নয়াদিল্লি, 8 নভেম্বর : তিনমাস আগেই জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগে (Emergency Use Authorisation) ছাড়পত্র পেয়েছে (Covid vaccine) জাইডাস ক্যাডিলা (Zydus Cadila) । তারপরেই আজ কেন্দ্রীয় সরকার জাইডাস ক্যাডিলার কোভিড ভ্যাকসিন ZyCoV-D-এর 1 কোটি ডোজের অর্ডার দিল ৷ প্রতি ডোজ 265 টাকায় কিনতে চলেছে কেন্দ্রীয় সরকার, সোমবার এক বিবৃতিতে জাইডাস ক্যাডিলা (Zydus Cadila) একথা জানিয়েছে । এছাড়াও ফার্মাজেট (সূঁচ মুক্ত অ্যাপ্লিকেটর) এর দাম ডোজ প্রতি 93 টাকা করে রাখা হবে ৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Covid-19 Vaccine : সূঁচবিহীন জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বে প্রথম ডিএনএ-র উপর গবেষণা করে (DNA-based) তৈরি করা এই ভ্যাকসিনটির ক্ষেত্রে 3টি ডোজ় নিতে হবে ৷ 12 বছর ও তার ঊর্ধ্বে সব বয়সিরা এই ভ্যাকসিন নিতে পারবে । এর 3টি ডোজ় প্রয়োগে শরীরে সার্স-কোভ-2 (SARS-CoV-2 ) ভাইরাসের স্পাইক প্রোটিন (spike protein) তৈরি হয় ৷ যা ভাইরাসকে প্রতিরোধের ক্ষমতা তৈরি করে ৷ ভাইরাসের আক্রমণ রক্ষার্থে এবং শরীর থেকে ভাইরাসকে দূর করতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ ৷
আরও পড়ুন: 5 Years of demonetisation : প্রথম মমতাই নোটবন্দির কুফল বুঝতে পেরেছিলেন, দাবি ডেরেকের
আমেদাবাদের এই ওষুধ প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা জানিয়েছে, তাদের তৈরি করোনার ভ্যাকসিন জাইকোভ-ডি ভারতে সবচেয়ে বেশি সংখ্যায় ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়েছে ৷ গোটা দেশে মোট 50টি সেন্টারে এই ভ্যাকসিনের ক্লিনিক্য়াল ট্রায়াল হয়েছে ৷ ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন যা ভারতীয় কোনও সংস্থা তৈরি করেছে ৷