ETV Bharat / bharat

Ujjain Burning Man Incident: জ্বলন্ত শরীর নিয়ে মাঝরাস্তায় ! উজ্জয়িনীর ঘটনায় শিউরে উঠলেন প্রত্যক্ষদর্শীরা

author img

By

Published : Apr 9, 2023, 2:28 PM IST

জ্বলন্ত শরীর নিয়ে মাঝরাস্তায় দৌড়ে এলেন এক ব্যক্তি ! চিৎকার করে চাইলেন সাহায্য ! উজ্জয়িনীতে শনিবার রাতের এই ঘটনায় হতবাক পথ চলতি মানুষ ! কে এই ব্যক্তি ? তাঁর গায়ে আগুনই বা লাগল কীভাবে ?

Burning Man screaming for help on middle of the road in Ujjain
প্রতীকী ছবি

উজ্জয়িনী, 9 এপ্রিল: মাঝরাস্তায় দাউ দাউ করে জ্বলছেন এক ব্যক্তি ! শনিবার রাতে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকতে হল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দাদের ৷ পথ চলতি মানুষজন দেখেন, সারা শরীরে আগুন নিয়ে রাস্তার মাঝামাঝি পৌঁছে গিয়েছেন এক ব্যক্তি ! প্রবল জ্বালায় চিৎকার করছেন তিনি ! এমন দৃশ্য দেখে সকলেই প্রথমে হতভম্ব হয়ে যান ৷ কিন্তু, তারপরই ওই ব্যক্তির শরীরের আগুন নেভাতে উদ্যোগী হন প্রত্যক্ষদর্শীরা ৷ তাঁর গায়ে বালতি বালতি জল ঢালা হয় ৷ আগুন নিভতেই নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ৷ তাঁর শরীরের 90 শতাংশ অংশই পুড়ে গিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম আসিফ ৷ ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে, আসিফ জ্বলন্ত অবস্থায় রাস্তায় ছোটাছুটি করছেন ! সাহায্য়ের জন্য চিৎকার করছেন ! এই ঘটনা নিয়ে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, আসিফের গায়ে কে বা কারা আগুন লাগিয়েছিল, সেই বিষয়ে ঠিক মতো কিছু বলতে পারছেন না তিনি ! অথচ, কয়েকজন পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ! কিন্তু, সেই পুলিশকর্মীদের নাম বলতে পারেননি আসিফ ৷ বিষয়টি সামগ্রিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উজ্জয়িনীর এএসপি অভিষেক আনন্দ ৷

শনিবার রাতের এই ঘটনাটি ঘটে পৌরনিগমের 2 নম্বর জোনে ৷ আক্রান্ত আসিফ উজ্জয়িনীর চিমানগঞ্জ থানার অন্তর্গত গান্ধিনগরের বাসিন্দা ৷ শনিবার রাত 9টা 30 মিনিট নাগাদ এলাকার একটি শৌচালয় থেকে জ্বলন্ত অবস্থায় দৌড়ে বেরিয়ে আসেন আসিফ ! সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি ৷

আরও পড়ুন: রাজস্থানে দলিত মহিলাকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

সংশ্লিষ্ট সূত্র মারফত দু'টি খবর সামনে এসেছেন ৷ প্রথমত, আসিফ না কি পুলিশকে জানিয়েছেন, দুই অপরিচিত ব্যক্তি তাঁকে ডেকে পাঠিয়েছিল ৷ তারাই তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয় ! কিন্তু, আসিফ তাদের চেনেন না ! দ্বিতীয়ত, আসিফ একজন পেশাদার রংমিস্ত্রী ৷ কিন্তু, এর বাইরেও তাঁর একটি পরিচয় আছে ৷ তিনি পুলিশের জন্য গোপনে তথ্য সংগ্রহ করেন ৷ শোনা যাচ্ছে, একটি লোকায়ুক্ত মামলায় ঘুষ নেওয়া সংক্রান্ত কোনও ঘটনা ঘটেছে ! সেই ঘটনার সঙ্গে আসিফের উপর এই ভয়াবহ হামলার যোগসূত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

উজ্জয়িনী, 9 এপ্রিল: মাঝরাস্তায় দাউ দাউ করে জ্বলছেন এক ব্যক্তি ! শনিবার রাতে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকতে হল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দাদের ৷ পথ চলতি মানুষজন দেখেন, সারা শরীরে আগুন নিয়ে রাস্তার মাঝামাঝি পৌঁছে গিয়েছেন এক ব্যক্তি ! প্রবল জ্বালায় চিৎকার করছেন তিনি ! এমন দৃশ্য দেখে সকলেই প্রথমে হতভম্ব হয়ে যান ৷ কিন্তু, তারপরই ওই ব্যক্তির শরীরের আগুন নেভাতে উদ্যোগী হন প্রত্যক্ষদর্শীরা ৷ তাঁর গায়ে বালতি বালতি জল ঢালা হয় ৷ আগুন নিভতেই নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ৷ তাঁর শরীরের 90 শতাংশ অংশই পুড়ে গিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম আসিফ ৷ ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে, আসিফ জ্বলন্ত অবস্থায় রাস্তায় ছোটাছুটি করছেন ! সাহায্য়ের জন্য চিৎকার করছেন ! এই ঘটনা নিয়ে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, আসিফের গায়ে কে বা কারা আগুন লাগিয়েছিল, সেই বিষয়ে ঠিক মতো কিছু বলতে পারছেন না তিনি ! অথচ, কয়েকজন পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ! কিন্তু, সেই পুলিশকর্মীদের নাম বলতে পারেননি আসিফ ৷ বিষয়টি সামগ্রিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উজ্জয়িনীর এএসপি অভিষেক আনন্দ ৷

শনিবার রাতের এই ঘটনাটি ঘটে পৌরনিগমের 2 নম্বর জোনে ৷ আক্রান্ত আসিফ উজ্জয়িনীর চিমানগঞ্জ থানার অন্তর্গত গান্ধিনগরের বাসিন্দা ৷ শনিবার রাত 9টা 30 মিনিট নাগাদ এলাকার একটি শৌচালয় থেকে জ্বলন্ত অবস্থায় দৌড়ে বেরিয়ে আসেন আসিফ ! সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি ৷

আরও পড়ুন: রাজস্থানে দলিত মহিলাকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

সংশ্লিষ্ট সূত্র মারফত দু'টি খবর সামনে এসেছেন ৷ প্রথমত, আসিফ না কি পুলিশকে জানিয়েছেন, দুই অপরিচিত ব্যক্তি তাঁকে ডেকে পাঠিয়েছিল ৷ তারাই তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয় ! কিন্তু, আসিফ তাদের চেনেন না ! দ্বিতীয়ত, আসিফ একজন পেশাদার রংমিস্ত্রী ৷ কিন্তু, এর বাইরেও তাঁর একটি পরিচয় আছে ৷ তিনি পুলিশের জন্য গোপনে তথ্য সংগ্রহ করেন ৷ শোনা যাচ্ছে, একটি লোকায়ুক্ত মামলায় ঘুষ নেওয়া সংক্রান্ত কোনও ঘটনা ঘটেছে ! সেই ঘটনার সঙ্গে আসিফের উপর এই ভয়াবহ হামলার যোগসূত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.