নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: তালিবানের শাসনে থাকা যুদ্ধদীর্ণ আফগানিস্তানের ভেঙে পড়া অর্থনীতি (Economic Collapse in Afghanistan) পুনরুদ্ধারে অগ্রণী হল ভারত ৷ কেন্দ্রীয় বাজেটে (Budget 2022) প্রতিবেশী এই দেশের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (India allocates Rs 200 crore to Taliban-ruled Afghanistan) ৷ তালিবানের নেতৃত্বকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের জন্য ভারতের বাজেট বরাদ্দ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের (Finance Minister Nirmala Sitharaman) ৷
তালিবান কাবুলের দখল নেওয়ার পর থেকে চরম অস্থিরতার সাক্ষী হয়েছে আফগানিস্তান ৷ দেশ ছাড়তে মরিয়া হয়েছেন সে দেশের নাগরিকরা ৷ সেই সময় থেকে এখনও পর্যন্ত আফগানিস্তানকে (India allocates Rs 200 crore to Afghanistan) তিন ধাপে মেডিক্যাল সাহায্য পাঠিয়েছে ভারত ৷ ফেব্রুয়ারিতে ত্রাণ হিসেবে গম পাঠানো হবে বলে মনে করা হচ্ছে ৷ আশরফ গনি সরকারের পতনের পর প্রবল সংকটের মধ্যে থাকা আফগানিস্তানকে ত্রাণ হিসেবে গম পাঠানোর ভারতীয় প্রচেষ্টায় রাস্তা আটকে বাধ সেধেছিল পাকিস্তান ৷ এজন্য তাদের আন্তর্জাতিক মহলে যথেষ্ট নিন্দার মুখে পড়তে হয়েছে ৷ এরপরই নিজেদের অবস্থান থেকে সরে ভারতের ত্রাণ পাঠানোর জন্য রাস্তা ছাড়তে রাজি হয় ইসলামাবাদ ৷
যদিও আফগানিস্তানের জন্য 2022-23 আর্থিক বছরের বাজেট বরাদ্দ চলতি বছরের বাজেট বরাদ্দের থেকে অনেকটাই কম ৷ যে আর্থিক বছর চলছে, সেখানে প্রতিবেশী এই দেশের জন্য 350 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছিল ৷
এবারের বাজেটে মালদ্বীপের জন্য 360 কোটি টাকা, মায়ানমারের জন্য 600 কোটি টাকা, মঙ্গোলিয়ার জন্য 12 কোটি টাকা ও বাংলাদেশের জন্য 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ আগামী দিনে এই দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চায় দিল্লি ৷ উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিনের নেতৃত্বে বড় আকারে ভারতবিরোধী প্রচার গড়ে তুলতে দেখা গিয়েছে ৷ চিনের ঘনিষ্ঠ হিয়েবে পরিচিত ইয়ামিন ৷ তবে মালদ্বীপের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলি ভারতের বন্ধু হিসেবে নিজেকে তুলে ধরেছেন ৷
আরও পড়ুন: Modi on Budget 2022 : আরও বিনিয়োগ-কর্মসংস্থানমুখী বাজেট, অর্থমন্ত্রীকে ফুল মার্কস প্রধানমন্ত্রীর
এবারের বাজেটে আগামী আর্থিক বছরে নেপাল ও ভুটানের জন্য বরাদ্দ অনেকটা কমিয়ে দিয়েছেন সীতারমন ৷ বরাদ্দে কোনও পরিবর্তন করা হয়নি শ্রীলঙ্কা ও মরিশাসের ক্ষেত্রে ৷ সবমিলিয়ে বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে (MEA Budget Increased) বাজেট বরাদ্দ চলতি বছরের তুলনায় অনেকটা বাড়িয়ে আগামী আর্থিক বছরে 17 হাজার 250 কোটি টাকা করা হয়েছে ৷