ETV Bharat / bharat

Railway Projects: 7টি রেল প্রকল্পের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, বরাদ্দ 32 হাজার 500 কোটি টাকা

Cabinet Approves 7 Railway Projects: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সাতটি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে । 32 হাজার 500 কোটি টাকার এই প্রকল্পগুলি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ওড়িশা এবং গুজরাতের মতো রাজ্যগুলিতে বাস্তবায়িত হবে ।

Railway Minister Ashwini Vaishnav
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
author img

By

Published : Aug 17, 2023, 7:57 PM IST

নয়াদিল্লি, 17 অগস্ট: 32 হাজার 500 কোটি টাকার আনুমানিক ব্যয়ে সাতটি রেল প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ওড়িশা এবং গুজরাতের মতো রাজ্যগুলিতে । যার ফলে রেলপথে যুক্ত হবে 2 হাজার 339 কিলোমিটার দূরত্ব । বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এই প্রকল্পগুলির মাধ্যমে বর্তমান রেললাইনগুলিকে দ্বিগুণ ও চারগুণ আপগ্রেডেশন করা-সহ , অতিরিক্ত 120 মিলিয়ন টন পণ্য চলাচলের জন্য সক্ষম করা হবে । এর জেরে ভ্রমণে সাহায্য হবে পরিযায়ী শ্রমিক এবং ছাত্রদের । এই প্রকল্পগুলি 100 শতাংশ কেন্দ্রের টাকায় বাস্তবায়িত হবে । এটি দেশের প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রগুলিকে সংযুক্ত করবে ।" মন্ত্রী জানান, বিদ্যমান রেললাইনগুলির ক্ষমতা বৃদ্ধি, ট্রেন পরিচালনাকে সুগম করা, যানজট হ্রাস এবং যাতায়াত ও পরিবহণ ব্যবস্থাকে সহজ করতে সহায়তা করবে এই প্রকল্পগুলি ।

এই প্রকল্পগুলি হল: উত্তরপ্রদেশের বিদ্যমান গোরক্ষপুর সেনানিবাসের (বাল্মিকি নগর সিঙ্গেল লাইন সেকশন) 89.264 কিলোমিটার এবং বিহারের (পশ্চিম চম্পারণ) 6.676 কিলোমিটার, অন্ধ্র প্রদেশের (গুন্টুর) বিদ্যমান গুন্টুর-বিবিনগর সিঙ্গেল-লাইন সেকশনকে দ্বিগুণ করে 1 কিমি এবং তেলেঙ্গানা (নালগোন্ডা, ইয়াদাদ্রি ভুবনগিরি) 139 কিমি করা হয়েছে । উত্তরপ্রদেশে (মির্জাপুর, সোনভদ্র) 101.58 কিমি পর্যন্ত বিদ্যমান চোপন-চুনার সিঙ্গেল-লাইন সেকশনের দ্বিগুণকরণ ।

মহারাষ্ট্রের (নান্দেদ) মুদখেদ-মেদচাল এবং মাহবুবনগর-ধোনে সেকশনের মধ্যে 49.15 কিমি, 294.82 কিমি তেলেঙ্গানা (নিজামাবাদ, কামারেডি, মেদক, ওয়ানাপার্টি, জোগুলাম্বা, মেদচাল-মালকাজগিরি) এবং অন্ধ্রপ্রদেশের (মাহবুবনগর, কুর্নুলিং থেকে ডোরনুলিং 73.91 কিমি পর্যন্ত । চারগুণ করা হবে গুজরাতের (কচ্ছ) সমখিয়ালি এবং গান্ধিধামের মধ্যে 53 কিমি দূরত্বকে ।

আরও পড়ুন: সীমান্ত নিরাপত্তায় যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে উদ্যোগী কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক

তৃতীয় লাইনটি ওড়িশার নেরগুন্ডি-বারং এবং রিটেল রোড-ভিজিয়ানগরাম (ভদ্রক, জয়পুর, খোরধা, কটক এবং গঞ্জাম) এর মধ্যে 184 কিমি এবং অন্ধ্রপ্রদেশের (শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, বিশাখাপত্তনম) মধ্যে 201 কিমি । বিহারে (গয়া, ঔরঙ্গাবাদ) 132.57 কিমি, ঝাড়খণ্ডে (ধানবাদ, গিরিডিহ, হাজারিবাগ, কোডারমা) 201.608 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে (পশ্চিম বর্ধমান) 40.35 কিলোমিটারের জন্য সোন নগর-অন্ডাল মাল্টি-ট্র্যাকিং প্রকল্প ।

