অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 30 অক্টোবর: ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 14 ৷ আহত হয়েছেন কমপক্ষে 100 জন। উদ্ধারের কাজ এখনও চলছে ৷ সাংবাদিকদের সোমবার এমনটাই জানিয়েছেন ইস্টকোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু ৷ অন্যদিকে, এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়েই আরও একবার প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
-
Another disastrous rail collision, this time in Vizianagaram district in Andhra Pradesh, involving two passenger trains, and causing uptil now at least 8 deaths and injury of at least 25 more.
— Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Frontal collisions between trains, derailment of compartments, helpless passengers…
">Another disastrous rail collision, this time in Vizianagaram district in Andhra Pradesh, involving two passenger trains, and causing uptil now at least 8 deaths and injury of at least 25 more.
— Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2023
Frontal collisions between trains, derailment of compartments, helpless passengers…Another disastrous rail collision, this time in Vizianagaram district in Andhra Pradesh, involving two passenger trains, and causing uptil now at least 8 deaths and injury of at least 25 more.
— Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2023
Frontal collisions between trains, derailment of compartments, helpless passengers…
রবিবার রাতে সোশাল মিডিয়ার একটি পোস্টে তিনি লেখেন, "আরেকটি বিপর্যয় ৷ আবারও ট্রেনে সংঘর্ষ ৷ এবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে ৷ দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে 8 জন মারা গিয়েছেন। 25 জন আহত হয়েছে ৷ সংঘর্ষে কয়েকটি বগিও লাইনচ্যুত হয়েছে ৷ অসহায় যাত্রীরা কোচে আটকে রয়েছেন ৷ সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় হল এই ধরনের ঘটনা বারবার ঘটছে ৷ হতাহতদের স্বজনদের প্রতি সমবেদনা রইল ৷ দ্রুত উদ্ধার কাজ ও অবিলম্বে তদন্ত হোক ৷ রেলের ঘুম কবে ভাঙবে ?"
রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় দুর্ঘটনার কবলে পড়ে দুই যাত্রীবাহী ট্রেন ৷ 08504 বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে ওই একই রুট দিয়ে যাওয়া 08532 বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ হয় ৷ তার ফলে লাইনচ্যুত হয় বিশাখাপত্তনম থেকে রায়গড়াগামী প্যাসেঞ্জার ট্রেনের 3টি বগি ৷ খবর পেতেই শুরু হয় উদ্ধারের কাজ ৷ স্থানীয় প্রশাসন ও এনডিআরএফকে অ্যাম্বুলেন্সের সাহায্যের জন্য জানানো হয় ৷ বিভাগীয় ম্যানেজার জানিয়েছেন, সাহায্য করার জন্য ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে অন্য ট্রেন পাঠানো হয়েছে ৷ পরে হতাহতের সংখ্যা আরও বাড়ে।
ট্রেন দুর্ঘটনার অব্যবহিত পর এ নিয়ে আপডেট দিতে গিয়ে রেলের ওয়াল্টেয়ার বিভাগের ম্যানেজার সৌরভ প্রসাদ বলেন, "মাঝলাইনে আমাদের দুটি চলমান প্যাসেঞ্জার ট্রেন ছিল ৷ পিছনের ট্রেনটি এসে সিগন্যাল অতিক্রম করার ফলে সামনের ট্রেনের তিনটি ও পিছনের ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয় ৷ এই বগিগুলিতে আটকে পড়েছেন অনেক মানুষ ৷ আমাদের অগ্রাধিকার হল ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা ৷ এসডিআরএফ, এনডিএফ ও আমাদের দল তিনটিই এখন কাজ করছে ৷ উদ্ধার কাজ চলছে ৷"