ETV Bharat / bharat

Chandigarh University Video Leak: মেয়েদের স্নানের ভিডিয়ো ভাইরালের অভিযোগ ভিত্তিহীন, দাবি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়-পুলিশের - স্নানের ভিডিয়ো ভাইরাল

হস্টেলের শৌচালয়ে স্নানের ভিডিয়ো (Obscene video leak) ভাইরালের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ও পুলিশ (Chandigarh University Protest)৷ এই ঘটনায় এক ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ (Chandigarh University Video Leak)৷

Chandigarh University girl arrested for 'leaking' obscene videos, varsity claims clip was personal
শৌচালয়ে স্নানের ভিডিয়ো ভাইরালের অভিযোগ ভিত্তিহীন, দাবি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়-পুলিশের
author img

By

Published : Sep 18, 2022, 4:14 PM IST

চণ্ডীগড়, 18 সেপ্টেম্বর: হস্টেলের ছাত্রীদের আপত্তিকর ভিডিয়ো 'ফাঁস' (Obscene video leak) করে দেওয়ার অভিযোগে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ (Chandigarh University Video Leak)৷ যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে যে, শুধুমাত্র একটি ভিডিয়ো ক্লিপই ফাঁস হয়েছে এবং সেই ভিডিয়োটি অভিযুক্তের নিজেরই (Chandigarh University Protest)৷ ব্যক্তিগত সেই ভিডিয়ো সিমলায় নিজের বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিলেন অভিযুক্ত ছাত্রী (Chandigarh University girl arrested)৷

অভিযোগ উঠেছিল, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের হস্টেলের শৌচাগারে মেয়েদের স্নানের 60টি ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে ৷ সেই অভিযোগ উড়িয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এমন কোনও ঘটনা ঘটেনি ৷ বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর ড. আরএস বাওয়া বিবৃতিতে জানিয়েছেন, এমন 60টি এমএমএস পাওয়া গিয়েছে বলে যে দাবি করা হয়েছিল তা ভুল এবং ভিত্তিহীন ৷ বিশ্ববিদ্যালয়ের তরফে প্রাথমিক তদন্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর দাবি, সেই তদন্তেই দেখা গিয়েছে, একটি ছাত্রী তাঁর নিজের একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন এবং তাঁর বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিলেন ৷ নিজের মোবাইলে অন্য কারও আপত্তিকর ভিডিয়ো তিনি রেকর্ড করেননি ৷

পুলিশও তাদের তদন্তে এই তথ্যই হাতে পেয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ মোহালির এসএসপি বিবেক সোনিও জানিয়েছেন, একটি ভিডিয়োই পাওয়া গিয়েছে যেটা অভিযুক্ত নিজে রেকর্ড করেছিল বলে স্বীকার করে নিয়েছে ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উত্তেজনা ধামাচাপা দিতেই এমন দাবি করছে বলে অভিযোগ হস্টেলের আবাসিকদের ৷ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ছাত্রদের দাবিতেই গোটা ঘটনার তদন্তের জন্য পুলিশের সাহায্য চাওয়া হয়েছিল ৷

আরও পড়ুন: শৌচালয়ে মেয়েদের স্নানের ভিডিয়ো ভাইরাল, তদন্তের নির্দেশ

ভিডিয়ো ভাইরাল হওয়ায় এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে বলে যে খবর রটেছে, তাকেও ভুয়ো বলে দাবি করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয়েই ৷ পুলিশের দাবি, ভিডিয়ো ভাইরাল হওয়ার গুজব ছড়ানোর পর এক ছাত্রীর অ্যাংজাইটি অ্যাটাক হয়েছে ৷ ভিডিয়ো ভাইরাল হওয়ার খবর রটার পর শনিবার রাতেই চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিশাল জমায়েত করে ৷ ছাত্রীদের দাবিতেই পুলিশে খবর দেওয়া হয় ৷ গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেয় পঞ্জাব সরকার । টুইট করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ।

চণ্ডীগড়, 18 সেপ্টেম্বর: হস্টেলের ছাত্রীদের আপত্তিকর ভিডিয়ো 'ফাঁস' (Obscene video leak) করে দেওয়ার অভিযোগে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ (Chandigarh University Video Leak)৷ যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে যে, শুধুমাত্র একটি ভিডিয়ো ক্লিপই ফাঁস হয়েছে এবং সেই ভিডিয়োটি অভিযুক্তের নিজেরই (Chandigarh University Protest)৷ ব্যক্তিগত সেই ভিডিয়ো সিমলায় নিজের বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিলেন অভিযুক্ত ছাত্রী (Chandigarh University girl arrested)৷

অভিযোগ উঠেছিল, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের হস্টেলের শৌচাগারে মেয়েদের স্নানের 60টি ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে ৷ সেই অভিযোগ উড়িয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এমন কোনও ঘটনা ঘটেনি ৷ বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর ড. আরএস বাওয়া বিবৃতিতে জানিয়েছেন, এমন 60টি এমএমএস পাওয়া গিয়েছে বলে যে দাবি করা হয়েছিল তা ভুল এবং ভিত্তিহীন ৷ বিশ্ববিদ্যালয়ের তরফে প্রাথমিক তদন্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর দাবি, সেই তদন্তেই দেখা গিয়েছে, একটি ছাত্রী তাঁর নিজের একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন এবং তাঁর বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিলেন ৷ নিজের মোবাইলে অন্য কারও আপত্তিকর ভিডিয়ো তিনি রেকর্ড করেননি ৷

পুলিশও তাদের তদন্তে এই তথ্যই হাতে পেয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ মোহালির এসএসপি বিবেক সোনিও জানিয়েছেন, একটি ভিডিয়োই পাওয়া গিয়েছে যেটা অভিযুক্ত নিজে রেকর্ড করেছিল বলে স্বীকার করে নিয়েছে ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উত্তেজনা ধামাচাপা দিতেই এমন দাবি করছে বলে অভিযোগ হস্টেলের আবাসিকদের ৷ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ছাত্রদের দাবিতেই গোটা ঘটনার তদন্তের জন্য পুলিশের সাহায্য চাওয়া হয়েছিল ৷

আরও পড়ুন: শৌচালয়ে মেয়েদের স্নানের ভিডিয়ো ভাইরাল, তদন্তের নির্দেশ

ভিডিয়ো ভাইরাল হওয়ায় এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে বলে যে খবর রটেছে, তাকেও ভুয়ো বলে দাবি করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয়েই ৷ পুলিশের দাবি, ভিডিয়ো ভাইরাল হওয়ার গুজব ছড়ানোর পর এক ছাত্রীর অ্যাংজাইটি অ্যাটাক হয়েছে ৷ ভিডিয়ো ভাইরাল হওয়ার খবর রটার পর শনিবার রাতেই চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিশাল জমায়েত করে ৷ ছাত্রীদের দাবিতেই পুলিশে খবর দেওয়া হয় ৷ গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেয় পঞ্জাব সরকার । টুইট করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.