ETV Bharat / bharat

Union Budget 2022 : আফগানিস্তানের জন্য বাজেটে 200 কোটি বরাদ্দ সীতারমনের - India allocates Rs 200 crore to Afghanistan

আফগানিস্তানের জন্য কেন্দ্রীয় বাজেটে 200 কোটি টাকা (India allocates Rs 200 crore to Afghanistan) বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷

Budget 2022: india-allocates-rs-200-crore-to-taliban-ruled-afghanistan
আফগানিস্তানের জন্য বাজেটে 200 কোটি বরাদ্দ সীতারমনের
author img

By

Published : Feb 2, 2022, 10:51 AM IST

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: তালিবানের শাসনে থাকা যুদ্ধদীর্ণ আফগানিস্তানের ভেঙে পড়া অর্থনীতি (Economic Collapse in Afghanistan) পুনরুদ্ধারে অগ্রণী হল ভারত ৷ কেন্দ্রীয় বাজেটে (Budget 2022) প্রতিবেশী এই দেশের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (India allocates Rs 200 crore to Taliban-ruled Afghanistan) ৷ তালিবানের নেতৃত্বকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের জন্য ভারতের বাজেট বরাদ্দ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের (Finance Minister Nirmala Sitharaman) ৷

তালিবান কাবুলের দখল নেওয়ার পর থেকে চরম অস্থিরতার সাক্ষী হয়েছে আফগানিস্তান ৷ দেশ ছাড়তে মরিয়া হয়েছেন সে দেশের নাগরিকরা ৷ সেই সময় থেকে এখনও পর্যন্ত আফগানিস্তানকে (India allocates Rs 200 crore to Afghanistan) তিন ধাপে মেডিক্যাল সাহায্য পাঠিয়েছে ভারত ৷ ফেব্রুয়ারিতে ত্রাণ হিসেবে গম পাঠানো হবে বলে মনে করা হচ্ছে ৷ আশরফ গনি সরকারের পতনের পর প্রবল সংকটের মধ্যে থাকা আফগানিস্তানকে ত্রাণ হিসেবে গম পাঠানোর ভারতীয় প্রচেষ্টায় রাস্তা আটকে বাধ সেধেছিল পাকিস্তান ৷ এজন্য তাদের আন্তর্জাতিক মহলে যথেষ্ট নিন্দার মুখে পড়তে হয়েছে ৷ এরপরই নিজেদের অবস্থান থেকে সরে ভারতের ত্রাণ পাঠানোর জন্য রাস্তা ছাড়তে রাজি হয় ইসলামাবাদ ৷

আরও পড়ুন: Opposition Reaction Over Budget 2022: স্যাঁতসেঁতে ছুঁচোবাজি-যোগফল শূন্য, বাজেটকে নানা উপমায় বিদ্ধ বিরোধীদের

যদিও আফগানিস্তানের জন্য 2022-23 আর্থিক বছরের বাজেট বরাদ্দ চলতি বছরের বাজেট বরাদ্দের থেকে অনেকটাই কম ৷ যে আর্থিক বছর চলছে, সেখানে প্রতিবেশী এই দেশের জন্য 350 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছিল ৷

এবারের বাজেটে মালদ্বীপের জন্য 360 কোটি টাকা, মায়ানমারের জন্য 600 কোটি টাকা, মঙ্গোলিয়ার জন্য 12 কোটি টাকা ও বাংলাদেশের জন্য 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ আগামী দিনে এই দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চায় দিল্লি ৷ উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিনের নেতৃত্বে বড় আকারে ভারতবিরোধী প্রচার গড়ে তুলতে দেখা গিয়েছে ৷ চিনের ঘনিষ্ঠ হিয়েবে পরিচিত ইয়ামিন ৷ তবে মালদ্বীপের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলি ভারতের বন্ধু হিসেবে নিজেকে তুলে ধরেছেন ৷

আরও পড়ুন: Modi on Budget 2022 : আরও বিনিয়োগ-কর্মসংস্থানমুখী বাজেট, অর্থমন্ত্রীকে ফুল মার্কস প্রধানমন্ত্রীর

