ETV Bharat / bharat

ভারতীয় মধ্যসত্ত্বভোগীকে 10 লাখ ইউরো দিয়েছিল রাফাল প্রস্তুতকারী দাসোঁ

রাফাল যুদ্ধবিমান কেনাবেচায় দুর্নীতির নয়া অভিযোগ ৷ মিডিয়াপার্ট নামে একটি ফরাসি প্রকাশনা সংস্থা তথা নিউজ পোর্টালের দাবি, ভারত ও ফ্রান্সের মধ্যে যুদ্ধবিমান কেনাবেচার চুক্তি স্বাক্ষর হওয়ার পরই এক ভারতীয় মধ্যসত্ত্বভোগীকে 10 লাখ ইউরো দিয়েছিল রাফাল প্রস্তুতকারী ফরাসি সংস্থা দাসোঁ ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে মিডিয়াপার্ট ৷

Dassault Paid 1 Million Euros To Indian Middleman In Rafale Deal: Report
ভারতীয় মধ্যসত্ত্বাভোগীকে 10 লাখ ইউরো দিয়েছিল রাফাল প্রস্তুতকারী দাসোঁ
author img

By

Published : Apr 5, 2021, 4:10 PM IST

নয়াদিল্লি, 5 এপ্রিল : রাফাল কাণ্ডে নয়া মোড় ৷ যুদ্ধবিমানের কেনাবেচায় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব ফরাসি প্রকাশনা সংস্থা ‘‘মিডিয়াপার্ট’’ ৷ সূত্রের খবর, 36টি রাফাল যুদ্ধবিমান কেনা-বেচা নিয়ে ভারত-ফ্রান্স চুক্তি স্বাক্ষর হওয়ার পরই ভারতের এক মধ্যসত্ত্বভোগীকে 10 লাখ ইউরো দিয়েছিল রাফাল প্রস্তুতকারী ফরাসি সংস্থা দাসোঁ ৷

ওই ফরাসি নিউজ পোর্টালের দাবি, সংশ্লিষ্ট মধ্যসত্ত্বভোগীর বিরুদ্ধে ভারতের অন্য একটি প্রতিরক্ষা সংক্রান্ত লেনদেনেও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ৷ যদিও দাসোঁর দাবি, রাফাল যুদ্ধবিমানের 50টি রেপ্লিকা বা প্রতিরূপ তৈরির জন্যই ওই টাকা দেওয়া হয়েছিল ৷ তবে তাদের এই দাবির স্বপক্ষে দাসোঁ কর্তৃপক্ষ কোনও প্রমাণ পেশ করতে পারেনি বলেই দাবি ফরাসি নিউজ পোর্টালটির ৷

‘‘মিডিয়াপার্ট’’-এ প্রকাশিত খবর অনুযায়ী, টাকা লেনদেনে দুর্নীতির বিষয়টি প্রথম নজরে আসে ফ্রান্সের দুর্নীতিদমন গোয়েন্দা সংস্থা (আফা)-র ৷ দাসোঁর অডিট চলাকালীন ধরা পড়ে গরমিল ৷ কিন্তু এ নিয়ে মামলার পথে যেতে নারাজ আফা কর্তৃপক্ষ ৷

আফা-র পেশ করা তথ্য বলছে, তাদের ইন্সপেক্টর যখন দাসোঁর লেনদেন খতিয়ে দেখছিলেন, তখনই খরচের কিছু হিসাব তাঁর সন্দেহজনক ঠেকে ৷ 2017 সালের অ্য়াকাউন্টের খুঁটিনাটি পরীক্ষার সময় দেখা যায়, ‘ক্লায়েন্টদের উপহার’ বাবদ 5 লাখ 89 হাজার 25 ইউরো খরচ করা হয়েছে ৷

আরও পড়ুন : ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হল রাফাল

গোটা ঘটনায় নাম জড়িয়েছে ভারতীয় সংস্থা ডেফসিস সলিউশনের ৷ যার মালিক সুশেন গুপ্তা ৷ অগস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনায় সুশেনের বিরুদ্ধে তদন্ত করতে হয়েছে খোদ সিবিআই এবং ইডি-কে ৷ এমনকি, এর জেরে সুশেনকে গ্রেফতারও করা হয়েছিল ৷ পরে জামিনে ছাড়া পান তিনি ৷ এদিকে, সুশেনের সংস্থা ডেফসিস সলিউশন ভারতে দাসোঁর উপ-ঠিকাদারদের মধ্যে অন্যতম ৷

ফরাসি দুর্নীতিদমন গোয়েন্দা সংস্থা (আফা)-র হাতে আসা তথ্য বলছে, রাফালের 50টি রেপ্লিকা তৈরির জন্য 10 লাখ 17 হাজার 850 ইউরোর বরাত দেওয়া হয়েছিল ৷ যার 50 শতাংশ অর্থই দেওয়া হয় সুশেনের সংস্থাকে ৷ প্রসঙ্গত, রাফালের এক-একটি রেপ্লিকা তৈরির খরচ ধরা হয়েছিল 20 হাজার ইউরোরও বেশি ৷

