ETV Bharat / bharat

Chidambaram on Goa Poll : বিজেপিকে ফায়দা দিতে গোয়ায় তৃণমূল-আপ ভোট ভাগ করতে চায়, অভিযোগ কংগ্রেসের - Latest News on AAP

আগামী 14 ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Poll 2022) ৷ সেই ভোটে বিজেপিকে তৃণমূল ও আপ সুবিধা করে দিতে চাইছে বলে অভিযোগ করলেন কংগ্রেসের পি চিদম্বরম (congress leader p chidambaram attacks tmc aap on goa assembly election 2022) ৷ পালটা সমালোচনা তৃণমূল ও আপের ৷

congress leader p chidambaram attacks tmc aap on goa assembly election 2022
Chidambaram on Goa Poll : গোয়ায় ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিতে চায় তৃণমূল-আপ, অভিযোগ কংগ্রেসের
author img

By

Published : Jan 17, 2022, 1:45 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি : গোয়ায় বিজেপিকে সুবিধা করে দিতে ভোটের ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ) ৷ সোমবার এমনই অভিযোগ করেছে কংগ্রেস ৷

ওই রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক বর্ষীয়ান নেতা পি চিদম্বরম ৷ তাঁর দাবি, এবার গোয়ায় মানুষ হয় বিজেপির পক্ষে ভোট দেবেন, না হলে বিজেপির বিপক্ষে ৷ সেই কারণেই তিনি মনে করেন যে, তৃণমূল কংগ্রেস ও আপ বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দেবে (congress leader p chidambaram attacks tmc aap on goa assembly election 2022) ৷

তাই গোয়ার মানুষের কাছে তাঁর আবেদন, গত দশ বছরের বিজেপির অপশাসন থেকে মুক্তি পেতে চাইলে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে ৷ আর সেই ভোট দিতে হবে কংগ্রেসকে ৷

আগামী 14 ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ এবার সেখানে কঠিন লড়াইয়ের মুখোমুখি কংগ্রেস ৷ পাঁচ বছর আগে, 2017 সালে কংগ্রেস বৃহত্তম দল হয়েও সরকার গড়তে পারেনি জোট রাজনীতির প্যাঁচে পড়ে ৷ তখন কংগ্রেসই গোয়ায় বিজেপি বিরোধী প্রধান দল ছিল ৷

এবার ছবিটা একেবারে আলাদা ৷ এবার তৃণমূল জোরদার লড়াই শুরু করেছে সেখানে ৷ এছাড়া অরবিন্দ কেজরিওয়ালের আপও রয়েছে লড়াইয়ে ৷ উভয় দলই বিজেপিকে হারানোর ডাক দিয়েছে ৷ কিন্তু বিরোধীদের মধ্যে কোনও জোট না হওয়ায় বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

সোমবার কার্যত সেই আশঙ্কাই প্রকাশ করেছেন পি চিদম্বরম ৷ এদিকে কয়েকদিন আগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেছিলেন যে গোয়ায় তাঁর দল কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ভোটের ময়দানে নামবে ৷ সেই নিয়ে আলোচনাও শুরু হয়েছে ৷ কিন্তু অন্য দুই দলের তরফে এখনও পর্যন্ত জোট সংক্রান্ত কোনও ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি ৷

বরং গোয়ায় তৃণমূল কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা সাংসদ মহুয়া মৈত্র জোট প্রক্রিয়ার দায় চাপিয়েছেন কংগ্রেসের উপরই ৷ তাঁর কথায়, ‘‘তৃণমূল কংগ্রেস জোটের রাস্তা খোলা রেখেছে ৷ কিন্তু কংগ্রেস তা স্বীকার করতে চাইছে না ৷ তারা রাজার মতো আচরণ করছে ৷’’ একই সঙ্গে গোয়ায় বিজেপিকে হারানোই এই মুহূর্তে প্রধান লক্ষ্য হওয়া উচিত ৷ আর সেটা তৃণমূল একাই করবে বলে কৃষ্ণনগরের সাংসদের দাবি ৷

চিদম্বরমের বিরুদ্ধে পালটা তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের নেতা অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর কটাক্ষ, ভোট ভাগ হওয়া নিয়ে কংগ্রেসের কান্না বন্ধ করা উচিত ৷ গোয়ার মানুষ যেখানে আশা দেখতে পাবেন, সেখানে ভোট দেবেন ৷ বিজেপির জন্য কংগ্রেসই একমাত্র আশা, গোয়াবাসীর জন্য নয় ৷

