ETV Bharat / bharat

BJP Hatching Plot to Kill Kharge: মল্লিকার্জুন খাড়গে ও তাঁর পরিবারকে হত্যার ছক কষছে বিজেপি, দাবি কংগ্রেসের - Mallikarjun Kharge Latest News

10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ প্রচার তুঙ্গে কংগ্রেস ও বিজেপি- দুই শিবিরের ৷ এর মধ্যে খাড়গে ও তাঁর পরিবারের সদস্যদের খুনের পরিকল্পনা করছে বিজেপি ৷ এমনই দাবি করল কংগ্রেস ৷

Mallikarjun Kharge
মল্লিকার্জুন খাড়গে
author img

By

Published : May 6, 2023, 12:28 PM IST

বেঙ্গালুরু, 6 মে: বিধানসভা নির্বাচনের আগে চাঞ্চল্যকর দাবি করল কংগ্রেস ! তাদের দাবি, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে হত্যার ছক কষছে বিজেপি ৷ আগামী 10 মে রাজ্যে নির্বাচন ৷ তার আগে আজ শনিবার বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মহাসচিব তথা কর্ণাটক বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকা নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এই দাবি করেন ৷

তিনি সাংবাদিকদের জানান, একটি ঘৃণ্য, ক্ষতিকর পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তাঁর পরিবারকে খুন করার ছক কষছে গেরুয়া শিবির ৷ এই বৈঠকে সাংবাদিকদের একটি অডিয়ো ক্লিপ শোনানো হয় ৷ কংগ্রেস দাবি করে, সেটি আসন্ন নির্বাচনে চিত্তাপুরের বিজেপি প্রার্থী মনিকণ্ঠ রাঠোড়ের ৷ তাতে প্রার্থী খাড়গের সম্পর্কে কথা বলতে গিয়ে কুৎসিত ভাষা ব্যবহার করেছেন ৷ পাশাপাশি কংগ্রেস সভাপতি ও তাঁর পরিবারের সদস্যদের খুন করা নিয়েও আলোচনা করেছেন।

  • Intimidated by the all-round blessing of Kannadigas being showered on the Congress Party and facing a complete rout in the ensuing assembly elections, the BJP and its leadership are now resorting to hatching a “murder plot” to kill AICC President Shri Mallikarjun Kharge, his wife… pic.twitter.com/adiSeWEx9h

    — Congress (@INCIndia) May 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুরজেওয়ালা বলেন, "চিত্তাপুরের বিজেপি প্রার্থীর এই রেকর্ডিং থেকে পরিষ্কার মল্লিকার্জুন খাড়গে এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করা হয়েছে ৷ এই মনিকণ্ঠ রাঠোড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের চোখের মণি ৷" প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস নেতার অভিযোগ, তিনি এই সবকিছু জেনেও চুপ করে থাকবেন ৷ পাশাপাশি কর্ণাটক পুলিশ ও নির্বাচন কমিশনও এ নিয়ে কোনও কথা বলবে না ৷ তবে মানুষ চুপ করে না থেকে নির্বাচনে জবাব দেবেই বলে আশা সুরজেওয়ালার ।

এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আরেক কংগ্রেস নেতা পবন খেরা ৷ তিনিও জানান, কর্ণাটকের মাটির সন্তান মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁকে হত্যার ছক কষে বিজেপি কন্নড়দের প্রতি তাদের বিদ্বেষ সবার সামনে তুলে ধরেছে ৷ অশীতিপর কংগ্রেস নেতাকে হত্যা করার ছক আরও জমে উঠছে৷ আর তাই প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা চুপ করে আছেন ৷

প্রসঙ্গত, 2022 সালের 13 নভেম্বর মণিকণ্ঠ রাঠোরকে গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে খাড়গে পুত্র প্রিয়াঙ্ক খাড়গেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ পরে তিনি জামিনে ছাড়া পান ৷ সে সময় তিনি খোলাখুলি প্রিয়াঙ্ক খাড়গেকে গুলি করে মেরে ফেলার কথা জানিয়েছিলেন ৷ এই নির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্ক খাড়গে চিত্তাপুর থেকেই রাঠোরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

