ETV Bharat / bharat

Rajnath Singh Meeting on Chopper Crash : চপার দুর্ঘটনার পর জরুরি বৈঠকে রাজনাথ, নীলগিরি যাচ্ছেন স্ট্য়ালিন - রাজনাথ সিং বৈঠক

হেলিকপ্টার দুর্ঘটনার পর জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন (Rajnath Singh meeting with Defence Ministry Officials) ৷ দুর্ঘটনার কথা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন রাজনাথ ৷

Rajnath Singh Meeting : চপার দুর্ঘটনার পর জরুরি বৈঠকে রাজনাথ, নীলগিরি যাচ্ছেন স্ট্য়ালিন
author img

By

Published : Dec 8, 2021, 3:51 PM IST

Updated : Dec 8, 2021, 6:06 PM IST

নয়াদিল্লি, 8 ডিসেম্বর : বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনার (IAF Chopper Crash) কথা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh informs Prime Minister Narendra Modi about IAF Chopper Crash) ৷ বুধবার তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভেঙে পড়ে একটি এমআই-17 হেলিকপ্টার ৷ তাতেই সওয়ার ছিলেন তিন সামরিকবাহিনীর প্রধান বিপিন রাওয়াত-সহ মোট 14 জন ৷ এই দুর্ঘটনার পরই তড়িঘড়ি জরুরি বৈঠকে বসেন রাজনাথ (Rajnath Singh meeting with Defence Ministry Officials) ৷ সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত রয়েছেন ৷

আরও পড়ুন : Army Helicopter Crash : বিপিন রাওয়াত-সহ 14 জন সওয়ারিকে নিয়ে ভেঙে পড়ল সেনাবাহিনীর চপার

অন্যদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই কোয়েম্বাটোরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (Tamil Nadu Chief Minister MK Stalin to move Coimbatore) ৷ সূত্রের খবর, বুধবার বিকেলেই চেন্নাই বিমানবন্দর থেকে কোয়েম্বাটোর রওনা দেবেন তিনি ৷ তারপর সেখান থেকে যাবে নীলগিরি ৷ প্রসঙ্গত, এদিন নীলগিরির দুর্গম পাহাড়ি এলাকাতেই ভেঙে পড়ে বায়ুসেনার ওই চপার ৷

আরও পড়ুন : Army Chopper Carrying Senior Officers Crashes : কুন্নুরে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার

দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রী ছাড়াও সেনাবাহিনী যে সদস্যরা সওয়ার ছিলেন, তাঁদের নামের একটি তালিকা বাহিনীর তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে ৷ তাঁরা হলেন, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা এবং হাবিলদার সৎপাল ৷

নয়াদিল্লি, 8 ডিসেম্বর : বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনার (IAF Chopper Crash) কথা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh informs Prime Minister Narendra Modi about IAF Chopper Crash) ৷ বুধবার তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভেঙে পড়ে একটি এমআই-17 হেলিকপ্টার ৷ তাতেই সওয়ার ছিলেন তিন সামরিকবাহিনীর প্রধান বিপিন রাওয়াত-সহ মোট 14 জন ৷ এই দুর্ঘটনার পরই তড়িঘড়ি জরুরি বৈঠকে বসেন রাজনাথ (Rajnath Singh meeting with Defence Ministry Officials) ৷ সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত রয়েছেন ৷

আরও পড়ুন : Army Helicopter Crash : বিপিন রাওয়াত-সহ 14 জন সওয়ারিকে নিয়ে ভেঙে পড়ল সেনাবাহিনীর চপার

অন্যদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই কোয়েম্বাটোরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (Tamil Nadu Chief Minister MK Stalin to move Coimbatore) ৷ সূত্রের খবর, বুধবার বিকেলেই চেন্নাই বিমানবন্দর থেকে কোয়েম্বাটোর রওনা দেবেন তিনি ৷ তারপর সেখান থেকে যাবে নীলগিরি ৷ প্রসঙ্গত, এদিন নীলগিরির দুর্গম পাহাড়ি এলাকাতেই ভেঙে পড়ে বায়ুসেনার ওই চপার ৷

আরও পড়ুন : Army Chopper Carrying Senior Officers Crashes : কুন্নুরে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার

দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রী ছাড়াও সেনাবাহিনী যে সদস্যরা সওয়ার ছিলেন, তাঁদের নামের একটি তালিকা বাহিনীর তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে ৷ তাঁরা হলেন, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা এবং হাবিলদার সৎপাল ৷

Last Updated : Dec 8, 2021, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.