নয়াদিল্লি, 1 এপ্রিল : নতুন অর্থবর্ষের প্রথম দিনে দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ৷ আজ 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 250 টাকা দাম বেড়ে হল 2 হাজার 253 টাকা ৷ বিগত দু'মাসে সিলিন্ডারের দাম বেড়েছে 346 টাকা ৷ এর আগে 1 মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 105 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল 2 হাজার 12 টাকা (Commercial LPG Gas Price Hike by Rupees 250 on 1 April) ৷
আজ, 1 এপ্রিল থেকে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হল 2 হাজার 351 টাকা, মুম্বইয়ে 2 হাজার 205 টাকা, চেন্নাইতে 2 হাজার 406 টাকা ৷ এই ধরনের সিলিন্ডার সাধারণত রেস্তোরাঁ, চায়ের দোকান, খাবার দোকানে ব্যবহৃত হয় ৷ এমনিতে গতকাল, 31 মার্চ পর্যন্ত 10 দিনে 9 বার পেট্রল আর ডিজ়েলের দাম বেড়েছে মোট 6.40 টাকা ৷ নভেম্বরের শুরু থেকে দেশে জ্বালানির দাম বাড়ানো বন্ধ রেখেছিল মোদি সরকার ৷ 10 মার্চ পাঁচটি বিধানসভা নির্বাচন মিটতেই ফের পেট্রল, ডিজ়েল-সহ রান্নার গ্যাসেরও দাম বেড়ে চলেছে ৷
আরও পড়ুন : LPG gas cylinder price hike: উজ্জ্বলা যোজনার গ্যাস এখন আবর্জনা, মহার্ঘ সিলিন্ডার ফেলে ভরসা উনুনই
-
19 kg commercial cooking gas LPG price hiked by Rs 250 per cylinder. It will now cost Rs 2253 effective from today. No increase in the prices of domestic gas cylinders. pic.twitter.com/h8acfRh6mn
— ANI (@ANI) April 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">19 kg commercial cooking gas LPG price hiked by Rs 250 per cylinder. It will now cost Rs 2253 effective from today. No increase in the prices of domestic gas cylinders. pic.twitter.com/h8acfRh6mn
— ANI (@ANI) April 1, 202219 kg commercial cooking gas LPG price hiked by Rs 250 per cylinder. It will now cost Rs 2253 effective from today. No increase in the prices of domestic gas cylinders. pic.twitter.com/h8acfRh6mn
— ANI (@ANI) April 1, 2022
22 মার্চ রান্নার গ্যাসের দাম (LPG gas cylinder price hike) বাড়ে ৷ সিলিন্ডারপিছু 50টাকা বৃদ্ধি পাওয়ায় এলপিজি সিলিন্ডারের নয়া দাম হয় 976 টাকা । 6 অক্টোবর, 2021-এর পর থেকে রান্নার গ্যাসের দাম বাড়েনি ৷ এখন দিল্লিতে রান্নার এলপিজি সিলিন্ডারের (Domestic LPG Cylinders) দাম 949.50 টাকা, কলকাতায় 976 টাকা, চেন্নাইতে 965.50 টাকা ৷ এদিকে 2022-23 অর্থবর্ষের প্রথম দিনেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৷