ETV Bharat / bharat

Cyclone Jawad Updates: শনিবারই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ, প্রভাব বাংলাতেও - ঘূর্ণিঝড় জাওয়াদ

শনিবার বিকেলে বিশাখাপত্তনম উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad Updates) । জানাল ভারতীয় মৌসম বিভাগ (আইএমডি) (India Meteorological Department) ।

Cyclone Jawad updates Cyclonic storm mat reach Vishakhapatnam by Saturday Evening says IMD
শনিবারই আছড়ে পড়তে পারে জাওয়াদ ।
author img

By

Published : Dec 3, 2021, 4:15 PM IST

Updated : Dec 3, 2021, 5:52 PM IST

নয়াদিল্লি, 03 ডিসেম্বর: হাতে 24 ঘণ্টারও কম সময় । তার পরই আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad Updates) । জানাল ভারতীয় মৌসম বিভাগ (আইএমডি) (India Meteorological Department) । শনিবার সকালেই বিশাখাপত্তনম উপকূলে ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে ।

ঘূর্ণিঝড়ের গতিবিধি জানাতে শনিবার সংবাদ সংস্থা এএনআই-এর মুখোমুখি হন আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র । সেখানে সাধারণ মানুষকে আগাম সতর্ক করে তিনি বলেন, ‘‘ভারী বৃষ্টিতে বিদ্যুৎসংযোগ এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে ৷ অন্ধ্রের উপকূল অঞ্চলে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে ৷ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm may Hit Andhra Pradesh)পরিণত হতে পারে ৷ তার পর আছড়ে পড়তে পারে বিশাখাপত্তনম উপকূলে ৷’’

আরও পড়ুন: Omicron Suspected in Rajasthan : দক্ষিণ আফ্রিকা ফেরত জয়পুরের চারজন করোনা আক্রান্ত, ওমিক্রন ?

অন্ধ্র হয়ে ঘূর্ণিঝড় ওড়িশা অভিমুখে এগোবে বলেও জানান আইএমডি প্রধান ৷ তিনি বলেন, ‘‘বিশাখাপত্তনম থেকে ওড়িশার দিকে এগোবে ঘূর্ণিঝড় ৷ তার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হবে ৷ 4 ডিসেম্বর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ৷ হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 50 থেকে 55 কিলোমিটার পর্যন্ত, যা সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে ৷’’

বিশাখাপত্তনমের ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্রের ডিরেক্টর সুনন্দা জানিয়েছেন, ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে ৷ শনিবারের মধ্যে তা বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য উপকূল হয়ে অন্ধ্রে এসে পড়তে পারে ৷ তার পর উত্তর দিক হয়ে গিয়ে পড়তে পারে ওড়িশায় ।

গত 30 নভেম্বর আন্দামান সাগরে নিম্নচাপের সৃষ্টি হয় । 2 ডিসেম্বর আসতে আসতে তা পরিণত হয় গভীর নিম্নচাপে । শুক্রবার দুপুরে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় । এর ফলে শুক্রবার সন্ধ্যার পর থেকেই অন্ধ্র, ওড়িশার উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: Experts concern over Omicron in India: দেশে ওমিক্রনের হানায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, কোভিড বিধি পালনের পরামর্শ

ঘূর্ণিঝড় জাওয়াদের মোকাবিলা করতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । ওড়িশা, বাংলা এবং অন্ধ্রে সব মিলিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলী বাহিনীর (এনডিআরএফ) 46টি দল প্রস্তুত রয়েছে । বৃহস্পতিবার এনিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

এ দিন দুপুরেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় । অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম এবং ভিজিয়ানগরমে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে । লাল সতর্কতা জারি হয়েছে ওড়িশার গজপতি, গঞ্জম, পুরি এবং জগৎসিংপুরেও । এর প্রভাবে শনি এবং রবিবার বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি । রবি এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অসম, মেঘালয় এবং ত্রিপুরার একাধিক জায়গায় । এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে ।

মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । সময় থাকতে নিরাপদ দূরত্বে সরিয়ে আনতে হবে মানুষকে । বিদ্যুৎ, টেলিফোন সংযোগ যাতে সক্রিয় থাকে, স্বাস্থ্য এবং পানীয় জলের পরিষেবায় যাতে ব্যাঘাত না ঘটে, তার জন্যও ব্যবস্থা নিতে বলেছেন তিনি । উপকূলবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সংযোগ রেখে চলেছেন মন্ত্রিসভার সচিব ।

নয়াদিল্লি, 03 ডিসেম্বর: হাতে 24 ঘণ্টারও কম সময় । তার পরই আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad Updates) । জানাল ভারতীয় মৌসম বিভাগ (আইএমডি) (India Meteorological Department) । শনিবার সকালেই বিশাখাপত্তনম উপকূলে ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে ।

ঘূর্ণিঝড়ের গতিবিধি জানাতে শনিবার সংবাদ সংস্থা এএনআই-এর মুখোমুখি হন আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র । সেখানে সাধারণ মানুষকে আগাম সতর্ক করে তিনি বলেন, ‘‘ভারী বৃষ্টিতে বিদ্যুৎসংযোগ এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে ৷ অন্ধ্রের উপকূল অঞ্চলে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে ৷ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm may Hit Andhra Pradesh)পরিণত হতে পারে ৷ তার পর আছড়ে পড়তে পারে বিশাখাপত্তনম উপকূলে ৷’’

আরও পড়ুন: Omicron Suspected in Rajasthan : দক্ষিণ আফ্রিকা ফেরত জয়পুরের চারজন করোনা আক্রান্ত, ওমিক্রন ?

অন্ধ্র হয়ে ঘূর্ণিঝড় ওড়িশা অভিমুখে এগোবে বলেও জানান আইএমডি প্রধান ৷ তিনি বলেন, ‘‘বিশাখাপত্তনম থেকে ওড়িশার দিকে এগোবে ঘূর্ণিঝড় ৷ তার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হবে ৷ 4 ডিসেম্বর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ৷ হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 50 থেকে 55 কিলোমিটার পর্যন্ত, যা সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে ৷’’

বিশাখাপত্তনমের ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্রের ডিরেক্টর সুনন্দা জানিয়েছেন, ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে ৷ শনিবারের মধ্যে তা বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য উপকূল হয়ে অন্ধ্রে এসে পড়তে পারে ৷ তার পর উত্তর দিক হয়ে গিয়ে পড়তে পারে ওড়িশায় ।

গত 30 নভেম্বর আন্দামান সাগরে নিম্নচাপের সৃষ্টি হয় । 2 ডিসেম্বর আসতে আসতে তা পরিণত হয় গভীর নিম্নচাপে । শুক্রবার দুপুরে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় । এর ফলে শুক্রবার সন্ধ্যার পর থেকেই অন্ধ্র, ওড়িশার উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: Experts concern over Omicron in India: দেশে ওমিক্রনের হানায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, কোভিড বিধি পালনের পরামর্শ

ঘূর্ণিঝড় জাওয়াদের মোকাবিলা করতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । ওড়িশা, বাংলা এবং অন্ধ্রে সব মিলিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলী বাহিনীর (এনডিআরএফ) 46টি দল প্রস্তুত রয়েছে । বৃহস্পতিবার এনিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

এ দিন দুপুরেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় । অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম এবং ভিজিয়ানগরমে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে । লাল সতর্কতা জারি হয়েছে ওড়িশার গজপতি, গঞ্জম, পুরি এবং জগৎসিংপুরেও । এর প্রভাবে শনি এবং রবিবার বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি । রবি এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অসম, মেঘালয় এবং ত্রিপুরার একাধিক জায়গায় । এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে ।

মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । সময় থাকতে নিরাপদ দূরত্বে সরিয়ে আনতে হবে মানুষকে । বিদ্যুৎ, টেলিফোন সংযোগ যাতে সক্রিয় থাকে, স্বাস্থ্য এবং পানীয় জলের পরিষেবায় যাতে ব্যাঘাত না ঘটে, তার জন্যও ব্যবস্থা নিতে বলেছেন তিনি । উপকূলবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সংযোগ রেখে চলেছেন মন্ত্রিসভার সচিব ।

Last Updated : Dec 3, 2021, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.