ETV Bharat / bharat

Cyclone Jawad : আজই অন্ধ্র-ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় জাওয়াদ, উপকূলের জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি

আজ কখন ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad ) স্থলভাগে প্রবেশ করবে তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি মৌসম বিভাগ ৷ তবে পুরী থেকে ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলার দিকে হতে পারে ৷ এবং তার প্রভাবে এ রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির জোর সম্ভাবনা ৷ cyclone jawad likely to reach north andhra pradesh today

Cyclone Jawad
Cyclone Jawad
author img

By

Published : Dec 4, 2021, 6:45 AM IST

Updated : Dec 4, 2021, 7:23 AM IST

কলকাতা, 4 ডিসেম্বর : ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে জাওয়াদ (Cyclone Jawad ) ৷ আজই অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশা উপকূলের কাছে পৌঁছাতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ (cyclone jawad likely to reach north andhra pradesh today) ৷ বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর এটি অবস্থান করছে ৷ বিশাখাপটনমের দক্ষিণ পূর্ব অংশ থেকে 250 কিমি দূরে, পুরীর দক্ষিণ পশ্চিম অংশ থেকে 430 কিমি এবং দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম পারাদ্বীপ থেকে 510 কিলোমিটার দূরে অবস্থান করছে ৷ জানিয়েছে মৌসম বিভাগ ৷

মৌসম বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকালে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করবে (Cyclone Jawad updates) ৷ তারপর ওড়িশা উপকূল হয়ে ঘূর্ণিঝড়টি রবিবার অর্থাৎ 5 ডিসেম্বর দুপুর নাগাদ প্রবেশ করবে পুরী উপকূলে ৷ তবে আজ কখন ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করবে তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি মৌসম বিভাগ ৷ তবে পুরী থেকে ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলার দিকে হতে পারে ৷ এবং তার প্রভাবে এ রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির জোর সম্ভাবনা ৷ রাজ্যের উপকূল এলাকাগুলি থেকে 45 থেকে 65 কিলোমিটার বেগে বইবে ঝড় ৷ যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় 80 কিলোমিটার ৷

আরও পড়ুন : State Prepares for Cyclone Jawad : জাওয়াদ মোকাবিলায় মঙ্গলবার পর্যন্ত কর্মীদের ছুটি বাতিল করল বিদ্যুৎ বিভাগ

ইতিমধ্যেই জাওয়াদের মোকাবিলায় একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ নির্দেশিকা জারি করে ঝড়ের সময় কী কী করণীয় তা জানিয়েছে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতর ৷ জেলা প্রশাসনের তরফেও সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে আগেই নিষেধ করা হয়েছে ৷ রাজ্যে উপকূলীয় অঞ্চলগুলিতে থাকছে বিশেষ নজর ৷ উপকূল রক্ষী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷

এদিকে অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই তিনটি জেলার 54,008 জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে ৷ উদ্ধারকারী দল শ্রীকাকুলাম জেলা থেকে 15 হাজার 755 জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে ৷ স্কুল এবং কমিউনিটি হলগুলিতে 197টি ত্রাণশিবির করা হয়েছে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 11টি দল বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে ৷

আরও পড়ুন : Cyclone Jawad Alert : ঘূর্ণিঝড় জাওয়াদের মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন

কলকাতা, 4 ডিসেম্বর : ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে জাওয়াদ (Cyclone Jawad ) ৷ আজই অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশা উপকূলের কাছে পৌঁছাতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ (cyclone jawad likely to reach north andhra pradesh today) ৷ বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর এটি অবস্থান করছে ৷ বিশাখাপটনমের দক্ষিণ পূর্ব অংশ থেকে 250 কিমি দূরে, পুরীর দক্ষিণ পশ্চিম অংশ থেকে 430 কিমি এবং দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম পারাদ্বীপ থেকে 510 কিলোমিটার দূরে অবস্থান করছে ৷ জানিয়েছে মৌসম বিভাগ ৷

মৌসম বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকালে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করবে (Cyclone Jawad updates) ৷ তারপর ওড়িশা উপকূল হয়ে ঘূর্ণিঝড়টি রবিবার অর্থাৎ 5 ডিসেম্বর দুপুর নাগাদ প্রবেশ করবে পুরী উপকূলে ৷ তবে আজ কখন ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করবে তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি মৌসম বিভাগ ৷ তবে পুরী থেকে ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলার দিকে হতে পারে ৷ এবং তার প্রভাবে এ রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির জোর সম্ভাবনা ৷ রাজ্যের উপকূল এলাকাগুলি থেকে 45 থেকে 65 কিলোমিটার বেগে বইবে ঝড় ৷ যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় 80 কিলোমিটার ৷

আরও পড়ুন : State Prepares for Cyclone Jawad : জাওয়াদ মোকাবিলায় মঙ্গলবার পর্যন্ত কর্মীদের ছুটি বাতিল করল বিদ্যুৎ বিভাগ

ইতিমধ্যেই জাওয়াদের মোকাবিলায় একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ নির্দেশিকা জারি করে ঝড়ের সময় কী কী করণীয় তা জানিয়েছে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতর ৷ জেলা প্রশাসনের তরফেও সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে আগেই নিষেধ করা হয়েছে ৷ রাজ্যে উপকূলীয় অঞ্চলগুলিতে থাকছে বিশেষ নজর ৷ উপকূল রক্ষী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷

এদিকে অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই তিনটি জেলার 54,008 জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে ৷ উদ্ধারকারী দল শ্রীকাকুলাম জেলা থেকে 15 হাজার 755 জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে ৷ স্কুল এবং কমিউনিটি হলগুলিতে 197টি ত্রাণশিবির করা হয়েছে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 11টি দল বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে ৷

আরও পড়ুন : Cyclone Jawad Alert : ঘূর্ণিঝড় জাওয়াদের মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন

Last Updated : Dec 4, 2021, 7:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.