নয়াদিল্লি, 13 এপ্রিল : করোনা থেকে যাঁরা সুস্থ হয়ে ফিরেছেন তাঁদের প্লাজমা দান করার আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আজ দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে করোনার নতুন স্রোত বাড়তে থাকায় প্লাজমার চাহিদা বেড়েছে ৷ এই পরিস্থিতিতে মজুত থাকা প্লাজমার পরিমাণও কমে গেছে ৷ তাই যাঁরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতে ফিরেছেন, তাঁদের কাছে কেজরিওয়াল প্লাজমা দান করার আবেদন জানিয়েছেন ৷
প্রসঙ্গত, গত তিনদিন ধরে দিল্লিতে প্রথমবারের জন্য দৈনিক সংক্রমণ 10 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজধানীর 14টি হাসপাতালকে সম্পূর্ণভাবে করোনার চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে ৷ সেইসঙ্গে পরিকল্পিত অস্ত্রোপচার, যেমন হাঁটু প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারির মতো চিকিৎসা আপাতত 2-3 মাস পিছিয়ে দেওয়া হয়েছে ৷ তবে, ইমার্জেন্সি অস্ত্রোপচারের ক্ষেত্রে সবরকম ব্যবস্থা হাসপাতালগুলিতে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ৷
দিল্লিতে চিকিৎসা সংক্রান্ত এই নির্দেশিকার 24 ঘণ্টা পর এবার করোনা থেকে সুস্থ হয়ে ওঠা নাগরিকদের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তিনি আবেদন জানিয়েছেন, এর আগের সংক্রমণের সময় মানুষ স্বেচ্ছায় বিপুল পরিমাণে প্লাজমা দান করেছিল ৷ তবে, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেলে প্লাজমার চাহিদা কমে যায় ৷ সেইসঙ্গে প্লাজমা দানও কমতে থাকে ৷ বর্তমানে করোনার সংক্রমণ বেড়েছে ৷ কিন্তু, করোনার চিকিৎসার জন্য পর্যাপ্ত প্লাজমার পরিমাণ কমে গিয়েছে ৷ তাই যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের কাছে কেজরিওয়াল প্লাজমা দানের আবেদন জানিয়েছেন ৷
আরও পড়ুন : দিল্লির একাধিক হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার নির্দেশ
পাশাপাশি দিল্লির যুবসমাজের জন্য একটি বার্তাও দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি বলেন, ‘‘এই স্রোত খুবই ভয়াবহ ৷ গত 10-15 দিনের মধ্যে যে তথ্য এসেছে, সেই অনুযায়ী করোনা আক্রান্তদের মধ্যে 65 শতাংশের বয়স 45 বছরের নিচে ৷ আপনাদের স্বাস্থ্য এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই যুবসমাজের কাছে আমার আবেদন, খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরবেন না ৷ আর করোনার নিয়মবিধি মেনে চলুন ৷’’