ETV Bharat / bharat

লোকসভায় আসন বণ্টন আলোচনায় ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেস, দাবি এআইসিসি'র - seat sharing

Congress to assert central role in INDIA bloc: এাইসিসি'র প্রতিক্রিয়া এমন সময়ে সামনে এসেছে যখন কংগ্রেসের পাঁচ সদস্যের জাতীয় জোট কমিটি পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং বিহার-সহ বেশ কয়েকটি রাজ্যের নেতাদের সঙ্গে আসন ভাগাভাগির সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। জানা গিয়েছে, দলের অভ্যন্তরে আলোচনা শেষ করার পর, অশোক গেহলত, ভূপেশ বাঘেল, সালমান খুরশিদ, মুকুল ওয়াসনিক এবং মোহন প্রকাশের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের প্যানেল, রাহুল গান্ধি এবং কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে আসন ভাগাভাগি সংক্রান্ত পরিকল্পনার বিষয়ে জানাবেন ৷ তারপরেই জানুয়ারিতে জোটের শরিকদের সঙ্গে আলোচনা হবে বলে জানা গিয়েছে। রিপোর্ট করেছেন ইটিভি ভারত-এর অমিত অগ্নিহোত্রী।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 10:26 PM IST

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: কংগ্রেসের প্রবীণ নেতারা শনিবার জানিয়ে দিয়েছে, 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য যে কোনও বিরোধী জোটের জন্য কংগ্রেস অপরিহার্য ৷ একই সঙ্গে জোটের পাশাপাশি আসন ভাগাভাগির ক্ষেত্রে দর কষাকষি করার জন্য তার অবস্থানকে জোর দেওয়া উচিত বলেও মনে করেন কংগ্রেস নেতৃত্ব।

মহারাষ্ট্রের দায়িত্বে থাকা এআইসিসি সম্পাদক আশিস দুয়া ইটিভি ভারতকে বলেন, “কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। পরবর্তীতে, জোটের শরিকদের সঙ্গে 2024 সালের জানুয়ারিতে এই ধরনের আলোচনা হবে এবং তা শীঘ্রই শেষ হবে। আসন ভাগাভাগি কখনওই সহজ কাজ নয়। সময় লাগবে। তবে একটা বিষয় স্পষ্ট যে, কংগ্রেস ছাড়া কোনও সরকার গঠন করা যাবে না। আসন ভাগাভাগি আলোচনার সময় এটি অবশ্যই সবার মনে রাখা উচিত ৷”

এাইসিসি'র প্রতিক্রিয়া এমন সময়ে সামনে এসেছে যখন কংগ্রেসের পাঁচ সদস্যের জাতীয় জোট কমিটি পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং বিহার-সহ বেশ কয়েকটি রাজ্যের নেতাদের সঙ্গে আসন ভাগাভাগির সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। জানা গিয়েছে, দলের অভ্যন্তরে আলোচনা শেষ করার পর অশোক গেহলত, ভূপেশ বাঘেল, সলমন খুরশিদ, মুকুল ওয়াসনিক এবং মোহন প্রকাশের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের প্যানেল রাহুল গান্ধি এবং কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে আসন ভাগাভাগি সংক্রান্ত পরিকল্পনার বিষয়ে জানাবেন ৷ তারপরেই জানুয়ারিতে জোটের শরিকদের সঙ্গে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

তিনি কংগ্রেসের অবস্থান জোরদার করার সঙ্গে সঙ্গেই, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের মন্তব্যকেও উড়িয়ে দিয়েছেন ৷ এআইসিসি সম্পাদক আশিস দুয়া বলেন, “আমি মনে করি না যে, আমাদের সেই বিবৃতিতে খুব বেশি জড়ানো উচিত। সঞ্জয় রাউত তাঁর দলের একজন মুখপাত্র এবং তাঁকে তাঁর দলের কর্মীদের জন্য রাজনৈতিক ভঙ্গি তৈরি করতে হবে ৷” এআইসিসি কর্মকর্তা উল্লেখ করেছেন যে, মহারাষ্ট্রে জোট অক্ষত ছিল ৷ তাঁর কথায়, “মহারাষ্ট্রে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। শিবসেনা এবং এনসিপির বিভক্ত গোষ্ঠীগুলিকে বিবেচনায় নেওয়া হলে কার্যকরভাবে রাজ্যে বেশ কয়েকটি দল রয়েছে। কংগ্রেস সকলের মধ্যে শক্তিশালী এবং তাদের অবশ্যই সর্বাধিক সংখ্যক সংসদীয় আসন দিতে হবে। জোট সঙ্গীরাও এটা বোঝে ৷”

মহারাষ্ট্রে 48টি লোকসভা আসন রয়েছে। 2019 সালে, কংগ্রেস এবং এনসিপি জোটে ছিল কিন্তু এখন শিবসেনা ইউবিটি-সহ তিনটি অংশীদার রয়েছে। দুয়া আরও বলেন, “নির্ধারক ফ্যাক্টর হবে একটি নির্দিষ্ট আসনে দলীয় প্রার্থীর বিজয়ী হওয়া। একাধিক দলের কারণে, প্রতিটি লোকসভা আসনের গতিশীলতা পরিবর্তিত হয়েছে ৷” দলের অভ্যন্তরীণ ব্যক্তিদের মতে, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ উভয় ক্ষেত্রেই আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করা হবে যেখানে টিএমসি এবং এসপি শক্তিশালী আঞ্চলিক খেলোয়াড়।