আরও পড়ুন : Goa Assembly Election 2022 : গোয়ায় মমতার পাল্টা কেজরিওয়ালের, সরকারে এলে মহিলা ও যুবদের ভাতার প্রতিশ্রুতি

15 জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন, এই তথ্য উল্লেখ করে অরবিন্দর কটাক্ষ, কংগ্রেসকে ভোট দিলে, তা বিজেপিরই হয়ে যায় ৷ কংগ্রেস এই বিষয়টি সবসময় নিশ্চিত করে ৷

নয়াদিল্লি, 17 জানুয়ারি : গোয়ায় বিজেপিকে সুবিধা করে দিতে ভোটের ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ) ৷ সোমবার এমনই অভিযোগ করেছে কংগ্রেস ৷

ওই রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক বর্ষীয়ান নেতা পি চিদম্বরম ৷ তাঁর দাবি, এবার গোয়ায় মানুষ হয় বিজেপির পক্ষে ভোট দেবেন, না হলে বিজেপির বিপক্ষে ৷ সেই কারণেই তিনি মনে করেন যে, তৃণমূল কংগ্রেস ও আপ বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দেবে (congress leader p chidambaram attacks tmc aap on goa assembly election 2022) ৷

তাই গোয়ার মানুষের কাছে তাঁর আবেদন, গত দশ বছরের বিজেপির অপশাসন থেকে মুক্তি পেতে চাইলে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে ৷ আর সেই ভোট দিতে হবে কংগ্রেসকে ৷

আগামী 14 ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ এবার সেখানে কঠিন লড়াইয়ের মুখোমুখি কংগ্রেস ৷ পাঁচ বছর আগে, 2017 সালে কংগ্রেস বৃহত্তম দল হয়েও সরকার গড়তে পারেনি জোট রাজনীতির প্যাঁচে পড়ে ৷ তখন কংগ্রেসই গোয়ায় বিজেপি বিরোধী প্রধান দল ছিল ৷

এবার ছবিটা একেবারে আলাদা ৷ এবার তৃণমূল জোরদার লড়াই শুরু করেছে সেখানে ৷ এছাড়া অরবিন্দ কেজরিওয়ালের আপও রয়েছে লড়াইয়ে ৷ উভয় দলই বিজেপিকে হারানোর ডাক দিয়েছে ৷ কিন্তু বিরোধীদের মধ্যে কোনও জোট না হওয়ায় বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

সোমবার কার্যত সেই আশঙ্কাই প্রকাশ করেছেন পি চিদম্বরম ৷ এদিকে কয়েকদিন আগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেছিলেন যে গোয়ায় তাঁর দল কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ভোটের ময়দানে নামবে ৷ সেই নিয়ে আলোচনাও শুরু হয়েছে ৷ কিন্তু অন্য দুই দলের তরফে এখনও পর্যন্ত জোট সংক্রান্ত কোনও ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি ৷

বরং গোয়ায় তৃণমূল কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা সাংসদ মহুয়া মৈত্র জোট প্রক্রিয়ার দায় চাপিয়েছেন কংগ্রেসের উপরই ৷ তাঁর কথায়, ‘‘তৃণমূল কংগ্রেস জোটের রাস্তা খোলা রেখেছে ৷ কিন্তু কংগ্রেস তা স্বীকার করতে চাইছে না ৷ তারা রাজার মতো আচরণ করছে ৷’’ একই সঙ্গে গোয়ায় বিজেপিকে হারানোই এই মুহূর্তে প্রধান লক্ষ্য হওয়া উচিত ৷ আর সেটা তৃণমূল একাই করবে বলে কৃষ্ণনগরের সাংসদের দাবি ৷

চিদম্বরমের বিরুদ্ধে পালটা তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের নেতা অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর কটাক্ষ, ভোট ভাগ হওয়া নিয়ে কংগ্রেসের কান্না বন্ধ করা উচিত ৷ গোয়ার মানুষ যেখানে আশা দেখতে পাবেন, সেখানে ভোট দেবেন ৷ বিজেপির জন্য কংগ্রেসই একমাত্র আশা, গোয়াবাসীর জন্য নয় ৷

আরও পড়ুন : Goa Assembly Election 2022 : গোয়ায় মমতার পাল্টা কেজরিওয়ালের, সরকারে এলে মহিলা ও যুবদের ভাতার প্রতিশ্রুতি

15 জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন, এই তথ্য উল্লেখ করে অরবিন্দর কটাক্ষ, কংগ্রেসকে ভোট দিলে, তা বিজেপিরই হয়ে যায় ৷ কংগ্রেস এই বিষয়টি সবসময় নিশ্চিত করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.