ETV Bharat / bharat

LPG Price Hike : নতুন অর্থবর্ষের প্রথম দিনেই একলাফে 250 টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম - বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল

আজ 1 এপ্রিল ৷ মাসের প্রথম দিনে বাণিজ্যিক এলপিজি রান্নার গ্যাসের দাম বাড়ল (Commercial LPG Gas Price Hike) ৷

Commercial Cooking LPG Gas Price
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
author img

By

Published : Apr 1, 2022, 9:44 AM IST

Updated : Apr 1, 2022, 1:05 PM IST

নয়াদিল্লি, 1 এপ্রিল : নতুন অর্থবর্ষের প্রথম দিনে দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ৷ আজ 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 250 টাকা দাম বেড়ে হল 2 হাজার 253 টাকা ৷ বিগত দু'মাসে সিলিন্ডারের দাম বেড়েছে 346 টাকা ৷ এর আগে 1 মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 105 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল 2 হাজার 12 টাকা (Commercial LPG Gas Price Hike by Rupees 250 on 1 April) ৷

আজ, 1 এপ্রিল থেকে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হল 2 হাজার 351 টাকা, মুম্বইয়ে 2 হাজার 205 টাকা, চেন্নাইতে 2 হাজার 406 টাকা ৷ এই ধরনের সিলিন্ডার সাধারণত রেস্তোরাঁ, চায়ের দোকান, খাবার দোকানে ব্যবহৃত হয় ৷ এমনিতে গতকাল, 31 মার্চ পর্যন্ত 10 দিনে 9 বার পেট্রল আর ডিজ়েলের দাম বেড়েছে মোট 6.40 টাকা ৷ নভেম্বরের শুরু থেকে দেশে জ্বালানির দাম বাড়ানো বন্ধ রেখেছিল মোদি সরকার ৷ 10 মার্চ পাঁচটি বিধানসভা নির্বাচন মিটতেই ফের পেট্রল, ডিজ়েল-সহ রান্নার গ্যাসেরও দাম বেড়ে চলেছে ৷

আরও পড়ুন : LPG gas cylinder price hike: উজ্জ্বলা যোজনার গ্যাস এখন আবর্জনা, মহার্ঘ সিলিন্ডার ফেলে ভরসা উনুনই

22 মার্চ রান্নার গ্যাসের দাম (LPG gas cylinder price hike) বাড়ে ৷ সিলিন্ডারপিছু 50টাকা বৃদ্ধি পাওয়ায় এলপিজি সিলিন্ডারের নয়া দাম হয় 976 টাকা । 6 অক্টোবর, 2021-এর পর থেকে রান্নার গ্যাসের দাম বাড়েনি ৷ এখন দিল্লিতে রান্নার এলপিজি সিলিন্ডারের (Domestic LPG Cylinders) দাম 949.50 টাকা, কলকাতায় 976 টাকা, চেন্নাইতে 965.50 টাকা ৷ এদিকে 2022-23 অর্থবর্ষের প্রথম দিনেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৷

নয়াদিল্লি, 1 এপ্রিল : নতুন অর্থবর্ষের প্রথম দিনে দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ৷ আজ 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 250 টাকা দাম বেড়ে হল 2 হাজার 253 টাকা ৷ বিগত দু'মাসে সিলিন্ডারের দাম বেড়েছে 346 টাকা ৷ এর আগে 1 মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 105 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল 2 হাজার 12 টাকা (Commercial LPG Gas Price Hike by Rupees 250 on 1 April) ৷

আজ, 1 এপ্রিল থেকে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হল 2 হাজার 351 টাকা, মুম্বইয়ে 2 হাজার 205 টাকা, চেন্নাইতে 2 হাজার 406 টাকা ৷ এই ধরনের সিলিন্ডার সাধারণত রেস্তোরাঁ, চায়ের দোকান, খাবার দোকানে ব্যবহৃত হয় ৷ এমনিতে গতকাল, 31 মার্চ পর্যন্ত 10 দিনে 9 বার পেট্রল আর ডিজ়েলের দাম বেড়েছে মোট 6.40 টাকা ৷ নভেম্বরের শুরু থেকে দেশে জ্বালানির দাম বাড়ানো বন্ধ রেখেছিল মোদি সরকার ৷ 10 মার্চ পাঁচটি বিধানসভা নির্বাচন মিটতেই ফের পেট্রল, ডিজ়েল-সহ রান্নার গ্যাসেরও দাম বেড়ে চলেছে ৷

আরও পড়ুন : LPG gas cylinder price hike: উজ্জ্বলা যোজনার গ্যাস এখন আবর্জনা, মহার্ঘ সিলিন্ডার ফেলে ভরসা উনুনই

22 মার্চ রান্নার গ্যাসের দাম (LPG gas cylinder price hike) বাড়ে ৷ সিলিন্ডারপিছু 50টাকা বৃদ্ধি পাওয়ায় এলপিজি সিলিন্ডারের নয়া দাম হয় 976 টাকা । 6 অক্টোবর, 2021-এর পর থেকে রান্নার গ্যাসের দাম বাড়েনি ৷ এখন দিল্লিতে রান্নার এলপিজি সিলিন্ডারের (Domestic LPG Cylinders) দাম 949.50 টাকা, কলকাতায় 976 টাকা, চেন্নাইতে 965.50 টাকা ৷ এদিকে 2022-23 অর্থবর্ষের প্রথম দিনেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৷

Last Updated : Apr 1, 2022, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.