ফরাসি নিউজ পোর্টাল মিডিয়াপার্ট-এর দাবি, ক্লায়েন্টদের উপহার বাবদ দাসোঁ কত টাকা খরচ করছে, আইন মাফিক তা প্রকাশ্যে আনতে বাধ্য নয় তারা ৷ তাই এই পরিস্থিতিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছে মিডিয়াপার্ট ৷ ভারতে বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেসও ৷ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেছে তারা ৷

নয়াদিল্লি, 5 এপ্রিল : রাফাল কাণ্ডে নয়া মোড় ৷ যুদ্ধবিমানের কেনাবেচায় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব ফরাসি প্রকাশনা সংস্থা ‘‘মিডিয়াপার্ট’’ ৷ সূত্রের খবর, 36টি রাফাল যুদ্ধবিমান কেনা-বেচা নিয়ে ভারত-ফ্রান্স চুক্তি স্বাক্ষর হওয়ার পরই ভারতের এক মধ্যসত্ত্বভোগীকে 10 লাখ ইউরো দিয়েছিল রাফাল প্রস্তুতকারী ফরাসি সংস্থা দাসোঁ ৷

ওই ফরাসি নিউজ পোর্টালের দাবি, সংশ্লিষ্ট মধ্যসত্ত্বভোগীর বিরুদ্ধে ভারতের অন্য একটি প্রতিরক্ষা সংক্রান্ত লেনদেনেও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ৷ যদিও দাসোঁর দাবি, রাফাল যুদ্ধবিমানের 50টি রেপ্লিকা বা প্রতিরূপ তৈরির জন্যই ওই টাকা দেওয়া হয়েছিল ৷ তবে তাদের এই দাবির স্বপক্ষে দাসোঁ কর্তৃপক্ষ কোনও প্রমাণ পেশ করতে পারেনি বলেই দাবি ফরাসি নিউজ পোর্টালটির ৷

‘‘মিডিয়াপার্ট’’-এ প্রকাশিত খবর অনুযায়ী, টাকা লেনদেনে দুর্নীতির বিষয়টি প্রথম নজরে আসে ফ্রান্সের দুর্নীতিদমন গোয়েন্দা সংস্থা (আফা)-র ৷ দাসোঁর অডিট চলাকালীন ধরা পড়ে গরমিল ৷ কিন্তু এ নিয়ে মামলার পথে যেতে নারাজ আফা কর্তৃপক্ষ ৷

আফা-র পেশ করা তথ্য বলছে, তাদের ইন্সপেক্টর যখন দাসোঁর লেনদেন খতিয়ে দেখছিলেন, তখনই খরচের কিছু হিসাব তাঁর সন্দেহজনক ঠেকে ৷ 2017 সালের অ্য়াকাউন্টের খুঁটিনাটি পরীক্ষার সময় দেখা যায়, ‘ক্লায়েন্টদের উপহার’ বাবদ 5 লাখ 89 হাজার 25 ইউরো খরচ করা হয়েছে ৷

আরও পড়ুন : ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হল রাফাল

গোটা ঘটনায় নাম জড়িয়েছে ভারতীয় সংস্থা ডেফসিস সলিউশনের ৷ যার মালিক সুশেন গুপ্তা ৷ অগস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনায় সুশেনের বিরুদ্ধে তদন্ত করতে হয়েছে খোদ সিবিআই এবং ইডি-কে ৷ এমনকি, এর জেরে সুশেনকে গ্রেফতারও করা হয়েছিল ৷ পরে জামিনে ছাড়া পান তিনি ৷ এদিকে, সুশেনের সংস্থা ডেফসিস সলিউশন ভারতে দাসোঁর উপ-ঠিকাদারদের মধ্যে অন্যতম ৷

ফরাসি দুর্নীতিদমন গোয়েন্দা সংস্থা (আফা)-র হাতে আসা তথ্য বলছে, রাফালের 50টি রেপ্লিকা তৈরির জন্য 10 লাখ 17 হাজার 850 ইউরোর বরাত দেওয়া হয়েছিল ৷ যার 50 শতাংশ অর্থই দেওয়া হয় সুশেনের সংস্থাকে ৷ প্রসঙ্গত, রাফালের এক-একটি রেপ্লিকা তৈরির খরচ ধরা হয়েছিল 20 হাজার ইউরোরও বেশি ৷

ফরাসি নিউজ পোর্টাল মিডিয়াপার্ট-এর দাবি, ক্লায়েন্টদের উপহার বাবদ দাসোঁ কত টাকা খরচ করছে, আইন মাফিক তা প্রকাশ্যে আনতে বাধ্য নয় তারা ৷ তাই এই পরিস্থিতিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছে মিডিয়াপার্ট ৷ ভারতে বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেসও ৷ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.