ETV Bharat / bharat

মোদির গ্যারান্টি কি কাজ করবে লোকসভা ভোটেও ! তিন রাজ্যে জয়ের পর চব্বিশের লড়াইয়ে আত্মবিশ্বাসী  বিজেপি - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

BJPs Mission 2024: আগামী মার্চ-এপ্রিলে দেশে লোকসভা নির্বাচন হওয়ার কথা ৷ টানা তৃতীয়বার ক্ষমতায় থাকতে মরিয়া বিজেপি ৷ সাম্প্রতিক বিধানসভা ভোটের ফল তাঁদের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিয়েছে ৷ তিন রাজ্যে মোদির গ্যারান্টির স্লোগান ভোটারদের মধ্য়ে ব্যাপক প্রভাব ফেলেছে ৷ লোকসভা ভোটেও কি সেই প্রভাব অব্যাহত থাকবে ? উত্তর অধরা হলেও অ্যাডভান্টেজ অবশ্যই বিজেপি ৷

BJPs Mission 2024
BJPs Mission 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 12:43 PM IST

Updated : Dec 22, 2023, 12:55 PM IST

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: মাস দুই-আড়াইয়ের মধ্যেই ঘোষণা হয়ে যাবে 2024 সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ৷ সেই ভোটের সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছিল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ৷ সেমিফাইনালের ফলের নিরিখে বিজেপিরই পাল্লাভারী ৷ কারণ, হিন্দিবলয়ের তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে জয় পেয়েছে গেরুয়া শিবির ৷ মধ্যপ্রদেশে আসন বাড়িয়ে ক্ষমতা ধরে রেখেছে এবং রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে তারা ৷

কর্ণাটক বিধানসভা ভোটে জয় পাওয়ার পর দাক্ষিণাত্যের আরও একটি রাজ্য তেলেঙ্গানায় সাফল্য পেয়েছে কংগ্রেস ৷ এই ফল তাদের জন্য আগামী লোকসভা ভোটে কিছুটা হলেও আশার আলো জিইয়ে রেখেছে ৷ কিন্তু 'ইন্ডিয়া' ব্লকের গঠনের পর বিরোধীদের যে সংঘবদ্ধ ছবিটা সামনে আসছিল, সেখানে কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি ৷ এই তিনরাজ্যে জয় আবার ভোটের ময়দানে আবার তারা ব্যাকফুট থেকে ফ্রন্টফুটে চলে আসতে সক্ষম হয়েছে ৷ এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে বিভিন্ন জনসভায় দেওয়া ‘মোদি কি গ্যারান্টি’র স্লোগান ৷ মোদির গ্যারান্টির বিষয়টি আক্ষরিক অর্থেই ভোটারদের উপর যে প্রভাব ফেলেছে, তা নির্বাচনী ফলেই স্পষ্ট হয়েছে ৷

মধ্যপ্রদেশে বিজেপি 163টি আসন পেয়েছে ৷ 2018 সালের চেয়ে 54টি আসন বেশি পেয়েছে ৷ কংগ্রেস জিতেছে 66টি আসনে ৷ আগেরবারের থেকে তারা 48টি আসন কম পেয়েছে হাত শিবির ৷ মধ্য়প্রদেশে কংগ্রেসের 'জয়-বীরু' হিসেবে পরিচিত দিগ্বিজয় সিং ও কমল নাথের জুটি শিবরাজ সিং-এর নেতৃত্বাধীন বিজেপির ঝড়ে কার্যত উড়ে গিয়েছে ৷ এই হার কোণঠাসা করেছে কংগ্রেসকে। পাশাপাশি হিন্দিবলয়ের এই দুই প্রবীণ নেতার রাজনৈতিক ভবিষ্যৎও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ৷

অন্যদিকে, বিজেপির শিবরাজ সিং চৌহান, যিনি প্রায় দু’দশক ওই রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর সরকারের বিভিন্ন প্রকল্প মহিলা ভোটারদের বিজেপির দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছে ৷ তাছাড়া 2018 সালের ভোটে কংগ্রেসের হয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিলেন জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া ৷ যুব সমাজে তাঁর একটা প্রভাব রয়েছে ৷ গতবার ৷যুব সমাজের যে ভোট কংগ্রেসের দিকে ছিল, তা এবার বিজেপির দিকে চলে এসেছে ৷ কারণ, জ্যোতিরাদিত্য এখন বিজেপিতে ৷