নয়াদিল্লি, 17 অগস্ট: 32 হাজার 500 কোটি টাকার আনুমানিক ব্যয়ে সাতটি রেল প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ওড়িশা এবং গুজরাতের মতো রাজ্যগুলিতে । যার ফলে রেলপথে যুক্ত হবে 2 হাজার 339 কিলোমিটার দূরত্ব । বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এই প্রকল্পগুলির মাধ্যমে বর্তমান রেললাইনগুলিকে দ্বিগুণ ও চারগুণ আপগ্রেডেশন করা-সহ , অতিরিক্ত 120 মিলিয়ন টন পণ্য চলাচলের জন্য সক্ষম করা হবে । এর জেরে ভ্রমণে সাহায্য হবে পরিযায়ী শ্রমিক এবং ছাত্রদের । এই প্রকল্পগুলি 100 শতাংশ কেন্দ্রের টাকায় বাস্তবায়িত হবে । এটি দেশের প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রগুলিকে সংযুক্ত করবে ।" মন্ত্রী জানান, বিদ্যমান রেললাইনগুলির ক্ষমতা বৃদ্ধি, ট্রেন পরিচালনাকে সুগম করা, যানজট হ্রাস এবং যাতায়াত ও পরিবহণ ব্যবস্থাকে সহজ করতে সহায়তা করবে এই প্রকল্পগুলি ।

এই প্রকল্পগুলি হল: উত্তরপ্রদেশের বিদ্যমান গোরক্ষপুর সেনানিবাসের (বাল্মিকি নগর সিঙ্গেল লাইন সেকশন) 89.264 কিলোমিটার এবং বিহারের (পশ্চিম চম্পারণ) 6.676 কিলোমিটার, অন্ধ্র প্রদেশের (গুন্টুর) বিদ্যমান গুন্টুর-বিবিনগর সিঙ্গেল-লাইন সেকশনকে দ্বিগুণ করে 1 কিমি এবং তেলেঙ্গানা (নালগোন্ডা, ইয়াদাদ্রি ভুবনগিরি) 139 কিমি করা হয়েছে । উত্তরপ্রদেশে (মির্জাপুর, সোনভদ্র) 101.58 কিমি পর্যন্ত বিদ্যমান চোপন-চুনার সিঙ্গেল-লাইন সেকশনের দ্বিগুণকরণ ।

মহারাষ্ট্রের (নান্দেদ) মুদখেদ-মেদচাল এবং মাহবুবনগর-ধোনে সেকশনের মধ্যে 49.15 কিমি, 294.82 কিমি তেলেঙ্গানা (নিজামাবাদ, কামারেডি, মেদক, ওয়ানাপার্টি, জোগুলাম্বা, মেদচাল-মালকাজগিরি) এবং অন্ধ্রপ্রদেশের (মাহবুবনগর, কুর্নুলিং থেকে ডোরনুলিং 73.91 কিমি পর্যন্ত । চারগুণ করা হবে গুজরাতের (কচ্ছ) সমখিয়ালি এবং গান্ধিধামের মধ্যে 53 কিমি দূরত্বকে ।

আরও পড়ুন: সীমান্ত নিরাপত্তায় যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে উদ্যোগী কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক

তৃতীয় লাইনটি ওড়িশার নেরগুন্ডি-বারং এবং রিটেল রোড-ভিজিয়ানগরাম (ভদ্রক, জয়পুর, খোরধা, কটক এবং গঞ্জাম) এর মধ্যে 184 কিমি এবং অন্ধ্রপ্রদেশের (শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, বিশাখাপত্তনম) মধ্যে 201 কিমি । বিহারে (গয়া, ঔরঙ্গাবাদ) 132.57 কিমি, ঝাড়খণ্ডে (ধানবাদ, গিরিডিহ, হাজারিবাগ, কোডারমা) 201.608 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে (পশ্চিম বর্ধমান) 40.35 কিলোমিটারের জন্য সোন নগর-অন্ডাল মাল্টি-ট্র্যাকিং প্রকল্প ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.