নয়াদিল্লি, 2 এপ্রিল : সিবিআই একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং দেশের প্রধান বিচারপতি ৷ শুক্রবার সিবিআইয়ের প্রতিষ্ঠা দিবসে 19তম ডিপি কোহলি মেমোরিয়াল লেকচারের বিষয় ছিল 'গণতন্ত্র: তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা এবং দায়িত্ব' ৷ সেখানেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমালোচনা করেন (CJI Ramana criticizes CBI Role and Responsibility) ৷
এই বিষয়ে বলতে গিয়ে দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা জানান, সময়ের সঙ্গে সঙ্গে সিবিআইয়ের কাজকর্মের ধরন বদলেছে ৷ কয়েকটি মামলায় তাদের সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এই তদন্তকারী সংস্থায় একই ছাদের তলায় নানা ধরনের তদন্ত হয় ৷ কিন্তু জনসাধারণ এখন এই সিবিআইকে গভীর ভাবে যাচাই করে ৷
তিনি দেশে পুলিশের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন ৷ তিনি বলেন, "একাধিক মামলায় পুলিশ সাফল্য পেয়েছে ৷ বহু নিরাপত্তাকর্মী আত্মত্যাগ জড়িয়ে আছে ৷ তাও এটা অদ্ভুত যে, মানুষ খুব খারাপ সময়েও পুলিশের কাছে যেতে ইতস্তত করে ৷"
আরও পড়ুন : CJI NV Ramana : বিরোধ নিষ্পত্তির জন্য আদালত শেষ ধাপ হওয়া উচিত, বলছেন দেশের প্রধান বিচারপতি
দুর্নীতির অভিযোগে পুলিশের ভাবমূর্তিটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে বলে আক্ষেপ করেন প্রধান বিচারপতি ৷ এই প্রসঙ্গে তিনি বর্তমান সরকার ও সিবিআইয়ের মধ্যে সমঝোতার দিকটিও উল্লেখ করেন ৷ রামানা বলেন, "শাসকদলে বদল আসার পর প্রায়শই পুলিশ আধিকারিকরা আমাদের কাছে নালিশ করেন যে, তাঁদের হেনস্থা করা হয়েছে ৷ যদি আপনারা আপনাদের প্রিয় ক্ষমতার কাছে আত্মসমর্পণের চেষ্টা করেন, তাহলে তার ফল ভুগতে হবে ৷"
এখন সমাজের ভরসা ফিরিয়ে আনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ এর প্রথম ধাপ রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, মত দেশের প্রধান বিচারপতির ৷ তিনি বলেন, "অন্য প্রতিষ্ঠানগুলি যতই অসহযোগী হোক না কেন, আপনারা যদি নিজের নৈতিকতার প্রতি দায়বদ্ধ থাকেন, তাহলে আপনাদের রাস্তা কেউ রুখে দিতে পারবে না ৷"