ETV Bharat / bharat

Key G23 members meet Azad : আজাদের সঙ্গে বৈঠক কংগ্রেসের জি 23-র তিন নেতার, জল্পনা তুঙ্গে - জম্মু ও কাশ্মীর

সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ মঙ্গলবার আজাদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের (Congress) তিন শীর্ষ নেতা ৷ কেন তাঁরা আজাদের সঙ্গে সাক্ষাৎ করলেন, এই নিয়ে উঠছে প্রশ্ন ৷

Congress Key G23 members meet Ghulam Nabi Azad
Key G23 members meet Azad : আজাদের সঙ্গে বৈঠক কংগ্রেসের জি 23-র তিন নেতার, জল্পনা তুঙ্গে
author img

By

Published : Aug 31, 2022, 2:48 PM IST

নয়াদিল্লি, 31 অগস্ট : দিন কয়েক আগে রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেসের (Congress) সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ তার পর তাঁর সঙ্গে দেখা করেছেন দলের তিন শীর্ষ নেতা ৷ এই তিন নেতা হলেন আনন্দ শর্মা, পৃথ্বিরাজ চৌহান ও ভূপিন্দর সিং হুডা ৷

এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে ৷ প্রশ্ন উঠেছে, কংগ্রেসের অন্দরে কি নতুন কোনও ভাঙন আসন্ন ? কারণ, যে 23 জন নেতা সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) চিঠি লিখে কংগ্রেসের ডামাডোল বন্ধ করার দাবি তুলেছিলেন, সেই 23 জনের মধ্যে এই নেতাও সামিল ছিলেন ৷

এই 23 জন নেতাকে কংগ্রেসের জি-23 বলা হচ্ছে ৷ এঁদের মধ্যে ছিলেন গুলাম নবি আজাদও ৷ তাই আনন্দ শর্মা, পৃথ্বিরাজ চৌহান ও ভূপিন্দর সিং হুডা মঙ্গলবার কেন আজাদের সঙ্গে বৈঠক করলেন, আপাতত তা নিয়ে চলছে রাজনৈতিক আলোচনা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, জি-23 এর অনেক নেতাই কংগ্রেস ছেড়েছেন ৷ তাঁদের কেউ বিজেপিতে (BJP) গিয়েছেন ৷ কেউ আপাতত সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন ৷ তালিকায় সর্বশেষ সংযোজন গুলাম নবি আজাদ ৷ গত 26 অগস্ট সোনিয়া গান্ধিকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান ৷

পরে তিনি নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন ৷ সেই ঘোষণার পর জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অনেক নেতা কংগ্রেস ছেড়েছেন ৷ ফলে এই নেতাও কি আজাদের দলে সামিল হতে চলেছেন, উঠছে প্রশ্ন ৷ যদিও এটা নেহাতই সৌজন্যমূলক সাক্ষাৎ বলে ইটিভি ভারতের কাছে দাবি করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান ৷

তবে তিনি রাহুল গান্ধিকে নিয়ে আজাদের বক্তব্য সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি ৷ শুধু জানিয়েছেন যে আজাদের দলত্যাগে তাঁরা ব্যথিত ৷ একই সঙ্গে কংগ্রেসের সভাপতি নির্বাচন ও অন্য সাংগঠনিক ভোটকে তিনি স্বাগত জানিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘2020 সালে আমরা এটাই তো চেয়েছিলাম ৷’’ তবে দলের রাশ গান্ধির হাতে থাকা উচিত, নাকি বাইরের কাউকে সভাপতি হওয়ার সুযোগ দেওয়া উচিত, এই নিয়ে চৌহান মন্তব্য থেকে নিজেকে বিরত রেখেছেন ৷

আরও পড়ুন : রাহুলের শিশুসুলভ আচরণেই কংগ্রেসের দুর্দশা, সোনিয়াকে দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ আজাদের

নয়াদিল্লি, 31 অগস্ট : দিন কয়েক আগে রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেসের (Congress) সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ তার পর তাঁর সঙ্গে দেখা করেছেন দলের তিন শীর্ষ নেতা ৷ এই তিন নেতা হলেন আনন্দ শর্মা, পৃথ্বিরাজ চৌহান ও ভূপিন্দর সিং হুডা ৷

এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে ৷ প্রশ্ন উঠেছে, কংগ্রেসের অন্দরে কি নতুন কোনও ভাঙন আসন্ন ? কারণ, যে 23 জন নেতা সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) চিঠি লিখে কংগ্রেসের ডামাডোল বন্ধ করার দাবি তুলেছিলেন, সেই 23 জনের মধ্যে এই নেতাও সামিল ছিলেন ৷

এই 23 জন নেতাকে কংগ্রেসের জি-23 বলা হচ্ছে ৷ এঁদের মধ্যে ছিলেন গুলাম নবি আজাদও ৷ তাই আনন্দ শর্মা, পৃথ্বিরাজ চৌহান ও ভূপিন্দর সিং হুডা মঙ্গলবার কেন আজাদের সঙ্গে বৈঠক করলেন, আপাতত তা নিয়ে চলছে রাজনৈতিক আলোচনা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, জি-23 এর অনেক নেতাই কংগ্রেস ছেড়েছেন ৷ তাঁদের কেউ বিজেপিতে (BJP) গিয়েছেন ৷ কেউ আপাতত সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন ৷ তালিকায় সর্বশেষ সংযোজন গুলাম নবি আজাদ ৷ গত 26 অগস্ট সোনিয়া গান্ধিকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান ৷

পরে তিনি নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন ৷ সেই ঘোষণার পর জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অনেক নেতা কংগ্রেস ছেড়েছেন ৷ ফলে এই নেতাও কি আজাদের দলে সামিল হতে চলেছেন, উঠছে প্রশ্ন ৷ যদিও এটা নেহাতই সৌজন্যমূলক সাক্ষাৎ বলে ইটিভি ভারতের কাছে দাবি করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান ৷

তবে তিনি রাহুল গান্ধিকে নিয়ে আজাদের বক্তব্য সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি ৷ শুধু জানিয়েছেন যে আজাদের দলত্যাগে তাঁরা ব্যথিত ৷ একই সঙ্গে কংগ্রেসের সভাপতি নির্বাচন ও অন্য সাংগঠনিক ভোটকে তিনি স্বাগত জানিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘2020 সালে আমরা এটাই তো চেয়েছিলাম ৷’’ তবে দলের রাশ গান্ধির হাতে থাকা উচিত, নাকি বাইরের কাউকে সভাপতি হওয়ার সুযোগ দেওয়া উচিত, এই নিয়ে চৌহান মন্তব্য থেকে নিজেকে বিরত রেখেছেন ৷

আরও পড়ুন : রাহুলের শিশুসুলভ আচরণেই কংগ্রেসের দুর্দশা, সোনিয়াকে দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ আজাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.