নয়াদিল্লি, 03 ডিসেম্বর: হাতে 24 ঘণ্টারও কম সময় । তার পরই আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad Updates) । জানাল ভারতীয় মৌসম বিভাগ (আইএমডি) (India Meteorological Department) । শনিবার সকালেই বিশাখাপত্তনম উপকূলে ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে ।
ঘূর্ণিঝড়ের গতিবিধি জানাতে শনিবার সংবাদ সংস্থা এএনআই-এর মুখোমুখি হন আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র । সেখানে সাধারণ মানুষকে আগাম সতর্ক করে তিনি বলেন, ‘‘ভারী বৃষ্টিতে বিদ্যুৎসংযোগ এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে ৷ অন্ধ্রের উপকূল অঞ্চলে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে ৷ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm may Hit Andhra Pradesh)পরিণত হতে পারে ৷ তার পর আছড়ে পড়তে পারে বিশাখাপত্তনম উপকূলে ৷’’
আরও পড়ুন: Omicron Suspected in Rajasthan : দক্ষিণ আফ্রিকা ফেরত জয়পুরের চারজন করোনা আক্রান্ত, ওমিক্রন ?
অন্ধ্র হয়ে ঘূর্ণিঝড় ওড়িশা অভিমুখে এগোবে বলেও জানান আইএমডি প্রধান ৷ তিনি বলেন, ‘‘বিশাখাপত্তনম থেকে ওড়িশার দিকে এগোবে ঘূর্ণিঝড় ৷ তার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হবে ৷ 4 ডিসেম্বর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ৷ হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 50 থেকে 55 কিলোমিটার পর্যন্ত, যা সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে ৷’’
বিশাখাপত্তনমের ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্রের ডিরেক্টর সুনন্দা জানিয়েছেন, ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে ৷ শনিবারের মধ্যে তা বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য উপকূল হয়ে অন্ধ্রে এসে পড়তে পারে ৷ তার পর উত্তর দিক হয়ে গিয়ে পড়তে পারে ওড়িশায় ।
গত 30 নভেম্বর আন্দামান সাগরে নিম্নচাপের সৃষ্টি হয় । 2 ডিসেম্বর আসতে আসতে তা পরিণত হয় গভীর নিম্নচাপে । শুক্রবার দুপুরে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় । এর ফলে শুক্রবার সন্ধ্যার পর থেকেই অন্ধ্র, ওড়িশার উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
-
DD intensified into CS 'JAWAD' at 1130HRS IST of 3rd December. To move northwestwards and reach north Andhra Pradesh–south Odisha coasts by 4th December morning. Thereafter, to recurve north-northeastwards and move along Odisha coast reaching near Puri around 5th December noon. pic.twitter.com/EODCKtvmzh
— India Meteorological Department (@Indiametdept) December 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">DD intensified into CS 'JAWAD' at 1130HRS IST of 3rd December. To move northwestwards and reach north Andhra Pradesh–south Odisha coasts by 4th December morning. Thereafter, to recurve north-northeastwards and move along Odisha coast reaching near Puri around 5th December noon. pic.twitter.com/EODCKtvmzh
— India Meteorological Department (@Indiametdept) December 3, 2021DD intensified into CS 'JAWAD' at 1130HRS IST of 3rd December. To move northwestwards and reach north Andhra Pradesh–south Odisha coasts by 4th December morning. Thereafter, to recurve north-northeastwards and move along Odisha coast reaching near Puri around 5th December noon. pic.twitter.com/EODCKtvmzh
— India Meteorological Department (@Indiametdept) December 3, 2021
ঘূর্ণিঝড় জাওয়াদের মোকাবিলা করতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । ওড়িশা, বাংলা এবং অন্ধ্রে সব মিলিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলী বাহিনীর (এনডিআরএফ) 46টি দল প্রস্তুত রয়েছে । বৃহস্পতিবার এনিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
এ দিন দুপুরেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় । অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম এবং ভিজিয়ানগরমে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে । লাল সতর্কতা জারি হয়েছে ওড়িশার গজপতি, গঞ্জম, পুরি এবং জগৎসিংপুরেও । এর প্রভাবে শনি এবং রবিবার বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি । রবি এবং সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অসম, মেঘালয় এবং ত্রিপুরার একাধিক জায়গায় । এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে ।
মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । সময় থাকতে নিরাপদ দূরত্বে সরিয়ে আনতে হবে মানুষকে । বিদ্যুৎ, টেলিফোন সংযোগ যাতে সক্রিয় থাকে, স্বাস্থ্য এবং পানীয় জলের পরিষেবায় যাতে ব্যাঘাত না ঘটে, তার জন্যও ব্যবস্থা নিতে বলেছেন তিনি । উপকূলবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সংযোগ রেখে চলেছেন মন্ত্রিসভার সচিব ।