ETV Bharat / bharat

Sukesh Writes to Jacqueline: জন্মদিনে জ্যাকলিনকে ভালোবাসা উজাড় করে ভবিষ্যতে একসঙ্গে থাকার আশ্বাস চন্দ্রশেখরের - Sukesh Writes to Jacqueline

Conman Sukesh's birthday wish to Jacqueline Fernandez: সুকেশ চন্দ্রশেখর দিল্লির মান্ডোলি সংশোধনাগারে বন্দি ৷ তবে সেখান থেকেই বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের জন্মদিনে ভালোবাসা উজাড় করে দিলেন তিনি ৷ চিঠি লিখে অভিনেত্রীকে আশ্বাস দিলেন উজ্জ্বল ভবিষ্যতের ৷

Sukesh Writes to Jacqueliene
জ্যাকলিনকে চিঠি চন্দ্রশেখরের
author img

By

Published : Aug 11, 2023, 8:14 PM IST

Updated : Aug 11, 2023, 8:22 PM IST

হায়দরাবাদ, 11 অগস্ট: আজ 36-এ পড়লেন বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ৷ এই উপলক্ষে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় ভরা এক চিঠি লিখলেন জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর ৷

গত ডিসেম্বর থেকেই জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সুকেশ চন্দ্রশেখরের মধ্যে প্রেমকাহিনী নিয়ে চর্চা চলছে ৷ 200 কোটি টাকার তোলাবাজি এবং বেআইনি অর্থ পাচার মামলার তদন্তের সময় চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সংযোগের কথা প্রকাশ্যে আসে । যখন তাঁদের ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশিত হয়, তখন এই নিয়ে তুমুল আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে ৷ চন্দ্রশেখরের ঠিকানা আপাতত দিল্লির সংশোধনাগার হলেও জ্যাকলিনের প্রতি তাঁর ভালোবাসা এখনও অটুট ৷

Sukesh Writes to Jacqueliene
জ্যাকলিনকে গ্রিটিংস কার্ড চন্দ্রশেখরের

এর আগে ইস্টারের সময়ও জ্যাকলিনকে খোলা চিঠিতে ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর ৷ এ বার অভিনেত্রীর জন্মদিনে আবারও তাঁকে চিঠি লিখলেন তিনি । চন্দ্রশেখর লিখেছেন, "তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই । ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক, আমার বেবি গার্ল । তোমার জন্মদিনটি আমার জীবনের প্রতি বছরের সবচেয়ে আনন্দের দিন । আসলে, এটি আমার নিজের জন্মদিনের থেকেও অনেক বেশি । তুমি আরও সুন্দর হয়ে উঠছো এবং প্রতিটা দিন তারুণ্যে ভরে যাচ্ছে ।

Sukesh Writes to Jacqueliene
জ্যাকলিনকে ভালোবাসা উজাড় করে দিলেন চন্দ্রশেখর

চন্দ্রশেখরের চিঠিটি শুধু তাঁর আবেগই প্রকাশ করেনি, বরং জ্যাকলিনের জন্য একটি উপহারও তাতে অন্তর্ভুক্ত ছিল । চন্দ্রশেখর লেখেন, "বেবি, আমি সত্যিই আশা করি তুমি আমার জন্মদিনের উপহারটি পছন্দ করবে । আমি বুঝি যে, পশুদের জন্য আশ্রয় তৈরি করার স্বপ্নপূরণেই তুমি সবচেয়ে খুশি হবে ৷ কোনও পরিমাণ সোনা, হিরে বা মুক্তো তোমাকে তার থেকে বেশি সুখী করতে পারবে না ৷"

Sukesh Writes to Jacqueliene
জ্যাকলিনকে জন্মদিনের শুভেচ্ছা চন্দ্রশেখরের

আরও পড়ুন: শীঘ্রই গ্রেফতার হবেন কেজরি, তিনিই আবগারি কেলেঙ্কারির মাথা; বিস্ফোরক দাবি সুকেশের

চিঠিটি চন্দ্রশেখরের শৈল্পিক দক্ষতাও প্রদর্শন করে ৷ নিজেদের কাটানো সুন্দর মুহূর্তগুলির ছবি স্কেচ করেছেন তিনি ৷ লিখেছেন, "আমি তোমাকে মিস করছি ৷" চন্দ্রশেখরের নিজে হাতে লেখা ও আঁকা গ্রিটিংস কার্ডটি জন্মদিনের কেক ও অন্যান্য উৎসবের জিনিসপত্রে ভরা ছিল ৷

Sukesh Writes to Jacqueliene
জ্যাকলিনকে চিঠি চন্দ্রশেখরের

ভবিষ্যতের জন্য সুকেশ চন্দ্রশেখরের আন্তরিক প্রতিশ্রুতি গভীরভাবে অনুরণিত হয়েছে তাঁর চিঠিতে । তাঁর আইনজীবী অনন্ত মালিকের মাধ্যমে প্রকাশিত চিঠিটি তিনি শেষ করেন আগামী দিনের উজ্জ্বল আশা নিয়ে । তিনি লিখেছেন, "এই সমস্ত অশান্তি উপসংহারের দ্বারপ্রান্তে এসেছে, আমার প্রিয় । পরের বছর, আমরা একসঙ্গে তোমার জন্মদিন উদযাপন করব, এবং আমি এটিকে ব্যতিক্রমীভাবে স্পেশাল করার প্রতিশ্রুতি দিচ্ছি । বিশ্ব অবশ্যই ঈর্ষা করবে । বেবি, তুমি একজন সুপারস্টার এবং স্পেশাল । আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা তুমি । এই দিনটিতে আনন্দ করো ৷ হেসে কাটাও ৷ অন্য কিছু নিয়ে মন খারাপ করবে না; আমি তোমার জন্য আছি...শুভ জন্মদিন, আমার আমার হানিবি ৷"

