বিলাসপুর, 2 জানুয়ারি: স্ত্রী এবং তিন শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ ছত্তিশগড়ের বিলাসপুরের ঘটনা ৷ মঙ্গলবার একজন পুলিশ আধিকারিক এ কথা জানিয়েছেন ৷ অবিশ্বাস ও সন্দেহের বশেই এই খুন বলে পুলিশের অনুমান ৷
বিলাসপুরের পুলিশ সুপার সন্তোষ সিং জানিয়েছেন, মাস্তুরি থানার সীমানার অন্তর্গত হিরি গ্রামে সোমবার এই ঘটনা ঘটে ৷ পুলিশ এর তদন্ত শুরু করেছে ৷ উমেন্দ্র কেভাত নামে 34 বছর বয়সি অভিযুক্তকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের আধিকারিক ৷ খুন হওয়া শিশুরা হল 4 ও 5 বছর বয়সি দুটি মেয়ে এবং এক বছরের একটি ছেলে ৷
পৃথক একটি ঘটনায় সোমবার মধ্যপ্রদেশের উজ্জয়িণী জেলায় পারিবারিক বিরোধের জেরে এক মহিলা তাঁর স্বামী এবং বড় ভাসুরকে গুলি করে হত্যা করেন বলে পুলিশ জানিয়েছে । সোমবার সকালে জেলার ইঙ্গোরিয়া থানার আওতাধীন ইঙ্গোরিয়া গ্রামে ঘটনাটি ঘটে বলে জানান এক শীর্ষ পুলিশ কর্তা ৷ এই ঘটনায় ওই নারীর স্বামী ঘটনাস্থলেই মারা যান এবং তার বড় ভাসুর গুরুতর আহত হন । পরিবারের সদস্যরা তাঁকে উজ্জয়িনী সিভিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) নীতেশ ভার্গব এই খবর জানিয়েছেন ।
তিনি বলেন, "সোমবার সকালে, অঙ্গনওয়াড়ি কর্মী একজন মহিলা, তাঁর স্বামী এবং বড় ভাসুরের উপর গুলি চালান । ঘটনাস্থলেই স্বামী মারা যান এবং পরে ভাসুরও মারা যান । প্রাথমিক তদন্তে, এটি প্রকাশ্যে আসে যে কিছু পারিবারিক বিরোধ ছিল এবং কিছু জমি সংক্রান্ত সমস্যাও ছিল ৷ মহিলাটি জমিতে অংশীদারিত্বও দাবি করছিলেন ৷ তার জেরেই এই খুন ৷" এএসপি বলেছেন, বিষয়টির তদন্ত চলছে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি । (সংবাদসংস্থা এএনআই)
আরও পড়ুন: