ETV Bharat / bharat

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত 'মিগজাউম', ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলে বানভাসি চেন্নাইয়ে মৃত 17 - বানভাসি চেন্নাইয়ে মৃত 17

Cyclone Michaung: বাপাতলা থেকে 100 কিমি উত্তর-উত্তর পশ্চিমে আপাতত সেটি গভীর নিম্নচাপ হিসেবে অন্ধ্রের কেন্দ্রীয় উপকূলের উপর অবস্থান করছে ৷ আগামী কয়েকঘণ্টায় সেটি আরও শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে, জানিয়েছে মৌসম ভবন ৷ এদিকে মিগজাউমের প্রভাবে চেন্নাইয়ে প্রাণ গিয়েছে 17 জনের ৷

Etv Bharat
ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলে বানভাসি চেন্নাইয়ে মৃত 17
author img

By ANI

Published : Dec 6, 2023, 8:00 AM IST

চেন্নাই, 6 ডিসেম্বর: ঘূর্ণিঝড় মিগজাউমের স্থলভাগে আছড়ে পড়ার অভিঘাত চেন্নাইয়ে প্রাণ কাড়ল অনেকের ৷ প্রবল বৃষ্টিতে বানভাসি তামিলনাড়ুর রাজধানী ৷ এর ফলে 17 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গ্রেটার চেন্নাই পুলিশ ৷ জলের তোড়ে ডুবে যাওয়া কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো 10টি ঘটনার কথা তাদের কাছে পৌঁছেছে এবং তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে বলেও জানিয়েছে গ্রেটার চেন্নাই পুলিশের তরফে ৷ এদিকে শক্তি ক্ষয় হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আপাতত অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপকূলের উপর অবস্থান করছে বলে জানিয়েছে মৌসম ভবন ৷

মঙ্গলবার দুপুরে ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফলের পর চেন্নাই পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার পর থেকেই অবিরাম বর্ষণ চলছে শহরে (যা সোমবার থেকেই শুরু হয়েছিল) ৷ ঘূর্ণিঝড় এবং তার প্রভাবে বৃষ্টি, দু'য়ের জাঁতাকলে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ সঙ্গে সম্পত্তিহানি এবং সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে ৷

শুধু তাই নয় ৷ গ্রেটার চেন্নাই পুলিশ মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে শহরের 16টি সাবওয়ে জলমগ্ন ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরের প্রায় 69টি জায়গায় গাছ উপড়ে পড়ার মতো ঘটনা ঘটেছে ৷ বন্যা পরিস্থিতি নিয়েও শহরবাসীকে সতর্ক করেছে জিসিপি ৷ বিশেষ করে শহরের নীচু জায়গায় বসবাস করেন যারা, তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে এখনও ৷

এদিকে ঘূর্ণিঝড়ে শহরের বিপর্যয় নিয়ে মন্তব্য করতে গিয়ে ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি সরকারের প্রশংসা করে সংবাদসংস্থা এএনআই'কে জানান, 2015 বন্যা পরিস্থিতির তুলনায় এবারের বিপর্যয় আরও বড় ৷ তবে সরকার এবার অনেক বেশি প্রস্তুত এবং দক্ষ হাতে তা মোকাবিলা করছে ৷

বন্যা পরিস্থির মোকাবিলায় শহরে 400টিরও বেশি শেল্টার তৈরি হয়েছে ৷ বন্যা কবলিত এলাকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করে সেই শেল্টারগুলিতেই স্থান দেওয়া হচ্ছে বলেও জানান কানিমোঝি ৷ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে থাকা শহরের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ পরিষেবা ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷ শহরের 60-70 শতাংশ বাড়িতে পাম্প ব্যবহার করে জমে থাকা জল সরানো সম্ভব হয়েছে বলেও দাবি ডিএমকে সাংসদের ৷

  • Cyclonic Storm “MICHAUNG” weakened into a Deep Depression over Central Coastal AP. About 100 km north-northwest of Bapatla and 50 km southeast of https://t.co/W1UMY7yYGa weaken further into a Depression in next 06 hours and further into a WML during subsequent 06 hours. pic.twitter.com/KFD2BjBMvn

    — India Meteorological Department (@Indiametdept) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে ল্যান্ডফলের পর মঙ্গলবার সন্ধে 5টা 30 মিনিট নাগাদ প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় ৷ এরপর সেটি অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হয় ৷ বাপাতলা থেকে 100 কিমি উত্তর-উত্তর পশ্চিমে আপাতত সেটি গভীর নিম্নচাপ হিসেবে অন্ধ্রের কেন্দ্রীয় উপকূলের উপর অবস্থান করছে ৷ আগামী কয়েকঘণ্টায় সেটি আরও শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে মৌসম ভবন ৷

(এএনআই)

আরও পড়ুন:

