বিকানের, 3 জুন : রাজস্থানের বিকানেরে ভারত-পাক সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা চলছিল ৷ সেই ছক বানচাল করে দিল সীমান্ত রক্ষী বহিনী (BSF) ৷ ঘটনাটি ঘটে বুধবার রাতে ৷
বিএসএফ (BSF) সূত্রে খবর, অন্ধকারকে আড়াল করেই মাদক পাচারের পরিকল্পনা করা হয়েছিল ৷ পাকিস্তানের দুই মাদক পাচারকারী সীমান্তের এপারে উপস্থিত দুই ভারতীয় পাচারকারীর হাতে মাদকের একটি কনসাইনমেন্ট তুলে দেওয়ার চেষ্টা করে ৷ ঘটনা চোখে পড়ে যাওয়ায় রুখে দাঁড়ান বিএসএফ জওয়ানরা ৷ পাচারকারীদের হুঁশিয়ারি দিতে শূন্যে গুলিও ছোড়েন তাঁরা ৷ এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় পাচারকারীরা ৷ সেখানেই ফেলে যায় 54 প্য়াকেট হেরোইন ৷ সব মিলিয়ে যার ওজন প্রায় 56 কেজি ৷
বাহিনীর বিকানের সেক্টর হেডকোয়ার্টারের তরফে ডিআইজি পুষ্পেন্দ্র সিং রাঠোর এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন ৷ তিনি জানান, ইতিমধ্যেই এনসিবি (NCB)-কে বিষয়টি জানা হয়েছে ৷ তাদের তরফে একটি প্রতিনিধিদল রাজস্থানে পাঠানো হচ্ছে ৷ সেই দলের সদস্যরা যোধপুরে এসে পৌঁছলেই উদ্ধার হওয়া মাদকের সঠিক দাম জানা যাবে এবং এই বিষয়ে তদন্তের কাজও এগিয়ে নিয়ে যাওয়া যাবে ৷
-
#BSF foiled attempt of Pak smugglers to push contraband into India. In the intervening night of 2/3 June sensing suspicious movement on Border BSF sentry opened fired forcing smugglers to run for life. During search 54 pkts of suspected Heroin weighing approx 56 kg was recovered. pic.twitter.com/PyKYVpsroP
— BSF RAJASTHAN (@BSF_Rajasthan) June 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#BSF foiled attempt of Pak smugglers to push contraband into India. In the intervening night of 2/3 June sensing suspicious movement on Border BSF sentry opened fired forcing smugglers to run for life. During search 54 pkts of suspected Heroin weighing approx 56 kg was recovered. pic.twitter.com/PyKYVpsroP
— BSF RAJASTHAN (@BSF_Rajasthan) June 3, 2021#BSF foiled attempt of Pak smugglers to push contraband into India. In the intervening night of 2/3 June sensing suspicious movement on Border BSF sentry opened fired forcing smugglers to run for life. During search 54 pkts of suspected Heroin weighing approx 56 kg was recovered. pic.twitter.com/PyKYVpsroP
— BSF RAJASTHAN (@BSF_Rajasthan) June 3, 2021
আরও পড়ুন : সীমান্ত পরিস্থিতি পর্যালোচনায় 2 দিনের সফরে শ্রীনগরে সেনাপ্রধান
ডিআইজি পুষ্পেন্দ্র সিং রাঠোর জানিয়েছেন, ভারত-পাক সীমান্তের জিরো লাইন থেকে মাত্র 150 মিটার দূরে ছিল পাক মাদক পারাচরকারীরা ৷ বিএসএফ তাদের চ্যালেঞ্জ করতেই পিটটান দেয় তারা ৷ অন্যদিকে, ভারতীয় ভূখণ্ডে থাকা পাচারকারীরও অন্ধকারে গা ঢাকা দেয় ৷ তবে সীমান্তের 12-15 কিলোমিটার এলাকা পর্যন্ত তাদের পায়ের ছাপ মিলেছে ৷