ETV Bharat / bharat

করোনা থেকে সুস্থ হওয়া দিল্লিবাসীর কাছে প্লাজমা দানের আবেদন কেজরিওয়ালের

বর্তমান পরিস্থিতিতে করোনার সংক্রমণ বেড়েছে ৷ কিন্তু, করোনার চিকিৎসার জন্য পর্যাপ্ত প্লাজমার পরিমাণও কমে গিয়েছে ৷ তাই যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের কাছে অরবিন্দ কেজরিওয়াল প্লাজমা দানের আবেদন জানিয়েছেন ৷

Delhi CM Arvind Kejriwal appealed to those who have recovered from the corona to actively donate plasma
করোনা থেকে সুস্থ হওয়া দিল্লিবাসীর কাছে প্লাজ়মা দানের আবেদন কেজরিওয়ালের
author img

By

Published : Apr 13, 2021, 5:17 PM IST

নয়াদিল্লি, 13 এপ্রিল : করোনা থেকে যাঁরা সুস্থ হয়ে ফিরেছেন তাঁদের প্লাজমা দান করার আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আজ দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে করোনার নতুন স্রোত বাড়তে থাকায় প্লাজমার চাহিদা বেড়েছে ৷ এই পরিস্থিতিতে মজুত থাকা প্লাজমার পরিমাণও কমে গেছে ৷ তাই যাঁরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতে ফিরেছেন, তাঁদের কাছে কেজরিওয়াল প্লাজমা দান করার আবেদন জানিয়েছেন ৷

প্রসঙ্গত, গত তিনদিন ধরে দিল্লিতে প্রথমবারের জন্য দৈনিক সংক্রমণ 10 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজধানীর 14টি হাসপাতালকে সম্পূর্ণভাবে করোনার চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে ৷ সেইসঙ্গে পরিকল্পিত অস্ত্রোপচার, যেমন হাঁটু প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারির মতো চিকিৎসা আপাতত 2-3 মাস পিছিয়ে দেওয়া হয়েছে ৷ তবে, ইমার্জেন্সি অস্ত্রোপচারের ক্ষেত্রে সবরকম ব্যবস্থা হাসপাতালগুলিতে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

দিল্লিতে চিকিৎসা সংক্রান্ত এই নির্দেশিকার 24 ঘণ্টা পর এবার করোনা থেকে সুস্থ হয়ে ওঠা নাগরিকদের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তিনি আবেদন জানিয়েছেন, এর আগের সংক্রমণের সময় মানুষ স্বেচ্ছায় বিপুল পরিমাণে প্লাজমা দান করেছিল ৷ তবে, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেলে প্লাজমার চাহিদা কমে যায় ৷ সেইসঙ্গে প্লাজমা দানও কমতে থাকে ৷ বর্তমানে করোনার সংক্রমণ বেড়েছে ৷ কিন্তু, করোনার চিকিৎসার জন্য পর্যাপ্ত প্লাজমার পরিমাণ কমে গিয়েছে ৷ তাই যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের কাছে কেজরিওয়াল প্লাজমা দানের আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন : দিল্লির একাধিক হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার নির্দেশ

পাশাপাশি দিল্লির যুবসমাজের জন্য একটি বার্তাও দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি বলেন, ‘‘এই স্রোত খুবই ভয়াবহ ৷ গত 10-15 দিনের মধ্যে যে তথ্য এসেছে, সেই অনুযায়ী করোনা আক্রান্তদের মধ্যে 65 শতাংশের বয়স 45 বছরের নিচে ৷ আপনাদের স্বাস্থ্য এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই যুবসমাজের কাছে আমার আবেদন, খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরবেন না ৷ আর করোনার নিয়মবিধি মেনে চলুন ৷’’

নয়াদিল্লি, 13 এপ্রিল : করোনা থেকে যাঁরা সুস্থ হয়ে ফিরেছেন তাঁদের প্লাজমা দান করার আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আজ দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে করোনার নতুন স্রোত বাড়তে থাকায় প্লাজমার চাহিদা বেড়েছে ৷ এই পরিস্থিতিতে মজুত থাকা প্লাজমার পরিমাণও কমে গেছে ৷ তাই যাঁরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতে ফিরেছেন, তাঁদের কাছে কেজরিওয়াল প্লাজমা দান করার আবেদন জানিয়েছেন ৷

প্রসঙ্গত, গত তিনদিন ধরে দিল্লিতে প্রথমবারের জন্য দৈনিক সংক্রমণ 10 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজধানীর 14টি হাসপাতালকে সম্পূর্ণভাবে করোনার চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে ৷ সেইসঙ্গে পরিকল্পিত অস্ত্রোপচার, যেমন হাঁটু প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারির মতো চিকিৎসা আপাতত 2-3 মাস পিছিয়ে দেওয়া হয়েছে ৷ তবে, ইমার্জেন্সি অস্ত্রোপচারের ক্ষেত্রে সবরকম ব্যবস্থা হাসপাতালগুলিতে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

দিল্লিতে চিকিৎসা সংক্রান্ত এই নির্দেশিকার 24 ঘণ্টা পর এবার করোনা থেকে সুস্থ হয়ে ওঠা নাগরিকদের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তিনি আবেদন জানিয়েছেন, এর আগের সংক্রমণের সময় মানুষ স্বেচ্ছায় বিপুল পরিমাণে প্লাজমা দান করেছিল ৷ তবে, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেলে প্লাজমার চাহিদা কমে যায় ৷ সেইসঙ্গে প্লাজমা দানও কমতে থাকে ৷ বর্তমানে করোনার সংক্রমণ বেড়েছে ৷ কিন্তু, করোনার চিকিৎসার জন্য পর্যাপ্ত প্লাজমার পরিমাণ কমে গিয়েছে ৷ তাই যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের কাছে কেজরিওয়াল প্লাজমা দানের আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন : দিল্লির একাধিক হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার নির্দেশ

পাশাপাশি দিল্লির যুবসমাজের জন্য একটি বার্তাও দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি বলেন, ‘‘এই স্রোত খুবই ভয়াবহ ৷ গত 10-15 দিনের মধ্যে যে তথ্য এসেছে, সেই অনুযায়ী করোনা আক্রান্তদের মধ্যে 65 শতাংশের বয়স 45 বছরের নিচে ৷ আপনাদের স্বাস্থ্য এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই যুবসমাজের কাছে আমার আবেদন, খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরবেন না ৷ আর করোনার নিয়মবিধি মেনে চলুন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.