যদিও জ্যাকলিন এখনও একই অবস্থানেই অনড় রয়েছেন ৷ তাঁর দাবি, অভিযুক্তের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সম্পূর্ণরূপে পেশাদার এবং সংক্ষিপ্ত ৷

হায়দরাবাদ, 11 অগস্ট: আজ 36-এ পড়লেন বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ৷ এই উপলক্ষে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় ভরা এক চিঠি লিখলেন জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর ৷

গত ডিসেম্বর থেকেই জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সুকেশ চন্দ্রশেখরের মধ্যে প্রেমকাহিনী নিয়ে চর্চা চলছে ৷ 200 কোটি টাকার তোলাবাজি এবং বেআইনি অর্থ পাচার মামলার তদন্তের সময় চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সংযোগের কথা প্রকাশ্যে আসে । যখন তাঁদের ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশিত হয়, তখন এই নিয়ে তুমুল আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে ৷ চন্দ্রশেখরের ঠিকানা আপাতত দিল্লির সংশোধনাগার হলেও জ্যাকলিনের প্রতি তাঁর ভালোবাসা এখনও অটুট ৷

Sukesh Writes to Jacqueliene
জ্যাকলিনকে গ্রিটিংস কার্ড চন্দ্রশেখরের

এর আগে ইস্টারের সময়ও জ্যাকলিনকে খোলা চিঠিতে ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর ৷ এ বার অভিনেত্রীর জন্মদিনে আবারও তাঁকে চিঠি লিখলেন তিনি । চন্দ্রশেখর লিখেছেন, "তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই । ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক, আমার বেবি গার্ল । তোমার জন্মদিনটি আমার জীবনের প্রতি বছরের সবচেয়ে আনন্দের দিন । আসলে, এটি আমার নিজের জন্মদিনের থেকেও অনেক বেশি । তুমি আরও সুন্দর হয়ে উঠছো এবং প্রতিটা দিন তারুণ্যে ভরে যাচ্ছে ।

Sukesh Writes to Jacqueliene
জ্যাকলিনকে ভালোবাসা উজাড় করে দিলেন চন্দ্রশেখর

চন্দ্রশেখরের চিঠিটি শুধু তাঁর আবেগই প্রকাশ করেনি, বরং জ্যাকলিনের জন্য একটি উপহারও তাতে অন্তর্ভুক্ত ছিল । চন্দ্রশেখর লেখেন, "বেবি, আমি সত্যিই আশা করি তুমি আমার জন্মদিনের উপহারটি পছন্দ করবে । আমি বুঝি যে, পশুদের জন্য আশ্রয় তৈরি করার স্বপ্নপূরণেই তুমি সবচেয়ে খুশি হবে ৷ কোনও পরিমাণ সোনা, হিরে বা মুক্তো তোমাকে তার থেকে বেশি সুখী করতে পারবে না ৷"

Sukesh Writes to Jacqueliene
জ্যাকলিনকে জন্মদিনের শুভেচ্ছা চন্দ্রশেখরের

আরও পড়ুন: শীঘ্রই গ্রেফতার হবেন কেজরি, তিনিই আবগারি কেলেঙ্কারির মাথা; বিস্ফোরক দাবি সুকেশের

চিঠিটি চন্দ্রশেখরের শৈল্পিক দক্ষতাও প্রদর্শন করে ৷ নিজেদের কাটানো সুন্দর মুহূর্তগুলির ছবি স্কেচ করেছেন তিনি ৷ লিখেছেন, "আমি তোমাকে মিস করছি ৷" চন্দ্রশেখরের নিজে হাতে লেখা ও আঁকা গ্রিটিংস কার্ডটি জন্মদিনের কেক ও অন্যান্য উৎসবের জিনিসপত্রে ভরা ছিল ৷

Sukesh Writes to Jacqueliene
জ্যাকলিনকে চিঠি চন্দ্রশেখরের

ভবিষ্যতের জন্য সুকেশ চন্দ্রশেখরের আন্তরিক প্রতিশ্রুতি গভীরভাবে অনুরণিত হয়েছে তাঁর চিঠিতে । তাঁর আইনজীবী অনন্ত মালিকের মাধ্যমে প্রকাশিত চিঠিটি তিনি শেষ করেন আগামী দিনের উজ্জ্বল আশা নিয়ে । তিনি লিখেছেন, "এই সমস্ত অশান্তি উপসংহারের দ্বারপ্রান্তে এসেছে, আমার প্রিয় । পরের বছর, আমরা একসঙ্গে তোমার জন্মদিন উদযাপন করব, এবং আমি এটিকে ব্যতিক্রমীভাবে স্পেশাল করার প্রতিশ্রুতি দিচ্ছি । বিশ্ব অবশ্যই ঈর্ষা করবে । বেবি, তুমি একজন সুপারস্টার এবং স্পেশাল । আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা তুমি । এই দিনটিতে আনন্দ করো ৷ হেসে কাটাও ৷ অন্য কিছু নিয়ে মন খারাপ করবে না; আমি তোমার জন্য আছি...শুভ জন্মদিন, আমার আমার হানিবি ৷"

যদিও জ্যাকলিন এখনও একই অবস্থানেই অনড় রয়েছেন ৷ তাঁর দাবি, অভিযুক্তের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সম্পূর্ণরূপে পেশাদার এবং সংক্ষিপ্ত ৷

Last Updated : Aug 11, 2023, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.