ETV Bharat / bharat

উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে মৃত মেয়েদেরও সমান অধিকার, রায় কর্ণাটক হাইকোর্টের - উত্তরাধিকার সম্পত্তি

Karnataka High Court: মেয়েরাও পারিবারিক সম্পত্তিতে সমান অংশ পাবে ৷ হিন্দু উত্তরাধিকার আইন, 2005-এর সংশোধনের আগে মারা যাওয়া ছেলে যদি সম্পত্তির অধিকার ধরে রাখে, তবে মেয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ৷ জানাল কর্ণাটক হাইকোর্ট ৷

Etv Bharat
কর্ণাটক হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 10:58 AM IST

বেঙ্গালুরু, 7 জানুয়ারি: উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে মৃত কন্যাদের অংশ দিতে হবে ৷ মৃত বলে তাঁকে অংশ না দেওয়া সংবিধানের সমতা নীতির পরিপন্থী । তাই মৃত কন্যাদেরও সমান ভাগ দেওয়া উচিত ৷ শনিবার এমনই যুগান্তকারী একটি রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট ।

কর্ণাটকের গদগ আদালত নির্দেশ দিয়েছিল যে কন্যা, (যারা বোন) তাঁদের উত্তরাধিকারী সম্পত্তিতে অংশ দেওয়া উচিত । হাইকোর্টে নারাগুন্ডা তালুকের চন্নাবাসাপ্পা হোসমানির দায়ের করা আবেদনের শুনানিকারী বিচারপতি শচীন শঙ্কর মগদমের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেয় ।

মামলাকারীরা যুক্তি দিয়েছিলেন যে হিন্দু উত্তরাধিকার আইন, 2005-এর সংশোধনের আগে মারা যাওয়া মহিলারা সম্পত্তির উত্তরাধিকারী নয় ৷ এই প্রসঙ্গে বেঞ্চ বলেছে, মেয়েরাও পারিবারিক সম্পত্তিতে সমান অংশ পাবে ৷ এই আইনের আগে মারা যাওয়া ছেলে যদি সম্পত্তির অধিকার ধরে রাখে, তবে মেয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ৷ আগে মৃত কন্যা-পুত্রের মধ্যে কোনও বৈষম্য অনুমোদিত নয় ৷ নারী ও পুরুষের মধ্যে বৈষম্য ভারতের সংবিধানের সমতা নীতির পরিপন্থী ৷ এটি আইনি বিরোধের দিকে নিয়ে যায় ৷ তাই মেয়েদেরও সমান অধিকার দেওয়া উচিত ৷

যদি 2005 সংশোধনীর অধীনে একটি পূর্ববর্তী কন্যাকে উত্তরাধিকারের অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে তা লিঙ্গ বৈষম্যের ইতিহাসকে চিরস্থায়ী করবে । এছাড়াও আইন সংশোধনের মাধ্যমে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না । তাই সমান সুযোগ দেওয়া উচিত বলে জানায় বেঞ্চ ৷

মামলার প্রেক্ষাপট: চন্নাবাসাপ্পা মৃত ব্যক্তিকে পৈতৃক সম্পত্তিতে সমান অংশ (মৃতের উত্তরাধিকারীদের) দেওয়ার জন্য 3 অক্টোবর, 2023-এ গদগের প্রধান সিভিল জজের দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন । তাঁর বোন নাগাভ্ভা এবং সাঙ্গাভ্ভা । হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন 2005 এর আগে দু'জনেই মারা গিয়েছেন । তাদের সম্পত্তিতে ভাগ দেওয়ার অনুমতি নেই । তাই আবেদনে বিচারককে আদালতের আদেশ সংশোধনের অনুরোধ করা হয় ।

বিনীতা শর্মার মামলায় সুপ্রিম কোর্টের আদেশের কথা উল্লেখ করে বেঞ্চ বলেছে যে, আইনের 6 ধারায়, কোন পরিস্থিতিতে মেয়েটির মৃত্যু হয়েছে তা বিবেচ্য নয় । উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে সমান অংশীদার হওয়া, লিঙ্গ সমতার উপর জোর দিয়েছে । উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে অংশীদারিত্বের অধিকার জন্মগতভাবে, উত্তরাধিকার দ্বারা নয় । তাঁরা বেঁচে আছে কি, নেই তা অপ্রাসঙ্গিক । তাই কন্যারাও সম্পত্তির অংশীদার । 2005 সালে, একজন কন্যা বৈধ উত্তরাধিকারী । তাঁরা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে ভাগ পাওয়ার অধিকারী ।

আইনের ধারা 6(1)(a) অনুসারে, বাড়ির মেয়েকেও ছেলের মতোই দেখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে । সেই সাপেক্ষে বেঞ্চের আদেশ যে 2005 সংশোধনী অনুসারে কন্যাদের অংশীদারিত্ব থেকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না ।

আরও পড়ুন :

1. চাকরি স্থায়ী হলেও চুক্তির দিন ধরেই গ্র্যাচুইটি দিতে হবে, নির্দেশ কর্ণাটক হাইকোর্টের

