ETV Bharat / bharat

মুম্বইয়ে সমুদ্রে ভেসে গেল দুটি বার্জ, উদ্ধার 177 - এমার্জেন্সি টাওয়িং ভেসেল

তখতে আসার ঠিক আগেই ঘূর্ণিঝড়ে দুটি বার্জ ভেসে গিয়েছিল সমুদ্রে ৷ উত্তাল সমুদ্রে নিজেদের জীবন উপেক্ষা করে তাদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা, আইএনএস কোচি আর আইএনএস তলওয়ার ৷

উদ্ধার 146 জন
উদ্ধার 146 জন
author img

By

Published : May 18, 2021, 12:55 PM IST

মুম্বই, 18 মে : গুজরাত উপকূলে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তখতে, তাও 185 কিলোমিটার বেগে ৷ তার আগেই সোমবার বিকেলে প্রচণ্ড বৃষ্টি, প্রবল ঝোড়ো হাওয়ায় মুম্বইয়ের আরব সাগরে ভেসে গেল 410 জন-সহ দুটি বার্জ ৷

খবর পাওয়া মাত্র তিনটি যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা, আইএনএস কোচি আর আইএনএস তলওয়ার-সহ মাঠে নেমে পড়ে ভারতীয় নৌবাহিনী ৷

মঙ্গলবার সকালে নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, "খুবই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য়ে দিয়ে বার্জ পি305-এর 177 জনকে উদ্ধার করা হয়েছে ৷" বাকিদের খোঁজে সারা রাত "দ্য সার্চ অ্যান্ড রেসকিউ" (এসএআর) অর্থাৎ তল্লাশি চালানো হয়েছে ৷

গাল কনস্ট্রাকটরের বার্জকে উদ্ধারে খারাপ আবহাওয়াতেও তৎপর নৌবাহিনী
গাল কনস্ট্রাকটরের বার্জকে উদ্ধারে খারাপ আবহাওয়াতেও তৎপর নৌবাহিনী

এই প্রসঙ্গে এক নৌআধিকারিক বলেন, "বোম্বে হাই অঞ্চলের হিরা অয়েল ফিল্ডের কাছ থেকে পি305 ভেসে যায় ৷ তাতে মোট 273 জন ছিলেন ৷ এই বার্জের তরফে উদ্ধারের রসিদ পাওয়ার পরই আইএনএস কোচি বেরিয়ে পড়ে ৷" এই অয়েল ফিল্ড থেকে মুম্বইয়ের দূরত্ব 70 কিমি ৷ তিনি আরো জানান যে, প্রচণ্ড খারাপ আবহাওয়ার মধ্যেও উদ্ধারকাজ চালানো হয় ৷ এখনো অবধি 177 জনকে উদ্ধার করা হয়েছে ৷

আরো পড়ুন : ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবে মহারাষ্ট্রে প্রাণ গেল 6 জনের

এই প্রসঙ্গে তিনি বলেন, "আরেকটা ভিন্ন অভিযানে আইএনএস কলকাতা ভারা প্রভার লাইফ ব়্যাফ্ট থেকে জীবিত দুজনকে উদ্ধার করে ৷ এর পর আইএনএস কোচির সঙ্গে জোট বেঁধে পি305-এর নাবিকদের জন্য এসএআর চালায় ৷"

অন্য একটি বার্জ গাল কনস্ট্রাকটর মুম্বইয়ের উপকূল কোলাবা পয়েন্ট থেকে 8 নটিকাল মাইলস (এনএম) দূরে চলে যায় ৷ ইঞ্জিনের সমস্যার জন্যই বার্জটা ভেসে গিয়েছিল, আর তাতে 137 জন ছিলেন, জানালেন মুখপাত্র ৷

"সমুদ্রে এই বার্জের এলাকার কাছেই এমার্জেন্সি টাওয়িং ভেসেল 'ওয়াটার লিলি' পৌঁছেছিল, বার্জটিকে সাহায্য করতে ৷ কিন্তু উত্তাল সমুদ্রে আরো দূরে চলে যেতে থাকে বার্জটি ৷" তখতে আসার অনেক আগে থেকে নৌবাহিনী বেশি সংখ্যক এয়ারক্রাফ্ট, হেলকপ্টার নিয়ে তৈরি ছিল ৷ মঙ্গলবার আবহাওয়ার একটু উন্নতি হতেই এসএআর চালানো শুরু করেছে বাহিনী, আজ সারা দিন ধরেই চলবে ৷

