নয়াদিল্লি, 25 জুলাই: মণিপুরে বিবস্ত্র করে প্যারেড করানোর ঘটনায় নির্যাতিতাদের এখনও রাজ্যের তরফে কাউন্সেলিং বা কোনওরকম সাহায্য করা হয়নি ৷ তাঁরা গভীর মানসিক অবসাদে ভুগছেন ৷ মণিপুর সরকারের তীব্র নিন্দা করে মঙ্গলবার এমনটাই দাবি করলেন দিল্লি মহিলা কমিশনের (ডিসিডব্লিউ) চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷
তাঁর সফর সম্পর্কে মহিলা কমিশনের প্রধান বলেন, "আমি মণিপুরে প্রবেশের জন্য সরকারের তরফে থেকে কোনও সহায়তা পাইনি ৷ সেখানে আমি ব্যক্তিগত ঝুঁকি নিয়ে গিয়েছিলাম । ভাইরাল ভিডিয়োটি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল এবং আমি যেকোনও মূল্যে নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম । স্থানীয়দের তরফে আমাকে জানানো হয়েছিল যে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে চুরাচাঁদপুর যাওয়াটা খুব কঠিন হবে । তবুও আমি প্রবল গুলিবর্ষণের মধ্যে কোনও নিরাপত্তা ছাড়াই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিই । কোনওরকমে আমি তাঁদের সঙ্গে দেখা করতে পেরেছি ৷"
তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বা কোনও সরকারি কর্মকর্তা তাদের সঙ্গে দেখা করেননি । স্বাতী বলেন, "মণিপুরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং আমি যেখানেই যাচ্ছি সেখানে নির্যাতনের খবর শুনছি ৷ যা আমাকে স্তব্ধ করে দিয়েছে । মানুষ তাদের বাড়িঘর এবং প্রিয়জনদের হারিয়েছে ৷ সরকার তাদের রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে । আমি মনে করি কেন্দ্রের তরফে জরুরি ভিত্তিতে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত ।" তিনি আরও জানান, এখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মন্ত্রী স্মৃতি ইরানিকে সঙ্গে নিয়ে মণিপুর সফর করা উচিত ।
প্রসঙ্গত, সম্প্রতি দেশের উত্তর-পূর্বের রাজ্য মণিপুর সফরে গিয়েছেন স্বাতী মালিওয়াল ৷ সোমবার বিবস্ত্র করে প্যারেড করানোর ঘটনায় নির্যাতিতা ওই দুই মহিলার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি ও কমিশনের সদস্য বন্দনা সিং ৷ এরপরেই রাজ্য সরকারের প্রতি এ দিন তাঁর ক্ষোভ উগড়ে দেন ডিসিডব্লিউ প্রধান ৷ সেখানে থেকে তিনি জানান, তাঁকে নির্যাতিতাদের পরিবারগুলি অভিযোগ করেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্য কোনও মন্ত্রী বা রাজ্যের কোনও ঊর্ধ্বতন কর্মকর্তা দিল্লি কমিশন অফ উইমেনের কোনও সদস্যদের সঙ্গে তাঁদের বিষয় নিয়ে দেখা করেননি ৷
আরও পড়ুন: 'মণিপুরে যাচ্ছি', সফর ঘিরে সরকারি আর্জি খারিজ স্বাতীর
দিল্লি কমিশন অফ উইমেন এক বিবৃতিতে বলেছে, স্বাতী মালিওয়াল চুরাচাঁদপুর, মইরাং এবং ইম্ফল জেলায় গিয়েছেন এবং ত্রাণ শিবির পরিদর্শন করেছেন ৷ পাশাপাশি বিবস্ত্র করে প্যারেড করানোর ঘটনায় নির্যাতিতা মহিলাদের সঙ্গে দেখা করেন তাঁরা ৷ বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, মণিপুর সরকার স্বাতীকে হিংসা কবলিত এলাকা পরিদর্শন বা নির্যাতিতাদের সঙ্গে দেখা করার জন্য কোনওরকম সহায়তা করেনি ।