2. বিয়ে নাগরিকের গোপনীয়তা রক্ষার অধিকারকে গ্রাস করে না: কর্ণাটক হাইকোর্ট

3. মৃত সন্তানের সম্পত্তিতে মায়েরও অধিকার আছে, নির্দেশ কর্ণাটক হাইকোর্টের

বেঙ্গালুরু, 7 জানুয়ারি: উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে মৃত কন্যাদের অংশ দিতে হবে ৷ মৃত বলে তাঁকে অংশ না দেওয়া সংবিধানের সমতা নীতির পরিপন্থী । তাই মৃত কন্যাদেরও সমান ভাগ দেওয়া উচিত ৷ শনিবার এমনই যুগান্তকারী একটি রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট ।

কর্ণাটকের গদগ আদালত নির্দেশ দিয়েছিল যে কন্যা, (যারা বোন) তাঁদের উত্তরাধিকারী সম্পত্তিতে অংশ দেওয়া উচিত । হাইকোর্টে নারাগুন্ডা তালুকের চন্নাবাসাপ্পা হোসমানির দায়ের করা আবেদনের শুনানিকারী বিচারপতি শচীন শঙ্কর মগদমের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেয় ।

মামলাকারীরা যুক্তি দিয়েছিলেন যে হিন্দু উত্তরাধিকার আইন, 2005-এর সংশোধনের আগে মারা যাওয়া মহিলারা সম্পত্তির উত্তরাধিকারী নয় ৷ এই প্রসঙ্গে বেঞ্চ বলেছে, মেয়েরাও পারিবারিক সম্পত্তিতে সমান অংশ পাবে ৷ এই আইনের আগে মারা যাওয়া ছেলে যদি সম্পত্তির অধিকার ধরে রাখে, তবে মেয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ৷ আগে মৃত কন্যা-পুত্রের মধ্যে কোনও বৈষম্য অনুমোদিত নয় ৷ নারী ও পুরুষের মধ্যে বৈষম্য ভারতের সংবিধানের সমতা নীতির পরিপন্থী ৷ এটি আইনি বিরোধের দিকে নিয়ে যায় ৷ তাই মেয়েদেরও সমান অধিকার দেওয়া উচিত ৷

যদি 2005 সংশোধনীর অধীনে একটি পূর্ববর্তী কন্যাকে উত্তরাধিকারের অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে তা লিঙ্গ বৈষম্যের ইতিহাসকে চিরস্থায়ী করবে । এছাড়াও আইন সংশোধনের মাধ্যমে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না । তাই সমান সুযোগ দেওয়া উচিত বলে জানায় বেঞ্চ ৷

মামলার প্রেক্ষাপট: চন্নাবাসাপ্পা মৃত ব্যক্তিকে পৈতৃক সম্পত্তিতে সমান অংশ (মৃতের উত্তরাধিকারীদের) দেওয়ার জন্য 3 অক্টোবর, 2023-এ গদগের প্রধান সিভিল জজের দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন । তাঁর বোন নাগাভ্ভা এবং সাঙ্গাভ্ভা । হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন 2005 এর আগে দু'জনেই মারা গিয়েছেন । তাদের সম্পত্তিতে ভাগ দেওয়ার অনুমতি নেই । তাই আবেদনে বিচারককে আদালতের আদেশ সংশোধনের অনুরোধ করা হয় ।

বিনীতা শর্মার মামলায় সুপ্রিম কোর্টের আদেশের কথা উল্লেখ করে বেঞ্চ বলেছে যে, আইনের 6 ধারায়, কোন পরিস্থিতিতে মেয়েটির মৃত্যু হয়েছে তা বিবেচ্য নয় । উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে সমান অংশীদার হওয়া, লিঙ্গ সমতার উপর জোর দিয়েছে । উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে অংশীদারিত্বের অধিকার জন্মগতভাবে, উত্তরাধিকার দ্বারা নয় । তাঁরা বেঁচে আছে কি, নেই তা অপ্রাসঙ্গিক । তাই কন্যারাও সম্পত্তির অংশীদার । 2005 সালে, একজন কন্যা বৈধ উত্তরাধিকারী । তাঁরা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে ভাগ পাওয়ার অধিকারী ।

আইনের ধারা 6(1)(a) অনুসারে, বাড়ির মেয়েকেও ছেলের মতোই দেখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে । সেই সাপেক্ষে বেঞ্চের আদেশ যে 2005 সংশোধনী অনুসারে কন্যাদের অংশীদারিত্ব থেকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না ।

আরও পড়ুন :

1. চাকরি স্থায়ী হলেও চুক্তির দিন ধরেই গ্র্যাচুইটি দিতে হবে, নির্দেশ কর্ণাটক হাইকোর্টের

2. বিয়ে নাগরিকের গোপনীয়তা রক্ষার অধিকারকে গ্রাস করে না: কর্ণাটক হাইকোর্ট

3. মৃত সন্তানের সম্পত্তিতে মায়েরও অধিকার আছে, নির্দেশ কর্ণাটক হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.