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা অবধি উদ্ধার করা হয়েছে 177 জনকে ৷

মুম্বই, 18 মে : গুজরাত উপকূলে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তখতে, তাও 185 কিলোমিটার বেগে ৷ তার আগেই সোমবার বিকেলে প্রচণ্ড বৃষ্টি, প্রবল ঝোড়ো হাওয়ায় মুম্বইয়ের আরব সাগরে ভেসে গেল 410 জন-সহ দুটি বার্জ ৷

খবর পাওয়া মাত্র তিনটি যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা, আইএনএস কোচি আর আইএনএস তলওয়ার-সহ মাঠে নেমে পড়ে ভারতীয় নৌবাহিনী ৷

মঙ্গলবার সকালে নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, "খুবই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য়ে দিয়ে বার্জ পি305-এর 177 জনকে উদ্ধার করা হয়েছে ৷" বাকিদের খোঁজে সারা রাত "দ্য সার্চ অ্যান্ড রেসকিউ" (এসএআর) অর্থাৎ তল্লাশি চালানো হয়েছে ৷

গাল কনস্ট্রাকটরের বার্জকে উদ্ধারে খারাপ আবহাওয়াতেও তৎপর নৌবাহিনী
গাল কনস্ট্রাকটরের বার্জকে উদ্ধারে খারাপ আবহাওয়াতেও তৎপর নৌবাহিনী

এই প্রসঙ্গে এক নৌআধিকারিক বলেন, "বোম্বে হাই অঞ্চলের হিরা অয়েল ফিল্ডের কাছ থেকে পি305 ভেসে যায় ৷ তাতে মোট 273 জন ছিলেন ৷ এই বার্জের তরফে উদ্ধারের রসিদ পাওয়ার পরই আইএনএস কোচি বেরিয়ে পড়ে ৷" এই অয়েল ফিল্ড থেকে মুম্বইয়ের দূরত্ব 70 কিমি ৷ তিনি আরো জানান যে, প্রচণ্ড খারাপ আবহাওয়ার মধ্যেও উদ্ধারকাজ চালানো হয় ৷ এখনো অবধি 177 জনকে উদ্ধার করা হয়েছে ৷

আরো পড়ুন : ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবে মহারাষ্ট্রে প্রাণ গেল 6 জনের

এই প্রসঙ্গে তিনি বলেন, "আরেকটা ভিন্ন অভিযানে আইএনএস কলকাতা ভারা প্রভার লাইফ ব়্যাফ্ট থেকে জীবিত দুজনকে উদ্ধার করে ৷ এর পর আইএনএস কোচির সঙ্গে জোট বেঁধে পি305-এর নাবিকদের জন্য এসএআর চালায় ৷"

অন্য একটি বার্জ গাল কনস্ট্রাকটর মুম্বইয়ের উপকূল কোলাবা পয়েন্ট থেকে 8 নটিকাল মাইলস (এনএম) দূরে চলে যায় ৷ ইঞ্জিনের সমস্যার জন্যই বার্জটা ভেসে গিয়েছিল, আর তাতে 137 জন ছিলেন, জানালেন মুখপাত্র ৷

"সমুদ্রে এই বার্জের এলাকার কাছেই এমার্জেন্সি টাওয়িং ভেসেল 'ওয়াটার লিলি' পৌঁছেছিল, বার্জটিকে সাহায্য করতে ৷ কিন্তু উত্তাল সমুদ্রে আরো দূরে চলে যেতে থাকে বার্জটি ৷" তখতে আসার অনেক আগে থেকে নৌবাহিনী বেশি সংখ্যক এয়ারক্রাফ্ট, হেলকপ্টার নিয়ে তৈরি ছিল ৷ মঙ্গলবার আবহাওয়ার একটু উন্নতি হতেই এসএআর চালানো শুরু করেছে বাহিনী, আজ সারা দিন ধরেই চলবে ৷

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা অবধি উদ্ধার করা হয়েছে 177 জনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.