ETV Bharat / bharat

British PM likely to visit India : আগামী সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা - British PM likely to visit India

গ্লাসগোতে গত বছর নভেম্বরে কোপ26 ক্লাইমেট সামিটে (COP26 Climate Summit in Glasgow) শেষবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi) ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের (British Prime Minister Boris Johnson) মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল ৷ তার পর আবার দেখা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের ৷

british prime minister boris johnson is likely to visit india next week
British PM likely to visit India : আগামী সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা
author img

By

Published : Apr 15, 2022, 9:14 PM IST

নয়াদিল্লি, 15 এপ্রিল : আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (British Prime Minister Boris Johnson is likely to visit India next week) ৷ কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ তবে তাঁর সফর নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি বিদেশমন্ত্রক ৷ কিন্তু ওই সূত্র জানাচ্ছে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ, ইন্দো-প্যাসিফিক অঞ্চল সম্পর্কিত বিষয় ও বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে ৷ এর আগে বরিস জনসনের দু’টি ভারত সফর করোনা অতিমারীর (Covid Pandemic) কারণে বাতিল হয়ে গিয়েছিল ৷

কেন্দ্রীয় সরকারের ওই সূত্র অনুযায়ী, গতমাসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi) ৷ সেই সময়ই দুই রাষ্ট্রপ্রধানের মধ্য়ে মুখোমুখি বৈঠক নিয়ে আলোচনা হয় ৷ সেই মতোই বরিস জনসন ভারতে আসছেন ৷ এই সফরে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়েও জনসন আলোচনা করতে আগ্রহী বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি তিনি চান, ভারতের সঙ্গে ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ৷

মোদির সঙ্গে জনসনের যখন ফোনে কথা হয়েছিল, তখন দুই রাষ্ট্রনেতার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine War) নিয়ে অনেক আলোচনা হয় ৷ ওই যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে জনসনের আসন্ন সফরে আলোচনা হবে বলে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

গ্লাসগোতে গত বছর নভেম্বরে কোপ26 ক্লাইমেট সামিট হয়েছিল (COP26 Climate Summit in Glasgow) ৷ সেখানেই শেষবার মোদি ও জনসনের মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল ৷ তার আগে এই দুই রাষ্ট্রপ্রধান 2021 সালের মে মাসে একটি ভার্চুয়াল সামিটেও অংশ নিয়েছিলেন ৷

আরও পড়ুন : Pradhanmantri Sangrahalaya: নেহরু মিউজিয়ামের নাম পাল্টে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের উদ্বোধন, মোদিকে কটাক্ষ কংগ্রেসের

নয়াদিল্লি, 15 এপ্রিল : আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (British Prime Minister Boris Johnson is likely to visit India next week) ৷ কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ তবে তাঁর সফর নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি বিদেশমন্ত্রক ৷ কিন্তু ওই সূত্র জানাচ্ছে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ, ইন্দো-প্যাসিফিক অঞ্চল সম্পর্কিত বিষয় ও বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে ৷ এর আগে বরিস জনসনের দু’টি ভারত সফর করোনা অতিমারীর (Covid Pandemic) কারণে বাতিল হয়ে গিয়েছিল ৷

কেন্দ্রীয় সরকারের ওই সূত্র অনুযায়ী, গতমাসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi) ৷ সেই সময়ই দুই রাষ্ট্রপ্রধানের মধ্য়ে মুখোমুখি বৈঠক নিয়ে আলোচনা হয় ৷ সেই মতোই বরিস জনসন ভারতে আসছেন ৷ এই সফরে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়েও জনসন আলোচনা করতে আগ্রহী বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি তিনি চান, ভারতের সঙ্গে ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ৷

মোদির সঙ্গে জনসনের যখন ফোনে কথা হয়েছিল, তখন দুই রাষ্ট্রনেতার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine War) নিয়ে অনেক আলোচনা হয় ৷ ওই যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে জনসনের আসন্ন সফরে আলোচনা হবে বলে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

গ্লাসগোতে গত বছর নভেম্বরে কোপ26 ক্লাইমেট সামিট হয়েছিল (COP26 Climate Summit in Glasgow) ৷ সেখানেই শেষবার মোদি ও জনসনের মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল ৷ তার আগে এই দুই রাষ্ট্রপ্রধান 2021 সালের মে মাসে একটি ভার্চুয়াল সামিটেও অংশ নিয়েছিলেন ৷

আরও পড়ুন : Pradhanmantri Sangrahalaya: নেহরু মিউজিয়ামের নাম পাল্টে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের উদ্বোধন, মোদিকে কটাক্ষ কংগ্রেসের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.