ETV Bharat / bharat

Unnao Nurse Body Found : উন্নাওয়ের হাসপাতাল চত্বরে নার্সের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, ধর্ষণের অভিযোগ পরিবারের - গণধর্ষণ এবং খুনের অভিযোগ

একদিন আগে হাসপাতালের কাজে যোগ দিয়েছিলেন নার্স ৷ দ্বিতীয় দিনেই হাসপাতাল থেকে তাঁর ঝুলন্ত দেহ মিলল ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ের একটি হাসপাতালে ৷ পরিবার অবশ্য গণধর্ষণ এবং খুনের অভিযোগ তুলেছে (Unnao Nurse Body Found) ৷

UP Unnao Hospital Nurse death
উন্নাওয়ের হাসপাতালে নার্সের মৃতদেহ
author img

By

Published : May 1, 2022, 9:07 AM IST

উন্নাও, 1 মে : একজন নার্সের ঝুলন্ত দেহ মিলল হাসপাতাল চত্বর থেকে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের উন্নাও জেলার ৷ শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়, জানিয়েছেন পুলিশ ৷ পরিবার অবশ্য গণধর্ষণের অভিযোগ তুলেছে ৷ মৃত নার্সের মায়ের অভিযোগের ভিত্তিতে 3 জনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, একদিন আগেই ওই হাসপাতালে কাজে যোগ দিয়েছিলেন নার্স (Body of a nurse found hanging in hospital premises in Unnao Uttar Pradesh) ৷

আরও পড়ুন : Anish Khan Death Case : উন্নাও-হাথরস কাণ্ডে সিবিআই-এর ব্যর্থতা তুলে ধরে আনিশ মৃত্যু তদন্তে সিটেই আস্থা মুখ্যমন্ত্রীর

নার্সের পরিবার জানিয়েছে, নির্যাতিতাকে গণধর্ষণ করে তারপর খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ উন্নাওয়ের অতিরিক্ত এসপি শশীশেখর সিং বলেন, "হাসপাতাল থেকে একজন মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ কী ভাবে মৃত্যু হয়েছে, তা জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ পরিবারের অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং কড়া পদক্ষেপ করা হবে ৷"

ইতিমধ্যে নির্যাতিতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

উন্নাও, 1 মে : একজন নার্সের ঝুলন্ত দেহ মিলল হাসপাতাল চত্বর থেকে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের উন্নাও জেলার ৷ শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়, জানিয়েছেন পুলিশ ৷ পরিবার অবশ্য গণধর্ষণের অভিযোগ তুলেছে ৷ মৃত নার্সের মায়ের অভিযোগের ভিত্তিতে 3 জনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, একদিন আগেই ওই হাসপাতালে কাজে যোগ দিয়েছিলেন নার্স (Body of a nurse found hanging in hospital premises in Unnao Uttar Pradesh) ৷

আরও পড়ুন : Anish Khan Death Case : উন্নাও-হাথরস কাণ্ডে সিবিআই-এর ব্যর্থতা তুলে ধরে আনিশ মৃত্যু তদন্তে সিটেই আস্থা মুখ্যমন্ত্রীর

নার্সের পরিবার জানিয়েছে, নির্যাতিতাকে গণধর্ষণ করে তারপর খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ উন্নাওয়ের অতিরিক্ত এসপি শশীশেখর সিং বলেন, "হাসপাতাল থেকে একজন মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ কী ভাবে মৃত্যু হয়েছে, তা জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ পরিবারের অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং কড়া পদক্ষেপ করা হবে ৷"

ইতিমধ্যে নির্যাতিতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.