ETV Bharat / bharat

Man Acquitted After 4 Decades: শাপমোচন ! 10 বছরের বয়সের অভিযোগ, 53 বছরে মিলল আইনি মুক্তি - Man Acquitted After 4 Decades

প্রায় 40 বছর আগে চাউঘাই গ্রামের স্থানীয় এক ব্যবসায়ীকে গুলি চালানো অভিযোগ উঠেছিল 10 বছরের নাবালকের বিরুদ্ধে । দীর্ঘ চার দশক পর জানা গেল তেমন কোনও তথ্য-প্রমাণ নেই । আর তাই মুক্তি (Bihar Man acquitted after 4 decades) ।

Bihar News
10 বছরের বয়সের অভিযোগ, 53 বছরে মিলল আইনি মুক্তি
author img

By

Published : Oct 13, 2022, 11:25 AM IST

পটনা(বিহার), 13 অক্টোবর: অবশেষে শাপমুক্তি ৷ প্রায় 40 বছর পর খালাস পেলেন মুন্না সিং ৷ তিনি বিহারের বক্সারের বাসিন্দা ৷ তাঁর নাবালক বয়সে একটি অপরাধজনক ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়ে যায় ৷ শারীরিক নিগ্রহ এবং গুলি চালনার ঘটনায় নাবালক মুন্না অভিযুক্ত হন ৷ এফআইআর দায়ের হলে তাতে নাম ছিল 10 বছরের মুন্নার ৷ উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে এখন 53 বছর বয়সি মুন্না সিংকে এই মামলায় মুক্তি দিল জুভেনাইল জেলা দায়রা আদালত (Bihar Man acquitted after 4 decades ) ৷

ঘটনার সূত্রপাত, 1979 সালের সেপ্টেম্বর মাসে ৷ স্থানীয় এক ব্যবসায়ীকে শারীরিক নিগ্রহ ও গুলি চালানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ তাতে নাম ছিল মুন্না সিংয়েরও ৷ তখন তাঁর মাত্র বয়স ছিল 10 বছর 5 মাস ৷ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 148 ধারা ও 307 ধারায় অভিযোগ দায়ের করা হয় ৷ প্রথমে এই মামলাটি জেলা আদালতে হচ্ছিল ৷ অভিযুক্ত মুন্না নাবালক হওয়ায় তাঁর মামলাটি 2012 সালে বক্সারের জুভেনাইল জেলা আদালতে (juvenile justice board of district court Buxar) ওঠে ৷ তখন থেকে মামলাটি চলছিল ৷

আরও পড়ুন: ইডি-এর বিরুদ্ধে মানেকার আদালত অবমাননার মামলায় শুনানি শেষ, রায়দান শুক্রে

এই মামলার শুনানি চলাকালীন জুভেনাইল আদালতের প্রিসাইডিং অফিসার ডঃ রাজেশ সিং অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ জোগাড়ের চেষ্টা করেন ৷ মামলার অগ্রগতির জন্য অভিযোগকারী এবং প্রত্যক্ষদর্শীদের ডেকে পাঠানো হয় ৷ কিন্তু কেউই এসে পৌঁছননি ৷ তাই অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য বা প্রমাণ, কোনওটাই জোগাড় না হওয়ায় খালাস পান মুন্না সিং ৷ তবে চার দশক ধরে বিচারের অপেক্ষা থেকে রীতিমতো ক্ষুব্ধ প্রৌঢ় মুন্না ৷ বিচার ব্যবস্থা দেরি হওয়া বিচার না পাওয়ার সামিল ৷

পটনা(বিহার), 13 অক্টোবর: অবশেষে শাপমুক্তি ৷ প্রায় 40 বছর পর খালাস পেলেন মুন্না সিং ৷ তিনি বিহারের বক্সারের বাসিন্দা ৷ তাঁর নাবালক বয়সে একটি অপরাধজনক ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়ে যায় ৷ শারীরিক নিগ্রহ এবং গুলি চালনার ঘটনায় নাবালক মুন্না অভিযুক্ত হন ৷ এফআইআর দায়ের হলে তাতে নাম ছিল 10 বছরের মুন্নার ৷ উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে এখন 53 বছর বয়সি মুন্না সিংকে এই মামলায় মুক্তি দিল জুভেনাইল জেলা দায়রা আদালত (Bihar Man acquitted after 4 decades ) ৷

ঘটনার সূত্রপাত, 1979 সালের সেপ্টেম্বর মাসে ৷ স্থানীয় এক ব্যবসায়ীকে শারীরিক নিগ্রহ ও গুলি চালানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ তাতে নাম ছিল মুন্না সিংয়েরও ৷ তখন তাঁর মাত্র বয়স ছিল 10 বছর 5 মাস ৷ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 148 ধারা ও 307 ধারায় অভিযোগ দায়ের করা হয় ৷ প্রথমে এই মামলাটি জেলা আদালতে হচ্ছিল ৷ অভিযুক্ত মুন্না নাবালক হওয়ায় তাঁর মামলাটি 2012 সালে বক্সারের জুভেনাইল জেলা আদালতে (juvenile justice board of district court Buxar) ওঠে ৷ তখন থেকে মামলাটি চলছিল ৷

আরও পড়ুন: ইডি-এর বিরুদ্ধে মানেকার আদালত অবমাননার মামলায় শুনানি শেষ, রায়দান শুক্রে

এই মামলার শুনানি চলাকালীন জুভেনাইল আদালতের প্রিসাইডিং অফিসার ডঃ রাজেশ সিং অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ জোগাড়ের চেষ্টা করেন ৷ মামলার অগ্রগতির জন্য অভিযোগকারী এবং প্রত্যক্ষদর্শীদের ডেকে পাঠানো হয় ৷ কিন্তু কেউই এসে পৌঁছননি ৷ তাই অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য বা প্রমাণ, কোনওটাই জোগাড় না হওয়ায় খালাস পান মুন্না সিং ৷ তবে চার দশক ধরে বিচারের অপেক্ষা থেকে রীতিমতো ক্ষুব্ধ প্রৌঢ় মুন্না ৷ বিচার ব্যবস্থা দেরি হওয়া বিচার না পাওয়ার সামিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.