ETV Bharat / bharat

Dead Rat found in Police Breakfast: বেঙ্গালুরুতে পুলিশের প্রাতঃরাশে মিলল মরা ইঁদুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 8:09 PM IST

Dead Rat Found in Breakfast Served to Police: মঙ্গলবার কাবেরী নদীর জল ছাড়া নিয়ে বেঙ্গালুরুতে 12 ঘণ্টার বনধ ৷ সেই বনধে টহল দেওয়ার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের খাবার থেকে উদ্ধার হল ইঁদুর ৷

Dead Rat found in Police Breakfast
Dead Rat found in Police Breakfast

বেঙ্গালুরু, 26 সেপ্টেম্বর: পুলিশের খাবারে মৃত ইঁদুর ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে ৷ এ দিন তামিলনাড়ুতে কাবেরী নদীর জল ছাড়া নিয়ে বেঙ্গালুরু বনধের ডাক দেওয়া হয়েছিল ৷ সেই কারণে নিরাপত্তার দায়িত্বে অনেক পুলিশ কর্মী ছিলেন ৷ সেই পুলিশ কর্মীদের প্রাতঃরাশের মধ্যে একটি মৃত ইঁদুর পাওয়া গিয়েছে ।

সূত্রের খবর, যশবন্তপুর ট্রাফিক স্টেশনের এক কর্মী পুলিশ বিভাগের দেওয়া খাবারের প্যাকেট খুললে একটি মৃত ইঁদুর পাওয়া যায় । তিনি তখনই পুলিশ কর্মীদের বিষয়টি সম্পর্কে সতর্ক করেন এবং সবাইকে সেই খাবার না খাওয়ার নির্দেশ দেন ।

এ নিয়ে বেঙ্গালুরু সিটি ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার এমএন এনুচেত বলেন, "সকাল সাড়ে 7টার দিকে যশোবন্তপুরের একটি হোটেল থেকে ট্রাফিক ও আইনশৃঙ্খলা বিভাগের প্রায় 180 জন কর্মীর জন্য সকালের খাবার আনা হয়েছিল ৷ ওই কর্মীরা টহল দেওয়ার দায়িত্বে ছিলেন । একজন ট্রাফিক পুলিশকে দেওয়া প্রাতঃরাশের মধ্যে একটি মৃত ইঁদুর পাওয়া গিয়েছে ।"

তিনি আরও বলেন, "তিনি অবিলম্বে এটি অন্যান্য কর্মীদের নজরে আনেন এবং তাঁদের ওই খাবার না খেতে বলেন । যে হোটেল থেকে খাবার আনা হয়েছিল, আমরা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করেছি । আমরা যশবন্তপুরের স্টেশন ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছি ।"

উল্লেখ্য, তামিলনাড়ুতে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে মঙ্গলবার কৃষক ও কন্নড় সংগঠনগুলির ডাকা এবং বিজেপি ও জেডিএস দ্বারা সমর্থিত বেঙ্গালুরু বনধে আংশিক প্রতিক্রিয়া তৈরি হয় ৷ বেশিরভাগ কাজকর্ম স্বাভাবিকভাবেই কাজ করে ৷ তবে অনেকেই এ দিন বনধের কারণে বাড়ি থেকে বের হননি ৷

কৃষক নেতা কুরুবুরু শান্ত কুমারের নেতৃত্বে কৃষক সমিতি ও অন্যান্য সংগঠনের একটি শাখা সংগঠন 'কর্ণাটক জল রক্ষা সমিতি' আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বেঙ্গালুরু বন্ধের ডাক দিয়েছে ।

আরও পড়ুন: বিড়াল ভেবে ঘরে ব্ল্যাক প্যান্থারের ছানা নিয়ে এলেন তরুণী, তারপর ?

বেঙ্গালুরু, 26 সেপ্টেম্বর: পুলিশের খাবারে মৃত ইঁদুর ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে ৷ এ দিন তামিলনাড়ুতে কাবেরী নদীর জল ছাড়া নিয়ে বেঙ্গালুরু বনধের ডাক দেওয়া হয়েছিল ৷ সেই কারণে নিরাপত্তার দায়িত্বে অনেক পুলিশ কর্মী ছিলেন ৷ সেই পুলিশ কর্মীদের প্রাতঃরাশের মধ্যে একটি মৃত ইঁদুর পাওয়া গিয়েছে ।

সূত্রের খবর, যশবন্তপুর ট্রাফিক স্টেশনের এক কর্মী পুলিশ বিভাগের দেওয়া খাবারের প্যাকেট খুললে একটি মৃত ইঁদুর পাওয়া যায় । তিনি তখনই পুলিশ কর্মীদের বিষয়টি সম্পর্কে সতর্ক করেন এবং সবাইকে সেই খাবার না খাওয়ার নির্দেশ দেন ।

এ নিয়ে বেঙ্গালুরু সিটি ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার এমএন এনুচেত বলেন, "সকাল সাড়ে 7টার দিকে যশোবন্তপুরের একটি হোটেল থেকে ট্রাফিক ও আইনশৃঙ্খলা বিভাগের প্রায় 180 জন কর্মীর জন্য সকালের খাবার আনা হয়েছিল ৷ ওই কর্মীরা টহল দেওয়ার দায়িত্বে ছিলেন । একজন ট্রাফিক পুলিশকে দেওয়া প্রাতঃরাশের মধ্যে একটি মৃত ইঁদুর পাওয়া গিয়েছে ।"

তিনি আরও বলেন, "তিনি অবিলম্বে এটি অন্যান্য কর্মীদের নজরে আনেন এবং তাঁদের ওই খাবার না খেতে বলেন । যে হোটেল থেকে খাবার আনা হয়েছিল, আমরা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করেছি । আমরা যশবন্তপুরের স্টেশন ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছি ।"

উল্লেখ্য, তামিলনাড়ুতে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে মঙ্গলবার কৃষক ও কন্নড় সংগঠনগুলির ডাকা এবং বিজেপি ও জেডিএস দ্বারা সমর্থিত বেঙ্গালুরু বনধে আংশিক প্রতিক্রিয়া তৈরি হয় ৷ বেশিরভাগ কাজকর্ম স্বাভাবিকভাবেই কাজ করে ৷ তবে অনেকেই এ দিন বনধের কারণে বাড়ি থেকে বের হননি ৷

কৃষক নেতা কুরুবুরু শান্ত কুমারের নেতৃত্বে কৃষক সমিতি ও অন্যান্য সংগঠনের একটি শাখা সংগঠন 'কর্ণাটক জল রক্ষা সমিতি' আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বেঙ্গালুরু বন্ধের ডাক দিয়েছে ।

আরও পড়ুন: বিড়াল ভেবে ঘরে ব্ল্যাক প্যান্থারের ছানা নিয়ে এলেন তরুণী, তারপর ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.