হায়দরাবাদ, 11 ডিসেম্বর: আজই সিবিআই জেরার মুখে কেসিআরের কন্যা কে কবিতা ৷ রবিবার বানজারা হিলসে মুখ্যমন্ত্রীর মেয়ের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ তেলেঙ্গানা বিধান পরিষদের সদস্য কে কবিতা দিল্লির আবগারি দুর্নীতিতে যুক্ত, এই অভিযোগ উঠেছে ৷ তা নিয়েই জেরা ৷ 2 ডিসেম্বর সিবিআই কে কবিতাকে জেরা সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়েছিল (CBI to interrogate K Kavitha over Delhi Liquor Scam) ৷
জেরার একদিন আগে শনিবার কবিতার বাড়ির চারপাশে তাঁর সমর্থনে পোস্টারে ছেয়ে গিয়েছে ৷ তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির বা টিআরএস কর্মী-সমর্থকরা তাঁর ছবি নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করেছেন ৷ একটি পোস্টারে লেখা 'এক যোদ্ধার মেয়ে কখনও ভয় পাবে না ৷ আমরা কবিতার সঙ্গে রয়েছি ৷'
মঙ্গলবার সিবিআই শেষবার কে কবিতাকে জানায়, 11 ডিসেম্বর সিবিআই তাঁর হায়দরবাদের বাড়িতে যাবে 'পরীক্ষা' নিতে ৷ তিনি যেন সে সময় বানজারা হিলসের বাড়িতে থাকেন ৷ এর উত্তরে কেসিআর-কন্যাও নিশ্চিত করেন যে, তিনি 11 ডিসেম্বর সকাল 11টায় বাড়িতে থাকবেন এবং দিল্লি আবগারি দুর্নীতির (delhi liquor scam) তদন্তে সহযোগিতা করবেন ৷
আরও পড়ুন: দিল্লির আবগারি মামলায় সিবিআইয়ের চার্জশিটে নাম নেই সিসোদিয়ার, কটাক্ষ কেজরির
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠানো একটি চিঠিতে কবিতা জানান, তিনি এফআইআর কপির বিষয়টি পড়ে দেখেছেন ৷ এমনকী ওয়েবসাইটে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ লেখা হয়েছে তাও খতিয়ে দেখেছেন ৷ কিন্তু এই মামলার সঙ্গে কোথাও কোনও ভাবে তাঁর নাম জড়ানোর প্রসঙ্গই ওঠে না ৷
দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লি আদালতে একটি রিপোর্ট জমা দেয় ৷ সেখানে কে কবিতার নাম উঠে আসে৷ 25 নভেম্বর সিবিআই প্রথম চার্জশিট পেশ করে ৷ তাতে 7 জন অভিযুক্তের নাম রয়েছে ৷ আর ইডি তাদের রিম্যান্ড রিপোর্টে জানায়, আপ নেতাদের হয়ে বিজয় নায়ার কমপক্ষে 100 কোটি টাকা নিয়েছেন৷ এই টাকা দিয়েছে সাউথ গ্রুপ ৷ দলটির অমিত অরোরা-সহ সারাথ রেড্ডি, কে কবিতা, মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডির মতো বহু লোকজন নিয়ন্ত্রণ করেন ৷ অমিত অরোরা দিল্লি আবগারি দুর্নীতিতে অভিযুক্ত ৷
আরও পড়ুন: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেসিআর-কন্যাকে তলব সিবিআইয়ের