ETV Bharat / bharat

Delhi Police : দেশজুড়ে নাশকতার ছক বানচাল দিল্লি পুলিশের, আটক 6; রয়েছে বাঙালি যোগ ! - Delhi Police : দেশজুড়ে বিস্ফোরণের পরিকল্পনা বানচাল দিল্লি পুলিশের, আটক 6, রয়েছে বাঙালি যোগ !

একাধিক রাজ্যে অভিযান চালিয়ে নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে মোট 6 জনকে ৷ তাদের মধ্যে দু'জন পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত বলেও জানা যাচ্ছে ৷ পাশাপাশি, পাকিস্তানে নাকি আরও 14-15 জন বাঙালি প্রশিক্ষণও নিয়েছে বলে ধৃতরা জানিয়েছে ৷

দেশজুড়ে বিস্ফোরণের পরিকল্পনা বানচাল দিল্লি পুলিশের, আটক 6
দেশজুড়ে বিস্ফোরণের পরিকল্পনা বানচাল দিল্লি পুলিশের, আটক 6
author img

By

Published : Sep 15, 2021, 6:43 AM IST

Updated : Sep 15, 2021, 4:47 PM IST

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : একাধিক রাজ্যে অভিযান চালিয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল মোট 6 জনকে গ্রেফতার করেছে ৷ তাদের মধ্যে আবার দু'জন পাকিস্তানের প্রশিক্ষিত জঙ্গি-ও রয়েছে ৷ দিল্লি পুলিশের দাবি, ধৃতরা দেশজুড়ে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছিল । তাদের কাছ থেকে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে ৷ তাদের মধ্যে চারজনের নাম হল, জান মহম্মদ আলি শেখ, জিশান কামার, ওসামা এবং মহম্মদ আবু বকর । পাশাপাশি, বাঙালি যোগ-ও পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে ৷

পুলিশের ডেপুটি কমিশনার (স্পেশাল সেল) প্রমোদ সিং কুশওয়াহ বলেন, "পাকিস্তানের জঙ্গি মডিউলটি ভেস্তে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি পাকিস্তানে প্রশিক্ষিত এমন দুই জঙ্গিকে গ্রেফতারও করা হয়েছে । একাধিক রাজ্যে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে ।"

দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার অফ পুলিশ (স্পেশাল সেলের ) নীরজ ঠাকুর জানিয়েছেন, ধৃতদের মধ্যে দু'জনকে দিল্লি থেকে, তিনজনকে উত্তরপ্রদেশ থেকে এবং রাজস্থানের কোটা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি আরও বলেন, এই ছ'জনের মধ্যে দু'জনকে মাস্কট হয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সেখানে তাদের 15 দিন ধরে একে-47 (AK-47)-সহ বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । ধৃতরা জানিয়েছে যে তাদের দলে 14-15 জন বাঙালিও ছিল, যারাও হয়তো একই ধরনের প্রশিক্ষণ নিয়েছিল ৷

আরও পড়ুন : Pulwama Grenade Attack : পুলওয়ামায় গ্রেনেড হামলা, আহত 3 নাগরিক

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : একাধিক রাজ্যে অভিযান চালিয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল মোট 6 জনকে গ্রেফতার করেছে ৷ তাদের মধ্যে আবার দু'জন পাকিস্তানের প্রশিক্ষিত জঙ্গি-ও রয়েছে ৷ দিল্লি পুলিশের দাবি, ধৃতরা দেশজুড়ে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছিল । তাদের কাছ থেকে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে ৷ তাদের মধ্যে চারজনের নাম হল, জান মহম্মদ আলি শেখ, জিশান কামার, ওসামা এবং মহম্মদ আবু বকর । পাশাপাশি, বাঙালি যোগ-ও পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে ৷

পুলিশের ডেপুটি কমিশনার (স্পেশাল সেল) প্রমোদ সিং কুশওয়াহ বলেন, "পাকিস্তানের জঙ্গি মডিউলটি ভেস্তে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি পাকিস্তানে প্রশিক্ষিত এমন দুই জঙ্গিকে গ্রেফতারও করা হয়েছে । একাধিক রাজ্যে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে ।"

দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার অফ পুলিশ (স্পেশাল সেলের ) নীরজ ঠাকুর জানিয়েছেন, ধৃতদের মধ্যে দু'জনকে দিল্লি থেকে, তিনজনকে উত্তরপ্রদেশ থেকে এবং রাজস্থানের কোটা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি আরও বলেন, এই ছ'জনের মধ্যে দু'জনকে মাস্কট হয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সেখানে তাদের 15 দিন ধরে একে-47 (AK-47)-সহ বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । ধৃতরা জানিয়েছে যে তাদের দলে 14-15 জন বাঙালিও ছিল, যারাও হয়তো একই ধরনের প্রশিক্ষণ নিয়েছিল ৷

আরও পড়ুন : Pulwama Grenade Attack : পুলওয়ামায় গ্রেনেড হামলা, আহত 3 নাগরিক

Last Updated : Sep 15, 2021, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.