ETV Bharat / bharat

উত্তরাখণ্ডে বাড়ল কোভিড কার্ফুর মেয়াদ

উত্তরাখণ্ডে আরও এক সপ্তাহ বাড়ল কোভিড কার্ফুর মেয়াদ ৷ তবে, স্থানীয়দের দেওয়া হল চারধাম যাত্রার অনুমতি ৷ অবশ্যই সে-ক্ষেত্রে বাধ্যতামূলক আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে ৷

উত্তরাখণ্ডে বাড়ল কোভিড কারফিউর মেয়াদ
উত্তরাখণ্ডে বাড়ল কোভিড কারফিউর মেয়াদ
author img

By

Published : Jun 14, 2021, 5:30 PM IST

উত্তরাখণ্ড, 14 জুন : 22 জুন পর্যন্ত কোভিড কার্ফুর মেয়াদ বাড়াল উত্তরাখণ্ড সরকার ৷ তবে শিথিল করা হয়েছে বিধিনিষেধ ৷ চারধাম যাত্রার ক্ষেত্রে জারি নয়া নির্দেশিকা ৷ আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখালে কেবল স্থানীয়রা চারধাম যাত্রার অনুমতি পাবেন ৷ মঙ্গলবার ভোর 6 টায় রাজ্যের কার্ফুর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ।

রাজ্য সরকারের মুখপাত্র সুবোধ ইউনিয়াল বলেন, "করোনা পরিস্থিতি বিবেচনা করে আরও এক সপ্তাহের জন্য কার্ফু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ পুরোনো বিধিনিষেধ জারি থাকছে তবে স্থানীয়দের জন্য হিমালয়ের মন্দিরের দরজা খোলা হচ্ছে ৷ সেক্ষেত্রে অত্যাবশ্যকীয় আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট ৷"

চামোলি এবং রুদ্রপ্রয়াগ ও উত্তরকাশি জেলার স্থানীয়রা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখিয়ে বদ্রিনাথ , কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী দর্শন করতে পারবেন ৷ পাশাপাশি নির্দিষ্ট বিধিনিষেধ নিয়ে খুলছে কোর্ট ৷ অটোরিকশা ও টেম্পোর মতো গণপরিবহণের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ৷

মিষ্টির দোকানগুলি সপ্তাহে পাঁচ দিন খোলা যেতে পারে ৷ বিবাহ অনুষ্ঠানে 50 জন উপস্থিত থাকতে পারবেন ৷ তবে থাকতে হবে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট ৷

উত্তরাখণ্ড, 14 জুন : 22 জুন পর্যন্ত কোভিড কার্ফুর মেয়াদ বাড়াল উত্তরাখণ্ড সরকার ৷ তবে শিথিল করা হয়েছে বিধিনিষেধ ৷ চারধাম যাত্রার ক্ষেত্রে জারি নয়া নির্দেশিকা ৷ আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখালে কেবল স্থানীয়রা চারধাম যাত্রার অনুমতি পাবেন ৷ মঙ্গলবার ভোর 6 টায় রাজ্যের কার্ফুর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ।

রাজ্য সরকারের মুখপাত্র সুবোধ ইউনিয়াল বলেন, "করোনা পরিস্থিতি বিবেচনা করে আরও এক সপ্তাহের জন্য কার্ফু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ পুরোনো বিধিনিষেধ জারি থাকছে তবে স্থানীয়দের জন্য হিমালয়ের মন্দিরের দরজা খোলা হচ্ছে ৷ সেক্ষেত্রে অত্যাবশ্যকীয় আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট ৷"

চামোলি এবং রুদ্রপ্রয়াগ ও উত্তরকাশি জেলার স্থানীয়রা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখিয়ে বদ্রিনাথ , কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী দর্শন করতে পারবেন ৷ পাশাপাশি নির্দিষ্ট বিধিনিষেধ নিয়ে খুলছে কোর্ট ৷ অটোরিকশা ও টেম্পোর মতো গণপরিবহণের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ৷

মিষ্টির দোকানগুলি সপ্তাহে পাঁচ দিন খোলা যেতে পারে ৷ বিবাহ অনুষ্ঠানে 50 জন উপস্থিত থাকতে পারবেন ৷ তবে থাকতে হবে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.