ETV Bharat / bharat

কোভিড হাসপাতালে রূপান্তরিত হচ্ছে দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজ

ক্রমশ খারাপ হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি ৷ এ নিয়ে আলোচনা করতে রবিবার সকালে একটি জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তারপরই তিনি জানান, দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজ এবং বেশ কয়েকটি স্কুলকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে ৷ করোনা আত্রান্তদের চিকিৎসায় যাতে স্থান সংকুলান না হয়, তার জন্যই এই পদক্ষেপ ৷

Delhi Commonwealth Games Village will be utilize as Covid Hospital
কোভিড হাসপাতালে রূপান্তরিত হচ্ছে দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজ
author img

By

Published : Apr 18, 2021, 3:25 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল : দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজ এবং বেশ কয়েকটি স্কুলকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে ৷ করোনা আত্রান্তদের চিকিৎসায় যাতে স্থান সংকুলান না হয়, তার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ একইসঙ্গে, আগামী কয়েক দিনের মধ্যেই করোনা আক্রান্তদের জন্য আরও ছ’হাজার নতুন শয্যার ব্য়বস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি ৷

ক্রমশ খারাপ হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি ৷ শনিবার সন্ধেয় যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেই মোতাবকে তারে আগের 24 ঘণ্টায় দিল্লিতে নতুন প্রায় 24 হাজার করোনা রোগীর খোঁজ মিলেছে ৷ হাসপাতালে এসেও মিলছে না শয্যা ৷ ভাঁড়ার কমছে অক্সিজেন ও জীবনদায়ী ওষুধের ৷ কোভিড রোগীদের জন্য বরাদ্দ আইসিইউগুলির 90 শতাংশ শয্যাই ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছে ৷

রবিবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, বর্তমানে রাজধানীতে দৈনিক করোনা আক্রান্তের হার প্রায় 30 শতাংশ ৷ আইসিইউতে অবশিষ্ট শয্যার সংখ্য়া (করোনা রোগীদের জন্য) মাত্র 100 ৷ প্রসঙ্গত, এদিনই দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠক করেন কেজরিওয়াল ৷ তারপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমনওয়েলথ গেমস ভিলেজ এবং একাধিক স্কুলকে করোনা হাসপাতালে রূপান্তরিত করার কথা জানান তিনি ৷

আরও পড়ুন : কোভিড বাড়ছে, কমছে বেড-অক্সিজেন ! মন্ত্রিসভার বৈঠক ডাকলেন কেজরি

কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কেজরিওয়াল জানান, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে কথা হয়েছে তাঁর ৷ তিনি বলেন, ‘‘আমি বলেছি যে আমাদের আরও অক্সিজেন ও শয্যা দরকার ৷ আশা করছি, কয়েক দিনের মধ্যে ছ’হাজারের বেশি শয্যা ও অক্সিজেনের বন্দোবস্ত করা যাবে ৷’’

দিল্লির করোনা পরিস্থিতি যে অত্যন্ত শোচনীয়, সে কথা স্বীকার করে নিয়েছেন রাজধানীর স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও ৷ তবে তাঁর পরামর্শ, পরিস্থিতি যতই খারাপ হোক, আতঙ্কিত হলে চলবে না ৷ সতর্ক ও সচেতনভাবে এর মোকাবিলা করতে হবে ৷

নয়াদিল্লি, 18 এপ্রিল : দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজ এবং বেশ কয়েকটি স্কুলকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে ৷ করোনা আত্রান্তদের চিকিৎসায় যাতে স্থান সংকুলান না হয়, তার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ একইসঙ্গে, আগামী কয়েক দিনের মধ্যেই করোনা আক্রান্তদের জন্য আরও ছ’হাজার নতুন শয্যার ব্য়বস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি ৷

ক্রমশ খারাপ হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি ৷ শনিবার সন্ধেয় যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেই মোতাবকে তারে আগের 24 ঘণ্টায় দিল্লিতে নতুন প্রায় 24 হাজার করোনা রোগীর খোঁজ মিলেছে ৷ হাসপাতালে এসেও মিলছে না শয্যা ৷ ভাঁড়ার কমছে অক্সিজেন ও জীবনদায়ী ওষুধের ৷ কোভিড রোগীদের জন্য বরাদ্দ আইসিইউগুলির 90 শতাংশ শয্যাই ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছে ৷

রবিবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, বর্তমানে রাজধানীতে দৈনিক করোনা আক্রান্তের হার প্রায় 30 শতাংশ ৷ আইসিইউতে অবশিষ্ট শয্যার সংখ্য়া (করোনা রোগীদের জন্য) মাত্র 100 ৷ প্রসঙ্গত, এদিনই দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠক করেন কেজরিওয়াল ৷ তারপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমনওয়েলথ গেমস ভিলেজ এবং একাধিক স্কুলকে করোনা হাসপাতালে রূপান্তরিত করার কথা জানান তিনি ৷

আরও পড়ুন : কোভিড বাড়ছে, কমছে বেড-অক্সিজেন ! মন্ত্রিসভার বৈঠক ডাকলেন কেজরি

কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কেজরিওয়াল জানান, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে কথা হয়েছে তাঁর ৷ তিনি বলেন, ‘‘আমি বলেছি যে আমাদের আরও অক্সিজেন ও শয্যা দরকার ৷ আশা করছি, কয়েক দিনের মধ্যে ছ’হাজারের বেশি শয্যা ও অক্সিজেনের বন্দোবস্ত করা যাবে ৷’’

দিল্লির করোনা পরিস্থিতি যে অত্যন্ত শোচনীয়, সে কথা স্বীকার করে নিয়েছেন রাজধানীর স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও ৷ তবে তাঁর পরামর্শ, পরিস্থিতি যতই খারাপ হোক, আতঙ্কিত হলে চলবে না ৷ সতর্ক ও সচেতনভাবে এর মোকাবিলা করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.