ETV Bharat / bharat

Pak Infiltrators Killed: রাজস্থান সীমান্তে অভিযান, বিএসএফ-এর গুলিতে মৃত 2 পাক অনুপ্রবেশকারী - Pak Infiltrators Killed

রাজস্থানের বাড়মের সীমান্তে বড়সড় অভিযান চালিয়ে 2 পাক অনুপ্রবেশকারীকে নিকেশ করল বিএসএফ ৷ ওই এলাকায় চলছে তল্লাশি অভিযান ৷

a
a
author img

By

Published : May 2, 2023, 4:28 PM IST

Updated : May 2, 2023, 5:19 PM IST

বাড়মের (রাজস্থান), 2 মে: রাজস্থানের বাড়মের সীমান্তে বিরাট অভিযান চালিয়ে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার ছক ভেস্তে দিল সীমান্তরক্ষী বাহিনী ৷ বিএসএফ-এর গুলিতে দুজন পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে ৷ মঙ্গলবার রাজস্থানের বাড়মের জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে এই ঘটনা ঘটেছে ৷

বাড়মের সীমান্তে বড় অভিযান চালানোর সময় সীমান্ত রক্ষী বাহিনী দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে নিকেশ করেছে । এই ঘটনার পর বিএসএফ ও পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ গোটা এলাকায় শুরু হয়েছে বিএসএফ-এর তল্লাশি অভিযান ।

বাড়মের জেলায় সীমান্ত রক্ষী বাহিনী অভিযান চালিয়ে পাকিস্তানিদের অনুপ্রবেশের প্রচেষ্টা বানচাল করে দেয় । বাড়মের জেলার গদররোড থানা এলাকায় দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করেন বিএসএফ জওয়ানরা । উভয় অনুপ্রবেশকারীই বাড়মের ওয়ালা চেকপোস্টের কাছে পাকিস্তানের দিক থেকে ভারতের সীমান্তে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে ৷ সেই সময় বিএসএফ জওয়ানরা তাঁদের সতর্ক করেছিলেন ৷ কিন্তু তা সত্ত্বেও অনুপ্রবেশকারীরা না থামায় তখন সীমান্তের নিরাপত্তা বাহিনীর জওয়ানরা গুলি চালিয়ে উভয় অনুপ্রবেশকারীকে হত্যা করেন ।

সীমান্তে এই অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফ ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা । কোনও অনুপ্রবেশকারী আগেই ঢুকে লুকিয়ে রয়েছে কি না তা নিশ্চিত করতে এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে বিএসএফ । গভীর রাতে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে ।

বাড়মেরের অতিরিক্ত পুলিশ সুপার সত্যেন্দ্র পাল সিং বলেছেন যে, গদররোড থানা এলাকায় বিএসএফের হাতে দুই অনুপ্রবেশকারী নিহত হয়েছেন । গত রাতে পাকিস্তানি অনুপ্রবেশ বানচাল করতে গিয়ে সীমান্তে ব্যারিকেড পেরিয়ে আসা দুই অনুপ্রবেশকারীকে হত্যা করেন বিএসএফের জওয়ানরা ।

একইসঙ্গে, অনুপ্রবেশকারীদের সঙ্গে অবৈধ মাদকের চালানের বিষয়টিও সামনে আসছে ৷ যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ​কোনও সরকারি তথ্য পাওয়া যায়নি ।

আরও পড়ুন: বসিরহাট সীমান্তে 40 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

বাড়মের (রাজস্থান), 2 মে: রাজস্থানের বাড়মের সীমান্তে বিরাট অভিযান চালিয়ে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার ছক ভেস্তে দিল সীমান্তরক্ষী বাহিনী ৷ বিএসএফ-এর গুলিতে দুজন পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে ৷ মঙ্গলবার রাজস্থানের বাড়মের জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে এই ঘটনা ঘটেছে ৷

বাড়মের সীমান্তে বড় অভিযান চালানোর সময় সীমান্ত রক্ষী বাহিনী দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে নিকেশ করেছে । এই ঘটনার পর বিএসএফ ও পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ গোটা এলাকায় শুরু হয়েছে বিএসএফ-এর তল্লাশি অভিযান ।

বাড়মের জেলায় সীমান্ত রক্ষী বাহিনী অভিযান চালিয়ে পাকিস্তানিদের অনুপ্রবেশের প্রচেষ্টা বানচাল করে দেয় । বাড়মের জেলার গদররোড থানা এলাকায় দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করেন বিএসএফ জওয়ানরা । উভয় অনুপ্রবেশকারীই বাড়মের ওয়ালা চেকপোস্টের কাছে পাকিস্তানের দিক থেকে ভারতের সীমান্তে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে ৷ সেই সময় বিএসএফ জওয়ানরা তাঁদের সতর্ক করেছিলেন ৷ কিন্তু তা সত্ত্বেও অনুপ্রবেশকারীরা না থামায় তখন সীমান্তের নিরাপত্তা বাহিনীর জওয়ানরা গুলি চালিয়ে উভয় অনুপ্রবেশকারীকে হত্যা করেন ।

সীমান্তে এই অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফ ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা । কোনও অনুপ্রবেশকারী আগেই ঢুকে লুকিয়ে রয়েছে কি না তা নিশ্চিত করতে এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে বিএসএফ । গভীর রাতে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে ।

বাড়মেরের অতিরিক্ত পুলিশ সুপার সত্যেন্দ্র পাল সিং বলেছেন যে, গদররোড থানা এলাকায় বিএসএফের হাতে দুই অনুপ্রবেশকারী নিহত হয়েছেন । গত রাতে পাকিস্তানি অনুপ্রবেশ বানচাল করতে গিয়ে সীমান্তে ব্যারিকেড পেরিয়ে আসা দুই অনুপ্রবেশকারীকে হত্যা করেন বিএসএফের জওয়ানরা ।

একইসঙ্গে, অনুপ্রবেশকারীদের সঙ্গে অবৈধ মাদকের চালানের বিষয়টিও সামনে আসছে ৷ যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ​কোনও সরকারি তথ্য পাওয়া যায়নি ।

আরও পড়ুন: বসিরহাট সীমান্তে 40 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Last Updated : May 2, 2023, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.