শুরু করেন ৷ এমনকি স্ত্রী সবসময় প্রয়াত মাকে অপমান করে ৷ এই পরিস্থিতিতে শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হচ্ছে চিকিৎসকের ৷ এই অবস্থায় তিনি পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন ৷

এই বিষয়টি নিয়ে স্থানীয় থানার ইনচার্জ দীপক পাণ্ডে বলেন,"বিষয়টি দম্পতির মধ্যে পারস্পরিক বিরোধ নিয়ে ৷ অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে ৷"

আরও পড়ুন : পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের 'সুপারি' স্বামীর, গ্রেফতার তিন

লখনউ, 12 অক্টোবর: "সাহেব আমার স্ত্রী গত 6 বছর ধরে প্রতিদিন উচ্চস্বরে গান শোনে ৷ আমি এর প্রতিবাদ করলে আমাই মারধর শুরু করে ৷ দয়া করে আমাকে বাঁচান ৷" থানায় গিয়ে এমনই কাতর আর্জি করলেন চিকিৎসক ৷ এর জন্য তিনি স্ত্রীর বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করেছেন ৷ যা পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতী নগরের এক বাসিন্দা চিকিৎসের সঙ্গে ৷

চিকিৎসকের অভিযোগ, গত 6 বছর ধরে স্ত্রী তাকে এভাবেই উত্যক্ত করে আসছে ৷ রাত্রে সে উচ্চস্বরে গান শোনে ৷ সেটা করতে বাধা দিলে স্ত্রী তাকে মারধর শুরু করে ৷ অভিযোগ দায়ের হওয়ায় পুলিশ এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে ৷

অভিযোগ জানাতে গিয়ে ভুক্তভোগী চিকিৎসক থানায় জানান, 2017 সালে তাঁর বিয়ে হয় ৷ তারপর থেকেই স্ত্রীর এহেন উৎপাতে অতিষ্ঠ হয়ে ওঠেন ৷ যার জেরে মানসিক চাপ শুরু হয় তাঁর ৷ স্ত্রী দিনে-রাতে উচ্চস্বরে গান শোনেন ৷ যার কারণে ঠিকমতো ঘুমোতে পারেন না চিকিৎসক ৷ বারণ করলে স্ত্রী রীতিমতো হিংস্র হয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি মারধর শুরু করেন ৷

শুধু তাই নয়, তিনি আরও অভিযোগ করেছেন যে তাঁর স্ত্রী সারারাত মোবাইলে কয়েকজন যুবকের সঙ্গে কথা বলেন ৷ সেই বিষয়ে জিজ্ঞাসা করলেও মারধর শুরু করেন ৷ এমনকি স্ত্রী সবসময় প্রয়াত মাকে অপমান করে ৷ এই পরিস্থিতিতে শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হচ্ছে চিকিৎসকের ৷ এই অবস্থায় তিনি পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন ৷

এই বিষয়টি নিয়ে স্থানীয় থানার ইনচার্জ দীপক পাণ্ডে বলেন,"বিষয়টি দম্পতির মধ্যে পারস্পরিক বিরোধ নিয়ে ৷ অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে ৷"

আরও পড়ুন : পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের 'সুপারি' স্বামীর, গ্রেফতার তিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.