ETV Bharat / bharat

CoWIN Registration for 15 to 18 Years : 1 জানুয়ারি থেকেই কোউইনে নাম নথিভুক্ত 15 থেকে 18 বছর বয়সীদের

আগামী 3 জানুয়ারি থেকেই করোনার টিকা পাবে 15 থেকে 18 বছর বয়সিরা ৷ তার জন্য আগামী 1 জানুয়ারি থেকে কোউইন অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবে তারা (CoWIN Registration for 15 to 18 Year) ৷ এই প্রক্রিয়ায় পরিচয়পত্র হিসাবে স্কুলের আইডি কার্ডও ব্যবহার করা যাবে ৷ সোমবার কোউইনের পক্ষ থেকে একথা জানিয়েছেন এই ব্যবস্থাপনার প্রধান ড. আর এস শর্মা (CoWIN platform Chief Dr R S Sharma) ৷

children from 15 to 18 years age group can register on cowin app from january 1
CoWIN Registration for 15-18 Years : 1 জানুয়ারি থেকেই কোউইনে নাম নথিভুক্ত করতে পারবে 15-18 বছর বয়সীরা
author img

By

Published : Dec 27, 2021, 1:13 PM IST

Updated : Dec 27, 2021, 2:00 PM IST

নয়াদিল্লি, 27 ডিসেম্বর : 1 জানুয়ারি থেকেই কোউইন অ্যাপের (CoWIN app) মাধ্যমে কোভিড টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারবে 15 থেকে 18 বছর বয়সী কিশোর-কিশোরীরা (COVID Vaccination Registration) ৷ সোমবার কোউইনের পক্ষ থেকে একথা জানিয়েছেন এই ব্যবস্থাপনার প্রধান ড. আর এস শর্মা (CoWIN platform Chief Dr R S Sharma) ৷ তিনি জানিয়েছেন, এই প্রক্রিয়ায় (CoWIN Registration for 15 to 18 Year) যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে ছাত্রছাত্রীদের স্কুলের পরিচয়পত্রকেও স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ কারণ, নাবালকদের সকলেরই যে আধার কার্ড বা অন্য কোনও পরিচয়পত্র থাকবে, এমনটা নাও হতে পারে ৷ সেক্ষেত্রে স্কুলের পরিচয়পত্র দিয়েও কোউইনে নাম নথিভুক্ত করতে পারবে তারা ৷

আরও পড়ুন : Vaccination Updates in India : 15-18 বয়সিদের জন্য শুরুতে কেবল কোভ্যাক্সিন

প্রাপ্তবয়স্কদের জন্য আগেই করোনার টিকাকরণ শুরু হয়ে গিয়েছে ৷ কারও কারও টিকার দু’টি ডোজই নেওয়া হয়ে গিয়েছে ৷ বাদ ছিল 18 বছরের কম বয়সিরা ৷ ওমিক্রন আতঙ্কের মধ্যেই এবার তাদের জন্যও শুরু হতে চলেছে টিকাকরণ প্রক্রিয়া ৷ তবে প্রাথমিকভাবে শুধুমাত্র 15 থেকে 18 বছর বয়সিরাই টিকা পাবে ৷ সোমবার এই প্রসঙ্গে ড. আর এস শর্মা জানান, কোউইন অ্য়াপে নাম নথিভুক্ত করার জন্য এতদিন মোট ন’ধরনের পরিচয়পত্র বয়স ও পরিচয়ের প্রমাণপত্র হিসাবে গ্রাহ্য করা হত ৷ কিশোরদের জন্য সেই তালিকায় তাদের স্কুলের পরিচয়পত্রকেও যুক্ত করা হয়েছে ৷

আরও পড়ুন : Corona Update in India: দৈনিক সংক্রমণ 6 হাজারের ঘরে, ওমিক্রনে আক্রান্ত বেড়ে 578

দু’দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ঘোষণা করেছিলেন, আগামী 3 জানুয়ারি থেকেই 15 থেকে 18 বছর বয়সীরা করোনার টিকা পাবে ৷ এছাড়া, স্বাস্থ্যকর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বাড়তি সুরক্ষা হিসাবে 10 জানুয়ারি থেকেই বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু করা হবে ৷ একইসঙ্গে ষাটোর্ধ্বদেরও দেওয়া হবে এই বুস্টার ডোজ ৷ ওমিক্রনের (Omicron Variant) সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সূত্রের ৷ প্রাথমিকভাবে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিনই (Covaxin) টিকা হিসাবে পাবে 15 থেকে 18 বছর বয়সিরা ৷ সব মিলিয়ে গোটা দেশে যাদের সংখ্য়া সাত থেকে আট কোটির মতো ৷

নয়াদিল্লি, 27 ডিসেম্বর : 1 জানুয়ারি থেকেই কোউইন অ্যাপের (CoWIN app) মাধ্যমে কোভিড টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারবে 15 থেকে 18 বছর বয়সী কিশোর-কিশোরীরা (COVID Vaccination Registration) ৷ সোমবার কোউইনের পক্ষ থেকে একথা জানিয়েছেন এই ব্যবস্থাপনার প্রধান ড. আর এস শর্মা (CoWIN platform Chief Dr R S Sharma) ৷ তিনি জানিয়েছেন, এই প্রক্রিয়ায় (CoWIN Registration for 15 to 18 Year) যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে ছাত্রছাত্রীদের স্কুলের পরিচয়পত্রকেও স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ কারণ, নাবালকদের সকলেরই যে আধার কার্ড বা অন্য কোনও পরিচয়পত্র থাকবে, এমনটা নাও হতে পারে ৷ সেক্ষেত্রে স্কুলের পরিচয়পত্র দিয়েও কোউইনে নাম নথিভুক্ত করতে পারবে তারা ৷

আরও পড়ুন : Vaccination Updates in India : 15-18 বয়সিদের জন্য শুরুতে কেবল কোভ্যাক্সিন

প্রাপ্তবয়স্কদের জন্য আগেই করোনার টিকাকরণ শুরু হয়ে গিয়েছে ৷ কারও কারও টিকার দু’টি ডোজই নেওয়া হয়ে গিয়েছে ৷ বাদ ছিল 18 বছরের কম বয়সিরা ৷ ওমিক্রন আতঙ্কের মধ্যেই এবার তাদের জন্যও শুরু হতে চলেছে টিকাকরণ প্রক্রিয়া ৷ তবে প্রাথমিকভাবে শুধুমাত্র 15 থেকে 18 বছর বয়সিরাই টিকা পাবে ৷ সোমবার এই প্রসঙ্গে ড. আর এস শর্মা জানান, কোউইন অ্য়াপে নাম নথিভুক্ত করার জন্য এতদিন মোট ন’ধরনের পরিচয়পত্র বয়স ও পরিচয়ের প্রমাণপত্র হিসাবে গ্রাহ্য করা হত ৷ কিশোরদের জন্য সেই তালিকায় তাদের স্কুলের পরিচয়পত্রকেও যুক্ত করা হয়েছে ৷

আরও পড়ুন : Corona Update in India: দৈনিক সংক্রমণ 6 হাজারের ঘরে, ওমিক্রনে আক্রান্ত বেড়ে 578

দু’দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ঘোষণা করেছিলেন, আগামী 3 জানুয়ারি থেকেই 15 থেকে 18 বছর বয়সীরা করোনার টিকা পাবে ৷ এছাড়া, স্বাস্থ্যকর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বাড়তি সুরক্ষা হিসাবে 10 জানুয়ারি থেকেই বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু করা হবে ৷ একইসঙ্গে ষাটোর্ধ্বদেরও দেওয়া হবে এই বুস্টার ডোজ ৷ ওমিক্রনের (Omicron Variant) সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সূত্রের ৷ প্রাথমিকভাবে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিনই (Covaxin) টিকা হিসাবে পাবে 15 থেকে 18 বছর বয়সিরা ৷ সব মিলিয়ে গোটা দেশে যাদের সংখ্য়া সাত থেকে আট কোটির মতো ৷

Last Updated : Dec 27, 2021, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.