চামোলি, 17 মে : বদ্রীনাথে বিপর্যয় ৷ চারধামের অন্যতম বদ্রীনাথে যাওয়ার জাতীয় সড়ক এনএইচ-7-এ পাহাড় থেকে বোল্ডার পড়ে যাত্রা ফের বন্ধ রাখা হল ৷ ঘটনাটি উত্তরাখণ্ডের কর্নপ্রয়াগের পাঁচফুলিয়ার কাছে ঘটেছে (Char Dham Badrinath Yatra stops as Boulders fall on NH7 in Karnaprayag Uttarakhand) ৷
মঙ্গলবার এই পাহাড় থেকে বোল্ডার নেমে আসার ঘটনায় বদ্রীনাথ যাওয়ার পথে জাতীয় সড়কটি বন্ধ রাখা হয়েছে ৷ রাস্তা পরিষ্কার করার কাজ চলছে ৷ সোমবার প্রবল বৃষ্টিতে বদ্রীনাথ যাত্রা বন্ধ হয়ে যায় ৷ ভারী বৃষ্টিতে লম্বাগাড ড্রেনে জল বেড়ে যায় এবং হনুমান চট্টির কাছে পাহাড় বেয়ে বোল্ডার নেমে আসতে থাকে ৷ তারপর আজ কয়েক ঘণ্টা আগেই ফের যাত্রা শুরুর অনুমতি দেওয়া হয় ৷
আরও পড়ুন : Badrinath Dham Opens : আজ ভোরে খুলল উত্তরাখণ্ডের চামোলিতে বদ্রীনাথের দরজা
8 মে বদ্রীনাথ ধামের দরজা খোলা হয় ৷ প্রতিদিন 16 হাজার তীর্থযাত্রী এই মন্দিরে দেবতার দর্শন করতে পারবে, জানিয়েছে উত্তরাখণ্ড সরকার ৷ চামোলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিমাংশু খুরানা জানিয়েছেন, আজ সকালে আকাশ পরিষ্কার হতেই প্রায় 115টি গাড়ি বদ্রীনাথের পথে রওনা দেয় ৷ চামোলি জেলার গাঢ়ওয়ালের পাহাড়ি অঞ্চলে অলকানন্দা নদীর ধারে অবস্থিত বদ্রীনাথ ৷ এখানে ভগবান বিষ্ণুর পুজো করা হয় ৷
চারধামের অন্য তিনটি তীর্থক্ষেত্র যমুনোত্রী, গঙ্গোত্রী এবং কেদারনাথ ৷ প্রতি বছর 6 মাসের জন্য খোলা হয় বদ্রীনাথের দরজা ৷ এপ্রিলের শেষ থেকে নভেম্বরের প্রথম দিক অবধি ৷