ETV Bharat / bharat

Civil Aviation Extension Circular : আন্তর্জাতিক যাত্রীবাহী ও বাণিজ্যিক বিমান পরিষেবা স্থগিত 28 ফেব্রুয়ারি পর্যন্ত - Travel and Visa Restrictions Covid 19

গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক করতে চেয়েছিল কেন্দ্র সরকার ৷ কিন্তু করোনা সংক্রমণ আর ওমিক্রনের জন্য তা সাময়িক বন্ধ রাখা হয় ৷ আজ তার মেয়াদ বাড়ল (Civil Aviation Extension Circular) ৷

Civil Aviation Ministry
অসামরিক বিমান মন্ত্রক
author img

By

Published : Jan 19, 2022, 1:06 PM IST

Updated : Jan 19, 2022, 2:32 PM IST

নয়াদিল্লি, 19 জানুয়ারি : এখনি স্বাভাবিক হচ্ছে না বিমান পরিষেবা ৷ 31 জানুয়ারির পরও স্থগিত থাকছে নিষেধাজ্ঞা ৷ বুধবার ফের এক বিজ্ঞপ্তি জারি করে মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র ৷ অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে 28 ফেব্রুয়ারি, 2022 পর্যন্ত ভারতে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে কড়াকড়ি বহাল থাকবে (Civil Aviation extention of scheduled international commercial passenger services) ৷

এর আগে 15 ডিসেম্বর থেকে ভারতে আসা এবং ভারত থেকে অন্য দেশে বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভেবেছিল কেন্দ্র ৷ কিন্তু সেই সময় দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবং নতুন করোনা ভ্য়ারিয়্যান্ট ওমিক্রনের জন্য তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ডিজিসিএ (Directorate General of Civil Aviation, DGCA) ৷ 1 ডিসেম্বর কেন্দ্র একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে 31 জানুয়ারি 2022 পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে ৷

বিমান পরিষেবা নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি
বিমান পরিষেবা নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি

আরও পড়ুন : Resumption of International Flights : ওমিক্রন গেরো, ফের স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর পরিকল্পনা

আজ সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়াল ডিজিসিএ ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 28 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে আসা এবং ভারত থেকে অন্য দেশে যাওয়া আন্তর্জাতিক বাণিজ্যিক এবং যাত্রীবাহী বিমানগুলির ক্ষেত্রে স্থগিতাদেশ বহাল রইল ৷ তবে ডিজিসিএ অনুমোদিত বিমান এবং আন্তর্জাতিক কার্গো বিমানে ছাড় দেওয়া হয়েছে ৷ পাশাপাশি এয়ার বাবল ব্যবস্থা রয়েছে, এমন বিমান চলাচলে কোনও বাধা থাকছে না ৷

নয়াদিল্লি, 19 জানুয়ারি : এখনি স্বাভাবিক হচ্ছে না বিমান পরিষেবা ৷ 31 জানুয়ারির পরও স্থগিত থাকছে নিষেধাজ্ঞা ৷ বুধবার ফের এক বিজ্ঞপ্তি জারি করে মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র ৷ অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে 28 ফেব্রুয়ারি, 2022 পর্যন্ত ভারতে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে কড়াকড়ি বহাল থাকবে (Civil Aviation extention of scheduled international commercial passenger services) ৷

এর আগে 15 ডিসেম্বর থেকে ভারতে আসা এবং ভারত থেকে অন্য দেশে বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভেবেছিল কেন্দ্র ৷ কিন্তু সেই সময় দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবং নতুন করোনা ভ্য়ারিয়্যান্ট ওমিক্রনের জন্য তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ডিজিসিএ (Directorate General of Civil Aviation, DGCA) ৷ 1 ডিসেম্বর কেন্দ্র একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে 31 জানুয়ারি 2022 পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে ৷

বিমান পরিষেবা নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি
বিমান পরিষেবা নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি

আরও পড়ুন : Resumption of International Flights : ওমিক্রন গেরো, ফের স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর পরিকল্পনা

আজ সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়াল ডিজিসিএ ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 28 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে আসা এবং ভারত থেকে অন্য দেশে যাওয়া আন্তর্জাতিক বাণিজ্যিক এবং যাত্রীবাহী বিমানগুলির ক্ষেত্রে স্থগিতাদেশ বহাল রইল ৷ তবে ডিজিসিএ অনুমোদিত বিমান এবং আন্তর্জাতিক কার্গো বিমানে ছাড় দেওয়া হয়েছে ৷ পাশাপাশি এয়ার বাবল ব্যবস্থা রয়েছে, এমন বিমান চলাচলে কোনও বাধা থাকছে না ৷

Last Updated : Jan 19, 2022, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.