রাজস্থানের ভোটারদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে 'মোদির গ্যারান্টি'র ৷ তার সঙ্গে যুক্ত হয়েছে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ৷ ফলে সেখানে বিজেপি 115 আসনে জিতে ক্ষমতায় এসেছে ৷ আর কংগ্রেস জিতেছে মাত্র 69টি আসনে ৷ গতবারের চেয়ে 30টি আসন কম পেয়েছে কংগ্রেস ৷ মধ্যপ্রদেশে যেখানে বিজেপি সরকারের উন্নয়নের প্রচার, প্রতিশ্রুতি কাজ করেছে, সেখানে রাজস্থানে কংগ্রেসের ক্ষেত্রে তা উলটো হয়েছে ৷ সেখানে ভোটাররা কংগ্রেসের কোনও প্রতিশ্রুতির উপরই ভরসা রাখতে পারেনি ৷

পরিসংখ্যান বলছে, যে পূর্ব রাজস্থানে যেখানে আগেরবার বিজেপি একটিমাত্র আসনে জিতেছিল ৷ এবার সেখানে 13টি আসনে জিতেছে ৷ অন্যদিকে, কংগ্রেস গতবার এই এলাকায় 20টি আসনে জিতেছিল ৷ এবার তারা সেখানে মাত্র আটটি আসন পেয়েছে ৷ সেখানে একটি ক্যানাল প্রজেক্ট করার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস ৷ কিন্তু সেই প্রতিশ্রুতিতে মন ভরেনি ভোটারদের ৷ বরং তাঁরা বিজেপির 'আচ্ছে দিন'-এর উপরই ভরসা রেখেছেন ৷ তাছাড়া সচিন পাইলটও কংগ্রেসের যেন কিছুটা হলেও নেতিবাচক পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন ৷

ছত্তীশগড়ে 54টি আসন জিতে ক্ষমতায় এসেছে বিজেপি ৷ কংগ্রেস পেয়েছে 35টি আসন ৷ আগেরবারের থেকে কংগ্রেস 33টি আসন কম পেয়েছে ৷ উলটোদিকে বিজেপি আগেরবারের চেয়ে 39টি আসন বেশি পেয়েছে ৷ ওই রাজ্যের বিধানসভা ভোটে প্রায় অপ্রত্যাশিতই ছিল ৷ অনেকে মনে করেছিলেন, ছত্তিশগড়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে ৷ কিন্তু কার্যক্ষেত্রে বিজেপির ঝড়ে উড়ে গিয়েছে কংগ্রেস ৷

এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভোটারদের প্রভাবিত করেছে ৷ মহাদেব বেটিং অ্যাপ নিয়ে দুর্নীতির অভিযোগের সঙ্গে জড়িয়ে যায় কংগ্রেস সরকারের নাম ৷ যা নিয়ে নির্বাচনী প্রচারে মোদি কটাক্ষ করেছিলেন, "এঁরা মহাদেবকেও ছাড়েননি ৷" এছাড়া ছত্তিশগড়ের তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল ৷ সেগুলিও ভোটের ময়দানে কংগ্রেসের উপর নেতিবাচক প্রভাব ফেলে ৷

তিন রাজ্যে জয়, যেটাকে জয়ের হ্যাটট্রিক হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সঙ্গে এটাও জানিয়েছেন যে এই হ্যাটট্রিক হল লোকসভায় জয়ের হ্যাটট্রিকের গ্যারান্টি ৷ যদিও পাঁচরাজ্যের মধ্য়ে দুই রাজ্যে বিজেপির ফল ভালো হয়নি ৷ তবে ওই দুই রাজ্য, মিজোরাম ও তেলেঙ্গানায় মারাত্মক ফল হওয়ার কোনও আশাও ছিল না ৷ মিজোরামে এনডিএ-র শরিক মিজো ন্যাশনাল ফ্রন্ট হেরেছে ৷ ক্ষমতায় এসেছে জেডপিএম ৷ আর তেলেঙ্গানায় ক্ষমতায় এসেছে কংগ্রেস (64 আসনে জিতেছে) ৷ সেখানে হেরেছে ক্ষমতাসীন বিআরএস (জয় পেয়েছে 39 আসনে) ৷

তার পরও এগিয়ে বিজেপি ৷ যার অন্যতম কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ৷ সেটা স্বীকারও করে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ মানুষের অসাধারণ সংযোগের কারণেই নির্বাচনী ময়দানে এই অসাধারণ সাফল্য এসেছে ৷ সেই সাফল্যের ধারা লোকসভা ভোটেও বজায় থাকবে বলে ইঙ্গিত দিতে শুরু করেছে একাধিক সংস্থা ৷

উলটোদিকে, এখনও কার্যত অথৈ জলে বিরোধীদের ‘ইন্ডিয়া’ ব্লক ৷ এখনও তারা আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে পারেনি ৷ কিন্তু শেষপর্যন্ত কী হবে ? কে হাসবে শেষ হাসি ? তা জানার জন্য ভোটের ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবেই ৷

আরও পড়ুন:

