ETV Bharat / bharat

মহারাষ্ট্রে নতুন করে কোরোনা সংক্রমণ, আক্রান্ত একাধিক নেতা-মন্ত্রী

author img

By

Published : Feb 19, 2021, 8:03 PM IST

covid-19-resurgence-in-maharashtra-sees-a-spate-of-netas-infected
মহারাষ্ট্রে নতুন করে কোরোনা সংক্রমণ, আক্রান্ত নেতা মন্ত্রীরা

মহারাষ্ট্রে নতুন করে কোরোনা সংক্রমণ ৷ যেখানে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী, বিধায়করা সংক্রমিত হয়েছেন ৷ এক সপ্তাহে মহারাষ্ট্রে কোরোনা সংক্রমণ নতুন করে বেড়েছে ৷

মুম্বই, 19 ফেব্রুয়ারি : মহারাষ্ট্রে এবার কোরোনায় আক্রান্ত হলেন একাধিক নেতা ও মন্ত্রী ৷ এমনকী স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের কোরোনার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ সেই তালিকায় রয়েছেন জয়ন্ত পাটিল, রাকেশ খাড়সে, একনাথ খাড়সে, বাচ্চু কাদু এবং রাজেন্দ্র সিঙ্ঘে ৷

গত বুধবারই মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর নতুন করে 4,787 জনের কোরোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট প্রকাশ করে ৷ যা গত দু’মাসে মহারাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ বলে জানানো হয়েছে ৷ এমনকী বিদর্ভ জেলায় গত এক সপ্তাহে সর্বোচ্চ সংক্রমণের রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ ফলে, আজ মুম্বই পৌরনিগমের তরফে নতুন করে কোভিডের সুরক্ষাবিধি জারি করা হয়েছে ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রে 5 হাজার জনের কোরোনা সংক্রমণের রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷

আরও পড়ুন : সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ

মহারাষ্ট্রের প্রতিমন্ত্রী বাবারাও কাদু এদিন টুইট করে জানান তিনি দ্বিতীয়বার কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ অন্যদিকে, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে গতকাল রাতে তাঁর কোরোনা পজ়িটিভ হওয়ার কথা টুইট করে জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘আমার কোভিড 19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমার শরীরিক অবস্থা ঠিক রয়েছে ৷ যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দ্রুত নিজেদের কোরোনা পরীক্ষা করিয়ে নিন ৷’’ এনসিপির আরও এক বিধায়ক কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ মহারাষ্ট্রের নেতা, মন্ত্রী ও বিধায়করা নতুন করে কোরোনায় আক্রান্ত হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সরকারের কপালে ৷ এই অবস্থায় মহারাষ্ট্রজুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.