ETV Bharat / bharat

শীতকালীন অধিবেশন এগিয়ে আনার পক্ষে সওয়াল মণীশ তিওয়ারির

author img

By

Published : Dec 3, 2020, 10:37 PM IST

পঞ্জাবের আনন্দপুর সাহিবে কংগ্রেস সাংসদ জানান, দেশের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে, কোরোনার জন্য় পিছিয়ে না গিয়ে তাঁদের কর্তব্য় পালন করা উচিত ৷ এর পরেই তিনি যোগ করেন, সংসদের শীতকালীন অধিবেশনকে এগিয়ে আনা হোক ৷ কারণ দেশে কৃষকদের আন্দোলন, এমনকি চিনের আগ্রাসন, কোরোনার অতিমারি এবং ধসে পড়া অর্থনীতি নিয়ে আলোচনা প্রয়োজন ৷

convene-winter-session-of-parliament-at-earliest-manish-tewari
শীতকালীন অধিবেশন এগিয়ে আনার পক্ষে সওয়াল মণীশ তিওয়ারির

চণ্ডীগড়, 3 ডিসেম্বর : সংসদের শীতকালীন অধিবেশন এগিয়ে আনার দাবি জানালেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি ৷ দেশজুড়ে চলা নানা ইশুতে আলোচনার জন্য়ই এই দাবি বলে জানান তিনি ৷ যেখানে নয়া কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে কৃষকদের আন্দোলন, চিনের আগ্রাসন এবং কোরোনা বিপর্যয় নিয়ে আলোচনা প্রয়োজন বলে মনে করেন কংগ্রেসের এই নেতা ৷

পঞ্জাবের আনন্দপুর সাহিবে কংগ্রেস সাংসদ জানান, দেশের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে, কোরোনার জন্য় পিছিয়ে না গিয়ে তাঁদের কর্তব্য় পালন করা উচিত ৷ এর পরেই তিনি যোগ করেন, সংসদের শীতকালীন অধিবেশনকে এগিয়ে আনা হোক ৷ কারণ দেশে কৃষকদের যে আন্দোলন চলছে, এমনকি চিনের আগ্রাসন, কোরোনার অতিমারি এবং ধসে পড়া অর্থনীতি নিয়ে আলোচনা প্রয়োজন ৷ তিনি আরও বেলন, সংসদে কৃষকদের কথা তুলে ধরা তাঁদের কর্তব্য় ৷ দেশের বিভিন্ন প্রান্তের হাজারো কৃষক দিল্লির সীমানায় আন্দোলনে রয়েছেন ৷ বিতর্কিত সেই কৃষি আইন নিয়ে সংসদে আলোচনা প্রয়োজন বলে দাবি করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ কৃষকদের দাবি ও অভিযোগ নিয়ে আলোচনার জন্য়, সংসদের মত ভালো জায়গা আর কোথাও নেই বলেই জানান তিনি ৷

সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করার কোনও কারণ নেই বলেই মনে করেন মণীশ তিওয়ারি ৷ তাঁর যুক্তি বিভিন্ন সংসদীয় কমিটি যেমন, স্ট্য়ান্ডিং কমিটি, যৌথ সংসদীয় কমিটি লাগাতার তাঁদের বৈঠক করে চলছে ৷ ফলে শীতকালীন অধিবেশন বাতিল করার কোনও কারণ নেই বলেই মনে করেন তিনি ৷ অধিবেশন বাতিল করলেন দেশের ক্ষতি যেমন হবে ৷ তেমনি দেশবাসীর কাছে একটা নেতিবাচক বার্তা দেওয়া হবে বলে সবশেষে জানান মণীশ তিওয়ারি ৷

চণ্ডীগড়, 3 ডিসেম্বর : সংসদের শীতকালীন অধিবেশন এগিয়ে আনার দাবি জানালেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি ৷ দেশজুড়ে চলা নানা ইশুতে আলোচনার জন্য়ই এই দাবি বলে জানান তিনি ৷ যেখানে নয়া কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে কৃষকদের আন্দোলন, চিনের আগ্রাসন এবং কোরোনা বিপর্যয় নিয়ে আলোচনা প্রয়োজন বলে মনে করেন কংগ্রেসের এই নেতা ৷

পঞ্জাবের আনন্দপুর সাহিবে কংগ্রেস সাংসদ জানান, দেশের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে, কোরোনার জন্য় পিছিয়ে না গিয়ে তাঁদের কর্তব্য় পালন করা উচিত ৷ এর পরেই তিনি যোগ করেন, সংসদের শীতকালীন অধিবেশনকে এগিয়ে আনা হোক ৷ কারণ দেশে কৃষকদের যে আন্দোলন চলছে, এমনকি চিনের আগ্রাসন, কোরোনার অতিমারি এবং ধসে পড়া অর্থনীতি নিয়ে আলোচনা প্রয়োজন ৷ তিনি আরও বেলন, সংসদে কৃষকদের কথা তুলে ধরা তাঁদের কর্তব্য় ৷ দেশের বিভিন্ন প্রান্তের হাজারো কৃষক দিল্লির সীমানায় আন্দোলনে রয়েছেন ৷ বিতর্কিত সেই কৃষি আইন নিয়ে সংসদে আলোচনা প্রয়োজন বলে দাবি করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ কৃষকদের দাবি ও অভিযোগ নিয়ে আলোচনার জন্য়, সংসদের মত ভালো জায়গা আর কোথাও নেই বলেই জানান তিনি ৷

সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করার কোনও কারণ নেই বলেই মনে করেন মণীশ তিওয়ারি ৷ তাঁর যুক্তি বিভিন্ন সংসদীয় কমিটি যেমন, স্ট্য়ান্ডিং কমিটি, যৌথ সংসদীয় কমিটি লাগাতার তাঁদের বৈঠক করে চলছে ৷ ফলে শীতকালীন অধিবেশন বাতিল করার কোনও কারণ নেই বলেই মনে করেন তিনি ৷ অধিবেশন বাতিল করলেন দেশের ক্ষতি যেমন হবে ৷ তেমনি দেশবাসীর কাছে একটা নেতিবাচক বার্তা দেওয়া হবে বলে সবশেষে জানান মণীশ তিওয়ারি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.