নয়াদিল্লি, 27 নভেম্বর: বিপদের আঁচ পেয়ে জরুরি ইতিমধ্যেই জরুরি বৈঠক করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি । কিন্তু করোনার নয়া রূপ ওমিক্রন-কে (COVID Variant Omicron) ঘিরে উদ্বেগ বাড়লেও, গত দু’দিনে ‘ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে আসা কোনও বিদেশি নাগরিকের শরীরে এই সংক্রমণ ধরা পড়েনি বলে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে জানানো হল ।
দক্ষিণ আফ্রিকায় করোনার বিবর্তিত রূপ ওমিক্রন, বিজ্ঞানসম্মত নাম বি.1.1.529, (COVID Variant B.1.1.529) ধরা পড়ার পরই দেশের সমস্ত বিমানবন্দরে বিদেশি যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছিল কেন্দ্র ৷ বৃহস্পতিবার থেকে সেই নিয়ম চালু হয় ৷ দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা এবং হংকং, এই তিন দেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় ৷
কিন্তু দিল্লি বিমানবন্দরে যাত্রীদের করোনা পরীক্ষার দায়িত্বে থাকা ডায়গনস্টিক সেন্টার জেনেস্ট্রিংস ডায়গনস্টিক সেন্টার জানিয়ছে, স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনে করোনা পরীক্ষা চলছে ৷ তবে এখনও পর্যন্ত কারও শরীরে ওমিক্রন মেলেনি বলে জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা গৌরী আগরওয়াল ৷
এর আগে, শুক্রবার 50 শতাংশ যাত্রী নিয়ে আন্তর্জাতিক উড়ান পরিষেবা (International Flight Services) পুনরায় স্বাভাবিক করার ঘোষণা করে কেন্দ্র ৷ কিন্তু শনিবার জররি বৈঠকে এই সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখার সুপারিশ করেছেন মোদি ৷ তাঁর মতে, এই সময় পরিস্থিতিত মোটেই হালকা ভাবে নেওয়া উচিত নয় ৷ বরং মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নয়া রূপকে আটকানোয় সক্রিয় ভূমিকা পালন করতে হবে সকলকে ৷
শুধু ভারতই নয়, করোনার নয়া রূপ ঘিরে আতঙ্ক অন্যান্য দেশেও ৷ ব্রিটেন, জার্মানি. সিঙ্গাপুর, ইজরায়েল, ফ্রান্স এবং ইটালির মতো দেশও আপাতত দক্ষিণ আফ্রিকার সঙ্গে উড়ান সংযোগ বন্ধ রেখেছে ৷ করোনার না রূপের প্রকোপে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসয়ানা, চিন, মরিসাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, হংকং এবং ইজরায়েলের মতো দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় (Countries with Risk of Omicron) রেখেছে ভারতও ৷