আরও পড়ুন:

  1. 22 জানুয়ারি ঘরে ঘরে 'রাম জ্যোতি' জ্বালিয়ে দীপাবলি পালনের ডাক মোদির
  2. অযোধ্যা সফরের মাঝেই হঠাৎ বস্তিতে প্রধানমন্ত্রীর কনভয়, চা চাইলেন মোদি !
  3. ইমরান খানের মনোনয়ন বাতিল, জানাল পাকিস্তানের নির্বাচন কমিশন

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: কংগ্রেসের প্রবীণ নেতারা শনিবার জানিয়ে দিয়েছে, 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য যে কোনও বিরোধী জোটের জন্য কংগ্রেস অপরিহার্য ৷ একই সঙ্গে জোটের পাশাপাশি আসন ভাগাভাগির ক্ষেত্রে দর কষাকষি করার জন্য তার অবস্থানকে জোর দেওয়া উচিত বলেও মনে করেন কংগ্রেস নেতৃত্ব।

মহারাষ্ট্রের দায়িত্বে থাকা এআইসিসি সম্পাদক আশিস দুয়া ইটিভি ভারতকে বলেন, “কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। পরবর্তীতে, জোটের শরিকদের সঙ্গে 2024 সালের জানুয়ারিতে এই ধরনের আলোচনা হবে এবং তা শীঘ্রই শেষ হবে। আসন ভাগাভাগি কখনওই সহজ কাজ নয়। সময় লাগবে। তবে একটা বিষয় স্পষ্ট যে, কংগ্রেস ছাড়া কোনও সরকার গঠন করা যাবে না। আসন ভাগাভাগি আলোচনার সময় এটি অবশ্যই সবার মনে রাখা উচিত ৷”

এাইসিসি'র প্রতিক্রিয়া এমন সময়ে সামনে এসেছে যখন কংগ্রেসের পাঁচ সদস্যের জাতীয় জোট কমিটি পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং বিহার-সহ বেশ কয়েকটি রাজ্যের নেতাদের সঙ্গে আসন ভাগাভাগির সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। জানা গিয়েছে, দলের অভ্যন্তরে আলোচনা শেষ করার পর অশোক গেহলত, ভূপেশ বাঘেল, সলমন খুরশিদ, মুকুল ওয়াসনিক এবং মোহন প্রকাশের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের প্যানেল রাহুল গান্ধি এবং কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে আসন ভাগাভাগি সংক্রান্ত পরিকল্পনার বিষয়ে জানাবেন ৷ তারপরেই জানুয়ারিতে জোটের শরিকদের সঙ্গে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

তিনি কংগ্রেসের অবস্থান জোরদার করার সঙ্গে সঙ্গেই, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের মন্তব্যকেও উড়িয়ে দিয়েছেন ৷ এআইসিসি সম্পাদক আশিস দুয়া বলেন, “আমি মনে করি না যে, আমাদের সেই বিবৃতিতে খুব বেশি জড়ানো উচিত। সঞ্জয় রাউত তাঁর দলের একজন মুখপাত্র এবং তাঁকে তাঁর দলের কর্মীদের জন্য রাজনৈতিক ভঙ্গি তৈরি করতে হবে ৷” এআইসিসি কর্মকর্তা উল্লেখ করেছেন যে, মহারাষ্ট্রে জোট অক্ষত ছিল ৷ তাঁর কথায়, “মহারাষ্ট্রে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। শিবসেনা এবং এনসিপির বিভক্ত গোষ্ঠীগুলিকে বিবেচনায় নেওয়া হলে কার্যকরভাবে রাজ্যে বেশ কয়েকটি দল রয়েছে। কংগ্রেস সকলের মধ্যে শক্তিশালী এবং তাদের অবশ্যই সর্বাধিক সংখ্যক সংসদীয় আসন দিতে হবে। জোট সঙ্গীরাও এটা বোঝে ৷”

মহারাষ্ট্রে 48টি লোকসভা আসন রয়েছে। 2019 সালে, কংগ্রেস এবং এনসিপি জোটে ছিল কিন্তু এখন শিবসেনা ইউবিটি-সহ তিনটি অংশীদার রয়েছে। দুয়া আরও বলেন, “নির্ধারক ফ্যাক্টর হবে একটি নির্দিষ্ট আসনে দলীয় প্রার্থীর বিজয়ী হওয়া। একাধিক দলের কারণে, প্রতিটি লোকসভা আসনের গতিশীলতা পরিবর্তিত হয়েছে ৷” দলের অভ্যন্তরীণ ব্যক্তিদের মতে, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ উভয় ক্ষেত্রেই আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করা হবে যেখানে টিএমসি এবং এসপি শক্তিশালী আঞ্চলিক খেলোয়াড়।

আরও পড়ুন:

  1. 22 জানুয়ারি ঘরে ঘরে 'রাম জ্যোতি' জ্বালিয়ে দীপাবলি পালনের ডাক মোদির
  2. অযোধ্যা সফরের মাঝেই হঠাৎ বস্তিতে প্রধানমন্ত্রীর কনভয়, চা চাইলেন মোদি !
  3. ইমরান খানের মনোনয়ন বাতিল, জানাল পাকিস্তানের নির্বাচন কমিশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.