নয়াদিল্লি, 04 ডিসেম্বর: আতঙ্ক বাড়িয়ে স্থলভাগে ঢুকে পড়লেও, ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad Updates) । রবিবার ওড়িশার পুরীতে আছড়ে পড়ার সঙ্গে (Cyclone Jawad Landfall in Puri) সঙ্গেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে ভারতীয় মৌসম বিভাগ (আইএমডি) (India Meteorological Department) । তার প্রভাবে ভারী বৃষ্টি হলেও ঘূর্ণিঝড়ের দাপটে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, তা থেকে কিছুটা হলেও রক্ষা মিলবে বলে আশাবাদী তারা ।
শনিবার সকাল সাড়ে 5টা নাগাদ অন্ধ্র্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে 230 কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল ঘূর্ণিঝড় জাওয়াদ ৷ সেই সময় পুরী থেকে তার দূরত্ব ছিল 410 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৷ আইএমডি-র প্রকাশিত লিখিত বিবৃতিতে বলা হয়, ‘‘উত্তর দিকে যত এগোবে, আগামী 12 ঘণ্টায় ততই দুর্বল হয়ে পড়বে জাওয়াদ ৷ 5 ডিসেম্বর দুপুরে ওড়িশার পুরীতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ ততক্ষণে ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হবে ৷ ওড়িশা উপকূল ধরে বাংলার দিকে যত এগোবে, আরও শক্তি হারাবে ৷’’
আরও পড়ুন: Express Trains Cancelled : ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন
-
Cyclonic Storm ‘JAWAD’ about 210km eastsoutheast of Visakhapatnam at 0830 hrs IST of 04th December 2021. To weaken gradually during next 12 hours, move north-northeastwards along Odisha coast and reach near Puri around 5th December noon as a Deep Depression. pic.twitter.com/cbm3njzd7B
— India Meteorological Department (@Indiametdept) December 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Cyclonic Storm ‘JAWAD’ about 210km eastsoutheast of Visakhapatnam at 0830 hrs IST of 04th December 2021. To weaken gradually during next 12 hours, move north-northeastwards along Odisha coast and reach near Puri around 5th December noon as a Deep Depression. pic.twitter.com/cbm3njzd7B
— India Meteorological Department (@Indiametdept) December 4, 2021Cyclonic Storm ‘JAWAD’ about 210km eastsoutheast of Visakhapatnam at 0830 hrs IST of 04th December 2021. To weaken gradually during next 12 hours, move north-northeastwards along Odisha coast and reach near Puri around 5th December noon as a Deep Depression. pic.twitter.com/cbm3njzd7B
— India Meteorological Department (@Indiametdept) December 4, 2021
গত 30 নভেম্বর আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরি হয়, সৌদি আরবের তরফে সেটির নাম রাখা হয় জাওয়াদ ৷ শুক্রবার দুপুরে সেটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে ৷ তবে সময় যত এগিয়েছে, ততই শক্তিক্ষয় হয়েছে জাওয়াদের ৷ তবে শক্তিক্ষয় হলেও, নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টি চলছে অন্ধ্রে । ওড়িশা উপকূলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
অন্ধ্রের শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, বিশাখাপত্তনম এবং পুরীর গজপতি, গঞ্জম, পুরী, জগৎসিংপুর-সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে । শনি-রবিবার বাংলাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম বিভাগ । রবি এবং সোমবার ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয় এবং ত্রিপুরায় । ওই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
আরও পড়ুন: Cyclone Jawad : আজই অন্ধ্র-ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় জাওয়াদ, উপকূলের জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি