ETV Bharat / bharat

লখনউয়ের হাসপাতালে অক্সিজেন ভর্তি ট্যাঙ্কার পাঠাল ছত্তিশগড়় - করোনা

লখনউয়ের কোভিড হাসপাতালে অক্সিজেনের আকাল ৷ ফোনে সাহায্য চাইলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ আর সেই আবেদনে সাড়া দিয়ে 16 টন অক্সিজেন বোঝাই ট্য়াঙ্কার পাঠাল ছত্তিশগড় ৷ এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, তাঁর রাজ্য়ে অক্সিজেন ও রেমডেসিভির ওষুধের কোনও অভাব নেই ৷ প্রশ্ন উঠছে, তাহলে লখনউয়ের হাসপাতালে কেন অক্সিজেন বোঝাই ট্য়াঙ্কার পাঠাতে হল ছত্তিশগড়কে ?

Chhattisgarh sends oxygen tanker to Lucknow hospital
লখনউয়ের হাসপাতালে অক্সিজেন ভর্তি ট্যাঙ্কার পাঠাল ছত্তিশগড়়
author img

By

Published : Apr 25, 2021, 8:25 PM IST

রায়পুর, 25 এপ্রিল : লখনউয়ের কোভিড হাসপাতালে অক্সিজেন ভর্তি ট্য়াঙ্কার পাঠাল ছত্তিশগড় ৷ রাজ্য়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নির্দেশেই 16 টন অক্সিজেন বোঝাই ওই ট্য়াঙ্কার পাঠানো হয়েছে ৷ সূত্রের খবর, লখনউয়ের ওই হাসপাতালে গত কয়েক দিন অক্সিজেনের আকাল চলছিল ৷ সেই সমস্য়া মেটাতেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ৷

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ওই হাসপাতালে অক্সিজেন পাঠানোর জন্য হস্তক্ষেপ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ সরাসরি ভূপেশ বাঘেলকে ফোন করে অক্সিজেন পাঠানোর অনুরোধ করেন প্রিয়াঙ্কা ৷ সেই কথা টুইট করে নিজেই জানিয়েছেন ভূপেশ ৷

প্রিয়াঙ্কা গান্ধির কাছ থেকে পরিস্থিতি জানার পরই লখনউয়ের মেদান্ত হাসপাতালে অক্সিজেন ভর্তি ট্য়াঙ্কার পাঠানোর সিদ্ধান্ত নেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ৷ তাঁর আশা, ছত্তিশগড়ের এই সাহায্য় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সেরে উঠতে সহযোগিতা করবে ৷

আরও পড়ুন : গর্ভবতী মহিলাদেরও করোনা টিকা নিতে পরামর্শ

এদিকে, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, তাঁর রাজ্য়ে অক্সিজেন ও রেমডেসিভির ওষুধের কোনও অভাব নেই ৷ প্রশ্ন উঠছে, তাহলে লখনউয়ের হাসপাতালে কেন অক্সিজেনের ট্য়াঙ্কার পাঠাতে হল ছত্তিশগড়কে ?

প্রসঙ্গত, শুধুমাত্র উত্তরপ্রদেশ নয় ৷ অতিমারির আবহে অক্সিজেনের সঙ্কট বাড়ছে গোটা দেশেই ৷ যদিও প্রধানমন্ত্রীর দাবি, অক্সিজেনের জোগান অব্যাহত রাখতে ব্যবস্থা নিচ্ছে তাঁর সরকার ৷ দেশজুড়ে 551টি অক্সিজেন উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে খরচ বরাদ্দ করা হয়েছে পিএম কেয়ার থেকে ৷

রায়পুর, 25 এপ্রিল : লখনউয়ের কোভিড হাসপাতালে অক্সিজেন ভর্তি ট্য়াঙ্কার পাঠাল ছত্তিশগড় ৷ রাজ্য়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নির্দেশেই 16 টন অক্সিজেন বোঝাই ওই ট্য়াঙ্কার পাঠানো হয়েছে ৷ সূত্রের খবর, লখনউয়ের ওই হাসপাতালে গত কয়েক দিন অক্সিজেনের আকাল চলছিল ৷ সেই সমস্য়া মেটাতেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ৷

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ওই হাসপাতালে অক্সিজেন পাঠানোর জন্য হস্তক্ষেপ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ সরাসরি ভূপেশ বাঘেলকে ফোন করে অক্সিজেন পাঠানোর অনুরোধ করেন প্রিয়াঙ্কা ৷ সেই কথা টুইট করে নিজেই জানিয়েছেন ভূপেশ ৷

প্রিয়াঙ্কা গান্ধির কাছ থেকে পরিস্থিতি জানার পরই লখনউয়ের মেদান্ত হাসপাতালে অক্সিজেন ভর্তি ট্য়াঙ্কার পাঠানোর সিদ্ধান্ত নেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ৷ তাঁর আশা, ছত্তিশগড়ের এই সাহায্য় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সেরে উঠতে সহযোগিতা করবে ৷

আরও পড়ুন : গর্ভবতী মহিলাদেরও করোনা টিকা নিতে পরামর্শ

এদিকে, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, তাঁর রাজ্য়ে অক্সিজেন ও রেমডেসিভির ওষুধের কোনও অভাব নেই ৷ প্রশ্ন উঠছে, তাহলে লখনউয়ের হাসপাতালে কেন অক্সিজেনের ট্য়াঙ্কার পাঠাতে হল ছত্তিশগড়কে ?

প্রসঙ্গত, শুধুমাত্র উত্তরপ্রদেশ নয় ৷ অতিমারির আবহে অক্সিজেনের সঙ্কট বাড়ছে গোটা দেশেই ৷ যদিও প্রধানমন্ত্রীর দাবি, অক্সিজেনের জোগান অব্যাহত রাখতে ব্যবস্থা নিচ্ছে তাঁর সরকার ৷ দেশজুড়ে 551টি অক্সিজেন উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে খরচ বরাদ্দ করা হয়েছে পিএম কেয়ার থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.