  1. বিহার-উত্তরপ্রদেশে যাদব ভোটব্যাংকের জন্যই কি মধ্যপ্রদেশের মসনদে মোহনকে বসালেন প্রধানমন্ত্রী মোদি !
  2. মধ্যপ্রদেশ-রাজস্থানে 'ল্যান্ডস্লাইড', ছত্তিশগড়ে ফের পদ্ম ফুটিয়ে সন্ধেয় কর্মীদের বার্তা মোদির!
  3. মোদির নেতৃত্বকে সমর্থন আর কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করেছে মানুষ: বিজেপি

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: মাস দুই-আড়াইয়ের মধ্যেই ঘোষণা হয়ে যাবে 2024 সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ৷ সেই ভোটের সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছিল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ৷ সেমিফাইনালের ফলের নিরিখে বিজেপিরই পাল্লাভারী ৷ কারণ, হিন্দিবলয়ের তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে জয় পেয়েছে গেরুয়া শিবির ৷ মধ্যপ্রদেশে আসন বাড়িয়ে ক্ষমতা ধরে রেখেছে এবং রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে তারা ৷

কর্ণাটক বিধানসভা ভোটে জয় পাওয়ার পর দাক্ষিণাত্যের আরও একটি রাজ্য তেলেঙ্গানায় সাফল্য পেয়েছে কংগ্রেস ৷ এই ফল তাদের জন্য আগামী লোকসভা ভোটে কিছুটা হলেও আশার আলো জিইয়ে রেখেছে ৷ কিন্তু 'ইন্ডিয়া' ব্লকের গঠনের পর বিরোধীদের যে সংঘবদ্ধ ছবিটা সামনে আসছিল, সেখানে কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি ৷ এই তিনরাজ্যে জয় আবার ভোটের ময়দানে আবার তারা ব্যাকফুট থেকে ফ্রন্টফুটে চলে আসতে সক্ষম হয়েছে ৷ এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে বিভিন্ন জনসভায় দেওয়া ‘মোদি কি গ্যারান্টি’র স্লোগান ৷ মোদির গ্যারান্টির বিষয়টি আক্ষরিক অর্থেই ভোটারদের উপর যে প্রভাব ফেলেছে, তা নির্বাচনী ফলেই স্পষ্ট হয়েছে ৷

মধ্যপ্রদেশে বিজেপি 163টি আসন পেয়েছে ৷ 2018 সালের চেয়ে 54টি আসন বেশি পেয়েছে ৷ কংগ্রেস জিতেছে 66টি আসনে ৷ আগেরবারের থেকে তারা 48টি আসন কম পেয়েছে হাত শিবির ৷ মধ্য়প্রদেশে কংগ্রেসের 'জয়-বীরু' হিসেবে পরিচিত দিগ্বিজয় সিং ও কমল নাথের জুটি শিবরাজ সিং-এর নেতৃত্বাধীন বিজেপির ঝড়ে কার্যত উড়ে গিয়েছে ৷ এই হার কোণঠাসা করেছে কংগ্রেসকে। পাশাপাশি হিন্দিবলয়ের এই দুই প্রবীণ নেতার রাজনৈতিক ভবিষ্যৎও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ৷

অন্যদিকে, বিজেপির শিবরাজ সিং চৌহান, যিনি প্রায় দু’দশক ওই রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর সরকারের বিভিন্ন প্রকল্প মহিলা ভোটারদের বিজেপির দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছে ৷ তাছাড়া 2018 সালের ভোটে কংগ্রেসের হয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিলেন জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া ৷ যুব সমাজে তাঁর একটা প্রভাব রয়েছে ৷ গতবার ৷যুব সমাজের যে ভোট কংগ্রেসের দিকে ছিল, তা এবার বিজেপির দিকে চলে এসেছে ৷ কারণ, জ্যোতিরাদিত্য এখন বিজেপিতে ৷

রাজস্থানের ভোটারদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে 'মোদির গ্যারান্টি'র ৷ তার সঙ্গে যুক্ত হয়েছে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ৷ ফলে সেখানে বিজেপি 115 আসনে জিতে ক্ষমতায় এসেছে ৷ আর কংগ্রেস জিতেছে মাত্র 69টি আসনে ৷ গতবারের চেয়ে 30টি আসন কম পেয়েছে কংগ্রেস ৷ মধ্যপ্রদেশে যেখানে বিজেপি সরকারের উন্নয়নের প্রচার, প্রতিশ্রুতি কাজ করেছে, সেখানে রাজস্থানে কংগ্রেসের ক্ষেত্রে তা উলটো হয়েছে ৷ সেখানে ভোটাররা কংগ্রেসের কোনও প্রতিশ্রুতির উপরই ভরসা রাখতে পারেনি ৷