  1. ক্রমশ শক্তি বাড়াচ্ছে 'মিগজাউম'! ঘূর্ণিঝড়ের আগাম তাণ্ডবে চেন্নাইয়ে মৃত 8
  2. অন্ধ্র উপকূলে ল্যান্ডফল মিগজাউমের! বাপাতলায় তাণ্ডব শুরু প্রবল ঘূর্ণিঝড়ের
  3. ড্যানিয়েলের তাণ্ডবে মৃতের সংখ্যা ছাড়াল 5 হাজার, নিখোঁজ দ্বিগুন

চেন্নাই, 6 ডিসেম্বর: ঘূর্ণিঝড় মিগজাউমের স্থলভাগে আছড়ে পড়ার অভিঘাত চেন্নাইয়ে প্রাণ কাড়ল অনেকের ৷ প্রবল বৃষ্টিতে বানভাসি তামিলনাড়ুর রাজধানী ৷ এর ফলে 17 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গ্রেটার চেন্নাই পুলিশ ৷ জলের তোড়ে ডুবে যাওয়া কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো 10টি ঘটনার কথা তাদের কাছে পৌঁছেছে এবং তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে বলেও জানিয়েছে গ্রেটার চেন্নাই পুলিশের তরফে ৷ এদিকে শক্তি ক্ষয় হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আপাতত অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপকূলের উপর অবস্থান করছে বলে জানিয়েছে মৌসম ভবন ৷

মঙ্গলবার দুপুরে ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফলের পর চেন্নাই পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার পর থেকেই অবিরাম বর্ষণ চলছে শহরে (যা সোমবার থেকেই শুরু হয়েছিল) ৷ ঘূর্ণিঝড় এবং তার প্রভাবে বৃষ্টি, দু'য়ের জাঁতাকলে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ সঙ্গে সম্পত্তিহানি এবং সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে ৷

শুধু তাই নয় ৷ গ্রেটার চেন্নাই পুলিশ মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে শহরের 16টি সাবওয়ে জলমগ্ন ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরের প্রায় 69টি জায়গায় গাছ উপড়ে পড়ার মতো ঘটনা ঘটেছে ৷ বন্যা পরিস্থিতি নিয়েও শহরবাসীকে সতর্ক করেছে জিসিপি ৷ বিশেষ করে শহরের নীচু জায়গায় বসবাস করেন যারা, তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে এখনও ৷

এদিকে ঘূর্ণিঝড়ে শহরের বিপর্যয় নিয়ে মন্তব্য করতে গিয়ে ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি সরকারের প্রশংসা করে সংবাদসংস্থা এএনআই'কে জানান, 2015 বন্যা পরিস্থিতির তুলনায় এবারের বিপর্যয় আরও বড় ৷ তবে সরকার এবার অনেক বেশি প্রস্তুত এবং দক্ষ হাতে তা মোকাবিলা করছে ৷

বন্যা পরিস্থির মোকাবিলায় শহরে 400টিরও বেশি শেল্টার তৈরি হয়েছে ৷ বন্যা কবলিত এলাকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করে সেই শেল্টারগুলিতেই স্থান দেওয়া হচ্ছে বলেও জানান কানিমোঝি ৷ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে থাকা শহরের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ পরিষেবা ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷ শহরের 60-70 শতাংশ বাড়িতে পাম্প ব্যবহার করে জমে থাকা জল সরানো সম্ভব হয়েছে বলেও দাবি ডিএমকে সাংসদের ৷

  • Cyclonic Storm “MICHAUNG” weakened into a Deep Depression over Central Coastal AP. About 100 km north-northwest of Bapatla and 50 km southeast of https://t.co/W1UMY7yYGa weaken further into a Depression in next 06 hours and further into a WML during subsequent 06 hours. pic.twitter.com/KFD2BjBMvn

    — India Meteorological Department (@Indiametdept) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে ল্যান্ডফলের পর মঙ্গলবার সন্ধে 5টা 30 মিনিট নাগাদ প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় ৷ এরপর সেটি অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হয় ৷ বাপাতলা থেকে 100 কিমি উত্তর-উত্তর পশ্চিমে আপাতত সেটি গভীর নিম্নচাপ হিসেবে অন্ধ্রের কেন্দ্রীয় উপকূলের উপর অবস্থান করছে ৷ আগামী কয়েকঘণ্টায় সেটি আরও শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে মৌসম ভবন ৷

(এএনআই)

আরও পড়ুন:

  1. ক্রমশ শক্তি বাড়াচ্ছে 'মিগজাউম'! ঘূর্ণিঝড়ের আগাম তাণ্ডবে চেন্নাইয়ে মৃত 8
  2. অন্ধ্র উপকূলে ল্যান্ডফল মিগজাউমের! বাপাতলায় তাণ্ডব শুরু প্রবল ঘূর্ণিঝড়ের
  3. ড্যানিয়েলের তাণ্ডবে মৃতের সংখ্যা ছাড়াল 5 হাজার, নিখোঁজ দ্বিগুন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.