আরও পড়ুন: বেঙ্গালুরুতে মোদির প্রচার কর্মসূচির বিরুদ্ধে হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলার আবেদন

বেঙ্গালুরু, 6 মে: বিধানসভা নির্বাচনের আগে চাঞ্চল্যকর দাবি করল কংগ্রেস ! তাদের দাবি, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে হত্যার ছক কষছে বিজেপি ৷ আগামী 10 মে রাজ্যে নির্বাচন ৷ তার আগে আজ শনিবার বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মহাসচিব তথা কর্ণাটক বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকা নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এই দাবি করেন ৷

তিনি সাংবাদিকদের জানান, একটি ঘৃণ্য, ক্ষতিকর পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তাঁর পরিবারকে খুন করার ছক কষছে গেরুয়া শিবির ৷ এই বৈঠকে সাংবাদিকদের একটি অডিয়ো ক্লিপ শোনানো হয় ৷ কংগ্রেস দাবি করে, সেটি আসন্ন নির্বাচনে চিত্তাপুরের বিজেপি প্রার্থী মনিকণ্ঠ রাঠোড়ের ৷ তাতে প্রার্থী খাড়গের সম্পর্কে কথা বলতে গিয়ে কুৎসিত ভাষা ব্যবহার করেছেন ৷ পাশাপাশি কংগ্রেস সভাপতি ও তাঁর পরিবারের সদস্যদের খুন করা নিয়েও আলোচনা করেছেন।

  • Intimidated by the all-round blessing of Kannadigas being showered on the Congress Party and facing a complete rout in the ensuing assembly elections, the BJP and its leadership are now resorting to hatching a “murder plot” to kill AICC President Shri Mallikarjun Kharge, his wife… pic.twitter.com/adiSeWEx9h

    — Congress (@INCIndia) May 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুরজেওয়ালা বলেন, "চিত্তাপুরের বিজেপি প্রার্থীর এই রেকর্ডিং থেকে পরিষ্কার মল্লিকার্জুন খাড়গে এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করা হয়েছে ৷ এই মনিকণ্ঠ রাঠোড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের চোখের মণি ৷" প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস নেতার অভিযোগ, তিনি এই সবকিছু জেনেও চুপ করে থাকবেন ৷ পাশাপাশি কর্ণাটক পুলিশ ও নির্বাচন কমিশনও এ নিয়ে কোনও কথা বলবে না ৷ তবে মানুষ চুপ করে না থেকে নির্বাচনে জবাব দেবেই বলে আশা সুরজেওয়ালার ।

এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আরেক কংগ্রেস নেতা পবন খেরা ৷ তিনিও জানান, কর্ণাটকের মাটির সন্তান মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁকে হত্যার ছক কষে বিজেপি কন্নড়দের প্রতি তাদের বিদ্বেষ সবার সামনে তুলে ধরেছে ৷ অশীতিপর কংগ্রেস নেতাকে হত্যা করার ছক আরও জমে উঠছে৷ আর তাই প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা চুপ করে আছেন ৷

প্রসঙ্গত, 2022 সালের 13 নভেম্বর মণিকণ্ঠ রাঠোরকে গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে খাড়গে পুত্র প্রিয়াঙ্ক খাড়গেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ পরে তিনি জামিনে ছাড়া পান ৷ সে সময় তিনি খোলাখুলি প্রিয়াঙ্ক খাড়গেকে গুলি করে মেরে ফেলার কথা জানিয়েছিলেন ৷ এই নির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্ক খাড়গে চিত্তাপুর থেকেই রাঠোরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

আরও পড়ুন: বেঙ্গালুরুতে মোদির প্রচার কর্মসূচির বিরুদ্ধে হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলার আবেদন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.