নয়াদিল্লি, 20 ডিসেম্বর: শুধু রাজ্য নয়, দেশজুড়ে চালিয়ে ব্যাটিং শুরু শীতের ৷ কলকাতা আজ মরসুমে শীতলতম ৷ আর আজই বছরের শীতলতম রাজধানী ৷ দিল্লির (Delhi's Coldest Day) সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল 3.1 ডিগ্রি সেলসিয়াসে ৷ যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম ৷ শুধু দিল্লি নয়, গোটা উত্তর ভারতজুড়েই চলছে শৈত্যপ্রবাহ (Delhi coldest as Cold Wave Sweeps North India)৷
শীতের কামড়ে জবুথবু উত্তর (Cold Wave in North India)৷ হাড়হিম ঠান্ডায় কাঁপছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশ ৷ তাপমাত্রা সাংঘাতিক কমেছে তেলাঙ্গানা ও রাজস্থানের কিছু অংশে ৷ মরুরাজ্যের চুরুতে তাপমাত্রা মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে ৷ মারাত্মক ঠান্ডা পড়েছে কাশ্মীরেও ৷ শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে মাইনাস 5.8 ডিগ্রি সেলসিয়াসে ৷
আরও পড়ুন: Winter in Kolkata: কলকাতায় তাপমাত্রা নামল 11 ডিগ্রিতে, আজই মরসুমের শীতলতম
সোমবার দিল্লির (cold wave sweeps north india) পারদপতনও চোখে পড়ার মতো ৷ লোধি রোডের সফদরজং অবজারভেটরির রেকর্ড বলছে, আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা 3.1 ডিগ্রি সেলসিয়াস ৷ পশ্চিম দিল্লির জাফরপুর গ্রামের স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রে আবার সর্বনিম্ন তাপমাত্রা 2.9 ডিগ্রি সেলসিয়াস দেখিয়েছে ৷ যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম ৷ রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4.6 ডিগ্রি সেলসিয়াস ৷ সেটাই ছিল মরসুমের শীতলতম ৷ আজ সেই রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ আরও নেমেছে ৷ এই নিয়ে পরপর দুদিন নিজের রেকর্ড নিজেই ভাঙল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৷
আরও পড়ুন: West Bengal Weather Update : শহরের শীতলতম দিনে ভোটের উত্তাপ, পারদের পতন অব্যাহত
জাতীয় আবহাওয়া দফতরের শীর্ষ বিজ্ঞানী আরকে জেনমানি জানিয়েছেন, পরপর পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তর-পশ্চিমের ঠান্ডা বাতাসের গতি কমে যাওয়ায় মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে ৷ তবে 21 ডিসেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন অংশে তীব্র শৈত্যপ্রবাহ চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আইএমডি (IMD on cold wave)৷