ETV Bharat / bharat

Centre Extends AFSPA in 3 Districts Of Arunachal Pradesh : অরুণাচলপ্রদেশের 3টি জেলায় 6 মাসের জন্য আফস্পা বাড়াল কেন্দ্র

author img

By

Published : Apr 1, 2022, 2:35 PM IST

6 মাসের জন্য তিরাপ, চাংলাং এবং লংডিং-সহ অরুণাচলপ্রদেশের তিনটি জেলায় 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক (Centre Extends AFSPA in 3 Districts)৷

Centre Extends AFSPA in 3 Districts Of Arunachal Pradesh
এএফএসপিএ বাড়িয়েছে কেন্দ্র

নিউ দিল্লি, 1 এপ্রিল : তিরাপ, চাংলাং এবং লংডিং-সহ অরুণাচলপ্রদেশের তিনটি জেলায় এবছরের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আফস্পা বাড়াচ্ছে (Centre Extends AFSPA in 3 Districts)। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে এমনটাই জানা গিয়েছে ৷ এছাড়াও অরুণাচলপ্রদেশের নামসাই এবং মহাদেবপুর থানার এক্তিয়ারভুক্ত এলাকায় এএফএসপিএ বাহিনী দিয়েছে।

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : দোষীদের ক্ষমা নয়, নাগাল্যান্ড গণহত্যায় তৃণমূল সাংসদদের আশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রীর

এদিনের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সশস্ত্র বাহিনীর আইন 1958-এর ধারা 3 দ্বারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে অরুণাচলপ্রদেশের তিরাপ, চ্যাংলাং এবং লংডিং জেলাগুলি এবং নামসাই এবং মহাদেবপুর পুলিশের এক্তিয়ারের মধ্যে পড়ে থাকা এলাকাগুলিতে আফস্পা ঘোষণা করা হল ৷ অসম রাজ্যের সীমান্তবর্তী নামসাই জেলার স্টেশনগুলিকে 'অশান্ত' এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷

কেন্দ্রের এই বিজ্ঞপ্তি অনুসারে অরুণাচলপ্রদেশের এই অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেই আফস্পা চালু করা হয়েছে। আফস্পায় নিরাপত্তা বাহিনী কোনওরকম ওয়ারেন্ট ছাড়াই একজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে ৷ এমনকি কোনও এলাকায় ঢুকতে বা তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে বাহিনীকে ৷

নিউ দিল্লি, 1 এপ্রিল : তিরাপ, চাংলাং এবং লংডিং-সহ অরুণাচলপ্রদেশের তিনটি জেলায় এবছরের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আফস্পা বাড়াচ্ছে (Centre Extends AFSPA in 3 Districts)। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে এমনটাই জানা গিয়েছে ৷ এছাড়াও অরুণাচলপ্রদেশের নামসাই এবং মহাদেবপুর থানার এক্তিয়ারভুক্ত এলাকায় এএফএসপিএ বাহিনী দিয়েছে।

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : দোষীদের ক্ষমা নয়, নাগাল্যান্ড গণহত্যায় তৃণমূল সাংসদদের আশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রীর

এদিনের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সশস্ত্র বাহিনীর আইন 1958-এর ধারা 3 দ্বারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে অরুণাচলপ্রদেশের তিরাপ, চ্যাংলাং এবং লংডিং জেলাগুলি এবং নামসাই এবং মহাদেবপুর পুলিশের এক্তিয়ারের মধ্যে পড়ে থাকা এলাকাগুলিতে আফস্পা ঘোষণা করা হল ৷ অসম রাজ্যের সীমান্তবর্তী নামসাই জেলার স্টেশনগুলিকে 'অশান্ত' এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷

কেন্দ্রের এই বিজ্ঞপ্তি অনুসারে অরুণাচলপ্রদেশের এই অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেই আফস্পা চালু করা হয়েছে। আফস্পায় নিরাপত্তা বাহিনী কোনওরকম ওয়ারেন্ট ছাড়াই একজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে ৷ এমনকি কোনও এলাকায় ঢুকতে বা তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে বাহিনীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.