এবারের বাজেটে আগামী আর্থিক বছরে নেপাল ও ভুটানের জন্য বরাদ্দ অনেকটা কমিয়ে দিয়েছেন সীতারমন ৷ বরাদ্দে কোনও পরিবর্তন করা হয়নি শ্রীলঙ্কা ও মরিশাসের ক্ষেত্রে ৷ সবমিলিয়ে বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে (MEA Budget Increased) বাজেট বরাদ্দ চলতি বছরের তুলনায় অনেকটা বাড়িয়ে আগামী আর্থিক বছরে 17 হাজার 250 কোটি টাকা করা হয়েছে ৷

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: তালিবানের শাসনে থাকা যুদ্ধদীর্ণ আফগানিস্তানের ভেঙে পড়া অর্থনীতি (Economic Collapse in Afghanistan) পুনরুদ্ধারে অগ্রণী হল ভারত ৷ কেন্দ্রীয় বাজেটে (Budget 2022) প্রতিবেশী এই দেশের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (India allocates Rs 200 crore to Taliban-ruled Afghanistan) ৷ তালিবানের নেতৃত্বকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের জন্য ভারতের বাজেট বরাদ্দ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের (Finance Minister Nirmala Sitharaman) ৷

তালিবান কাবুলের দখল নেওয়ার পর থেকে চরম অস্থিরতার সাক্ষী হয়েছে আফগানিস্তান ৷ দেশ ছাড়তে মরিয়া হয়েছেন সে দেশের নাগরিকরা ৷ সেই সময় থেকে এখনও পর্যন্ত আফগানিস্তানকে (India allocates Rs 200 crore to Afghanistan) তিন ধাপে মেডিক্যাল সাহায্য পাঠিয়েছে ভারত ৷ ফেব্রুয়ারিতে ত্রাণ হিসেবে গম পাঠানো হবে বলে মনে করা হচ্ছে ৷ আশরফ গনি সরকারের পতনের পর প্রবল সংকটের মধ্যে থাকা আফগানিস্তানকে ত্রাণ হিসেবে গম পাঠানোর ভারতীয় প্রচেষ্টায় রাস্তা আটকে বাধ সেধেছিল পাকিস্তান ৷ এজন্য তাদের আন্তর্জাতিক মহলে যথেষ্ট নিন্দার মুখে পড়তে হয়েছে ৷ এরপরই নিজেদের অবস্থান থেকে সরে ভারতের ত্রাণ পাঠানোর জন্য রাস্তা ছাড়তে রাজি হয় ইসলামাবাদ ৷

আরও পড়ুন: Opposition Reaction Over Budget 2022: স্যাঁতসেঁতে ছুঁচোবাজি-যোগফল শূন্য, বাজেটকে নানা উপমায় বিদ্ধ বিরোধীদের

যদিও আফগানিস্তানের জন্য 2022-23 আর্থিক বছরের বাজেট বরাদ্দ চলতি বছরের বাজেট বরাদ্দের থেকে অনেকটাই কম ৷ যে আর্থিক বছর চলছে, সেখানে প্রতিবেশী এই দেশের জন্য 350 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছিল ৷

এবারের বাজেটে মালদ্বীপের জন্য 360 কোটি টাকা, মায়ানমারের জন্য 600 কোটি টাকা, মঙ্গোলিয়ার জন্য 12 কোটি টাকা ও বাংলাদেশের জন্য 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ আগামী দিনে এই দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চায় দিল্লি ৷ উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিনের নেতৃত্বে বড় আকারে ভারতবিরোধী প্রচার গড়ে তুলতে দেখা গিয়েছে ৷ চিনের ঘনিষ্ঠ হিয়েবে পরিচিত ইয়ামিন ৷ তবে মালদ্বীপের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলি ভারতের বন্ধু হিসেবে নিজেকে তুলে ধরেছেন ৷

আরও পড়ুন: Modi on Budget 2022 : আরও বিনিয়োগ-কর্মসংস্থানমুখী বাজেট, অর্থমন্ত্রীকে ফুল মার্কস প্রধানমন্ত্রীর

এবারের বাজেটে আগামী আর্থিক বছরে নেপাল ও ভুটানের জন্য বরাদ্দ অনেকটা কমিয়ে দিয়েছেন সীতারমন ৷ বরাদ্দে কোনও পরিবর্তন করা হয়নি শ্রীলঙ্কা ও মরিশাসের ক্ষেত্রে ৷ সবমিলিয়ে বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে (MEA Budget Increased) বাজেট বরাদ্দ চলতি বছরের তুলনায় অনেকটা বাড়িয়ে আগামী আর্থিক বছরে 17 হাজার 250 কোটি টাকা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.