পরিসংখ্যান বলছে, যে পূর্ব রাজস্থানে যেখানে আগেরবার বিজেপি একটিমাত্র আসনে জিতেছিল ৷ এবার সেখানে 13টি আসনে জিতেছে ৷ অন্যদিকে, কংগ্রেস গতবার এই এলাকায় 20টি আসনে জিতেছিল ৷ এবার তারা সেখানে মাত্র আটটি আসন পেয়েছে ৷ সেখানে একটি ক্যানাল প্রজেক্ট করার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস ৷ কিন্তু সেই প্রতিশ্রুতিতে মন ভরেনি ভোটারদের ৷ বরং তাঁরা বিজেপির 'আচ্ছে দিন'-এর উপরই ভরসা রেখেছেন ৷ তাছাড়া সচিন পাইলটও কংগ্রেসের যেন কিছুটা হলেও নেতিবাচক পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন ৷

ছত্তীশগড়ে 54টি আসন জিতে ক্ষমতায় এসেছে বিজেপি ৷ কংগ্রেস পেয়েছে 35টি আসন ৷ আগেরবারের থেকে কংগ্রেস 33টি আসন কম পেয়েছে ৷ উলটোদিকে বিজেপি আগেরবারের চেয়ে 39টি আসন বেশি পেয়েছে ৷ ওই রাজ্যের বিধানসভা ভোটে প্রায় অপ্রত্যাশিতই ছিল ৷ অনেকে মনে করেছিলেন, ছত্তিশগড়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে ৷ কিন্তু কার্যক্ষেত্রে বিজেপির ঝড়ে উড়ে গিয়েছে কংগ্রেস ৷

এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভোটারদের প্রভাবিত করেছে ৷ মহাদেব বেটিং অ্যাপ নিয়ে দুর্নীতির অভিযোগের সঙ্গে জড়িয়ে যায় কংগ্রেস সরকারের নাম ৷ যা নিয়ে নির্বাচনী প্রচারে মোদি কটাক্ষ করেছিলেন, "এঁরা মহাদেবকেও ছাড়েননি ৷" এছাড়া ছত্তিশগড়ের তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল ৷ সেগুলিও ভোটের ময়দানে কংগ্রেসের উপর নেতিবাচক প্রভাব ফেলে ৷

তিন রাজ্যে জয়, যেটাকে জয়ের হ্যাটট্রিক হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সঙ্গে এটাও জানিয়েছেন যে এই হ্যাটট্রিক হল লোকসভায় জয়ের হ্যাটট্রিকের গ্যারান্টি ৷ যদিও পাঁচরাজ্যের মধ্য়ে দুই রাজ্যে বিজেপির ফল ভালো হয়নি ৷ তবে ওই দুই রাজ্য, মিজোরাম ও তেলেঙ্গানায় মারাত্মক ফল হওয়ার কোনও আশাও ছিল না ৷ মিজোরামে এনডিএ-র শরিক মিজো ন্যাশনাল ফ্রন্ট হেরেছে ৷ ক্ষমতায় এসেছে জেডপিএম ৷ আর তেলেঙ্গানায় ক্ষমতায় এসেছে কংগ্রেস (64 আসনে জিতেছে) ৷ সেখানে হেরেছে ক্ষমতাসীন বিআরএস (জয় পেয়েছে 39 আসনে) ৷

তার পরও এগিয়ে বিজেপি ৷ যার অন্যতম কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ৷ সেটা স্বীকারও করে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ মানুষের অসাধারণ সংযোগের কারণেই নির্বাচনী ময়দানে এই অসাধারণ সাফল্য এসেছে ৷ সেই সাফল্যের ধারা লোকসভা ভোটেও বজায় থাকবে বলে ইঙ্গিত দিতে শুরু করেছে একাধিক সংস্থা ৷

উলটোদিকে, এখনও কার্যত অথৈ জলে বিরোধীদের ‘ইন্ডিয়া’ ব্লক ৷ এখনও তারা আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে পারেনি ৷ কিন্তু শেষপর্যন্ত কী হবে ? কে হাসবে শেষ হাসি ? তা জানার জন্য ভোটের ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবেই ৷

আরও পড়ুন:

  1. বিহার-উত্তরপ্রদেশে যাদব ভোটব্যাংকের জন্যই কি মধ্যপ্রদেশের মসনদে মোহনকে বসালেন প্রধানমন্ত্রী মোদি !
  2. মধ্যপ্রদেশ-রাজস্থানে 'ল্যান্ডস্লাইড', ছত্তিশগড়ে ফের পদ্ম ফুটিয়ে সন্ধেয় কর্মীদের বার্তা মোদির!
  3. মোদির নেতৃত্বকে সমর্থন আর কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করেছে মানুষ: বিজেপি
Last Updated : Dec 22, 2023, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.